Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ডেস্ক সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগত সিদ্ধান্তে ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে আলী হোসেন জানান, রুমিন ফারহানার নির্দেশনায় কয়েকজন নেতাকর্মীকে ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আজ ফরম সংগ্রহ করা হয়েছে। পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত রুমিন ফারহানাই গ্রহণ করবেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানাসহ অন্তত অর্ধডজন নেতা। তবে জোটগত সিদ্ধান্তের অংশ হিসেবে বিএনপি আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেয়। ফলে ওই আসনে বিএনপির সমর্থনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রুমিন ফারহানা বলেন, একটি বড় দল হিসেবে বিএনপিকে জোটের স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়। জমিয়তে উলামায়ের সঙ্গে জোট বজায় রাখতে আসন ছেড়ে দেওয়া হয়েছে। স্বতন্ত্রভাবে নির্বাচন করলে দলীয় ব্যবস্থা নেওয়া হতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, দল চাইলে ব্যবস্থা নেবে, এতে তার কিছু করার নেই।

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব ছাড়াও জামায়াতে ইসলামীর জেলা আমির মোবারক হোসাইন আকন্দ, জাতীয় পার্টির সাবেক দুইবারের সংসদ সদস্য ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। ফলে আসনটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনটি সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_35
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
401057
ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির
ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির
401055
সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার
সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার
401042
লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, জানা গেল যাত্রার সময়সূচি
লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, জানা গেল যাত্রার সময়সূচি
11111 copy
ব্যারিস্টার তারেক আকবরকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন তারেক রহমান
ব্যারিস্টার তারেক আকবরকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন তারেক রহমান
Screenshot_33
বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে নাগরিক সংবর্ধনা
বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠ আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে নাগরিক সংবর্ধনা

সম্পর্কিত খবর