খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির এক কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই নেতার নাম মোতালেব শিকদার (৪২)। তিনি শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এনসিপির আরেক সহযোগী সংগঠন যুবশক্তির এক নারী নেত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে মোতালেব শিকদার মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, গুলিটি তার বাঁ কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি ফ্ল্যাটের ভেতরেই ঘটেছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটটিতে মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
ওই ফ্ল্যাটটি মোতালেব শিকদার ও তনিমা ওরফে তন্বী নামে এক নারী স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া নেন। ঘটনার পর থেকে ওই নারী পলাতক থাকলেও পরে তাকে নগরীর সদর থানা এলাকা থেকে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক করে। পুলিশ জানিয়েছে, আটক তন্বী যুবশক্তির নেত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকেই গুলির ঘটনা ঘটেছে। এতে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সাংগঠনিক কোনো বিষয় নয় এবং এটি মোতালেব শিকদারের ব্যক্তিগত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট।