বিপিএল শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল রংপুর রাইডার্স। শিরোপা লক্ষ্য করে তারকাসমৃদ্ধ দল গঠন করলেও টুর্নামেন্ট শুরুর আগেই চোটের সমস্যায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের নিলাম থেকে জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে দলে নেয় রংপুর। তবে মাঠে নামার আগেই বিপিএল শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে তার জন্য। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেনে চোট পান নাঈম। এই চোটের কারণে তিনি বিপিএলের প্রথম দুই পর্ব—সিলেট ও চট্টগ্রাম পর্বে খেলতে পারবেন না।
সূত্র জানায়, বিসিবির মেডিকেল বিভাগ নাঈম হাসানকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। ফলে টুর্নামেন্টের বাকি অংশে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট আশা করছে, ঢাকা পর্ব থেকে দলে ফিরতে পারবেন এই স্পিনার।