Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বিপিএলের দ্বাদশ আসর সামনে রেখে টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। বিসিবি জানিয়েছে, এবার কোনো বুথে সরাসরি টিকিট বিক্রি করা হবে না—সব টিকিট কিনতে হবে অনলাইনের মাধ্যমে।

লিগ পর্বে প্রতিদিন একই মাঠে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একটি টিকিট দিয়েই দেখা যাবে ওই দিনের দুই ম্যাচ। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি।

মূল্য তালিকা অনুযায়ী—

  • শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি: ২০০ টাকা

  • শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ২৫০ টাকা

  • ক্লাব হাউস আপার জোন: ৫০০ টাকা

  • জিরো ওয়েস্ট জোন: ৬০০ টাকা

  • গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার ওয়েস্ট-ইস্ট): ২,০০০ টাকা

দর্শকরা www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, সিলেট পর্বে খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স, আর সন্ধ্যার ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

বিপিএল শুরুর সময়সূচিতে পরিবর্তন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর কথা ছিল দুপুর ২টায়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণে এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, প্রথম ম্যাচের প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি দিয়ে দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে, যা চলবে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত।

একই দিনের দ্বিতীয় ম্যাচের সময়ও পেছানো হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর রাত ৯টা ৩৫ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হয়ে শেষ হবে রাত ১১টা ৫ মিনিটে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ম্যাচ শুরুর আগে অথবা দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে কয়েকটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনার সম্ভাবনাও রয়েছে।