Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

সিলেটসহ ৬৪ জেলায় পুলিশ সুপারদের (এসপি) বডি ক্যামেরা কেনার আহ্বান

ডেস্ক সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বচ্ছ ও নিরাপদ রাখতে সিলেটসহ দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) বডি ক্যামেরা কেনার দায়িত্ব দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী ক্যামেরা কেনার জন্য সংশ্লিষ্ট জেলার এসপিরা দরপত্র আহ্বান করবেন।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, এ বিষয়ে ইতোমধ্যে সব এসপিকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে পুলিশ সদরদপ্তর বডি ক্যামেরা কিনবে না; কোন এলাকায় কতটি ক্যামেরা প্রয়োজন হবে, তা নির্ধারণ করবেন জেলা পুলিশ সুপাররা।
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, নির্বাচন উপলক্ষে বডি ক্যামেরা কেনার দায়িত্ব এসপিদের ওপর দেওয়া হয়েছে। কোথায় প্রয়োজন, তা তারাই নির্ধারণ করবেন। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই ক্যামেরা সংগ্রহ সম্ভব হবে।
এর আগে গত আগস্টে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনার কথা জানায়। তবে পরবর্তীতে স্পর্শকাতর এলাকাগুলোতে সীমিত সংখ্যক ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক পরিকল্পনার তুলনায় ক্যামেরার সংখ্যা কমানো হবে, যদিও চূড়ান্ত সংখ্যা নির্ধারণ হয়নি।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বের বিভিন্ন দেশে পুলিশের আচরণ পর্যবেক্ষণ, অভিযান পরিচালনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বডি ক্যামেরা ব্যবহৃত হয়। এসব ক্যামেরার ভিডিও ও অডিও তাৎক্ষণিকভাবে কন্ট্রোল সেন্টারে পাঠানো যায়।
উল্লেখ্য, গত আগস্টে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা গ্রহণের পর এ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয় এবং জার্মানি, চীন ও থাইল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে যোগাযোগ করা হয়। নির্বাচনের সময় পুলিশ সদস্যরা এসব বডি ক্যামেরা বুকে ধারণ করে দায়িত্ব পালন করবেন।
একাত্তরের কথা/এল

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_48
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানালেন প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানালেন প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
tarek-kobor-6954fd4fb5039
রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া
রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া
Screenshot_45
খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে বিএনপির শোক বই খোলা
খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে বিএনপির শোক বই খোলা
401546
লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
Screenshot_44
সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো খালেদা জিয়ার গায়েবানা জানাজা
সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো খালেদা জিয়ার গায়েবানা জানাজা
401545
বাতিল হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব
বাতিল হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব

সম্পর্কিত খবর