Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্যারিস্টার তারেক আকবরকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন তারেক রহমান

ডেস্ক সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার আগে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। গত ১১ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে তারেক রহমান জাতি গঠনের প্রক্রিয়ায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গবেষণাভিত্তিক ও জনসম্পৃক্ত করার জন্য দিকনির্দেশনা দেন। পাশাপাশি তরুণদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বিকাশে পরিকল্পিত কর্মসূচি গ্রহণের পরামর্শ প্রদান করেন। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, যুবসমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের করণীয় বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, তারেক রহমানের ব্যক্তিগত পরামর্শ, নির্দেশনা ও চিন্তাধারার ভিত্তিতেই ২০১৩ সালে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত সংগঠনটি দেশব্যাপী ৩০০টিরও বেশি যুব নেতৃত্ব ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে, যেখানে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংগঠনটির কার্যক্রম পরিচালনার সময় ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার ও ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ তৎকালীন সরকারের পক্ষ থেকে নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। তবে দৃঢ় নেতৃত্ব ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব বাধা অতিক্রম করে সংগঠনটি তরুণ সমাজকে সম্পৃক্ত রাখা এবং যুব নেতৃত্ব বিকাশের কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়।

সূত্র জানায়, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সঙ্গে তারেক রহমানের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আসার কারণে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের নিবন্ধন প্রক্রিয়া দীর্ঘ ১৩ বছর ধরে স্থগিত ছিল। ২০১৮ সালে বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপের মুখে সংগঠনটির কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংগঠনটির নিবন্ধনের পথ উন্মুক্ত হয়। বর্তমানে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের দেশীয় ও আন্তর্জাতিক শাখাগুলো বাংলাদেশ সরকারের অনুমোদন ও স্বীকৃতি লাভ করেছে।

সংশ্লিষ্টদের মতে, এই নিবন্ধন ও সরকারি স্বীকৃতির মাধ্যমে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ নতুন উদ্যমে কার্যক্রম শুরু করতে পারবে এবং দেশের তরুণ সমাজকে আরও কার্যকরভাবে সংগঠিত ও সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

11111 copy
ব্যারিস্টার তারেক আকবরকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন তারেক রহমান
ব্যারিস্টার তারেক আকবরকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন তারেক রহমান
Screenshot_33
বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে নাগরিক সংবর্ধনা
বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে নাগরিক সংবর্ধনা
6e44d588-226e-46fd-955c-a4f2e7ae01a1
রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা
রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এম নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা
609baa66612a7ad32e52b5e372bdeec669a7896986f4dc68
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা শেষে বাংলাদেশের শিক্ষার্থীরা বঞ্চনার মুখে
মালয়েশিয়ায় উচ্চশিক্ষা শেষে বাংলাদেশের শিক্ষার্থীরা বঞ্চনার মুখে
Screenshot_32
সংবাদমাধ্যম ধ্বংসের চেষ্টা হটকারিতা: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মন্তব্য
সংবাদমাধ্যম ধ্বংসের চেষ্টা হটকারিতা: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর মন্তব্য
Screenshot_31
এনসিপি নেতাকে গুলি, যুবশক্তির এক নেত্রী আটক
এনসিপি নেতাকে গুলি, যুবশক্তির এক নেত্রী আটক

সম্পর্কিত খবর