Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আজ ২১ ডিসেম্বর। আজই চলতি বছরের সবচেয়ে দীর্ঘ রাত। অন্যান্য দিনের তুলনায় আজ রাতে অন্ধকারের সময় বেশি থাকবে, ফলে রাত কিছুটা দীর্ঘ মনে হবে।

আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। এই ঘটনা ঘটে উত্তর গোলার্ধের দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। তবে দক্ষিণ গোলার্ধে এর বিপরীত চিত্র দেখা যাবে—সেখানে হবে বছরের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত।

কেন আজ রাত সবচেয়ে দীর্ঘ

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। এই সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে কম হেলে থাকে, ফলে সেখানে সূর্যের আলো তুলনামূলক কম পৌঁছায়। এর ফলেই দিনের দৈর্ঘ্য কমে গিয়ে রাতের সময় বেড়ে যায়।

এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় ‘উইন্টার সলস্টিস’ বা সূর্যের দক্ষিণায়ন। এ সময় উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে, আর দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল।

সংক্ষেপে বলা যায়, পৃথিবীর অক্ষের হেলনের কারণেই আজকের রাতকে বছরের দীর্ঘতম রাত হিসেবে ধরা হয়।