মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও প্রাক্তন সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী সংবাদমাধ্যম বা কোনো প্রতিষ্ঠান ধ্বংস করার মনোভাবকে “হটকারিতা” এবং “নিছক ঘৃণার বহিঃপ্রকাশ” হিসেবে আখ্যায়িত করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, মতের ভিন্নতা বা বিরোধকে অজুহাত বানিয়ে এমন ধরনের অপতৎপরতা কখনো ন্যায্য হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, দেশে-বিদেশে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও বিশ্বজনমত গড়ে তুলতে কাজ করেছেন, কিন্তু কোনো প্রতিষ্ঠান ধ্বংস করার প্রচেষ্টা কখনো সমর্থনযোগ্য নয়।
রাষ্ট্রদূত মুশফিক যুক্তি দেখিয়েছেন, জাতিসংঘ ও হোয়াইট হাউসের বিভিন্ন ব্রিফিংয়ে তিনি ধারাবাহিকভাবে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও মুক্তমতের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করেন, “এ ধরনের অপতৎপরতাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই।”