বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম সিলেট থেকেই স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। গতকাল রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে বর্তমানে সিলেটে থাকা ইমাদ জানান, দীর্ঘদিনের অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়, সে অনুরোধও জানান তিনি।
ইমাদের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন সানিয়া আশফাক। সেখানে তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাঁদের দাম্পত্য জীবনের ভাঙনের প্রধান কারণ। তাঁর ভাষ্য অনুযায়ী, সংসার টিকিয়ে রাখতে তিনি চেষ্টা চালিয়ে গেলেও একটি নির্দিষ্ট ব্যক্তির জড়িত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
২০১৯ সালে ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাকের বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি সন্তান রয়েছে। ইমাদ তাঁর পোস্টে সন্তানদের দায়িত্বশীলভাবে দেখভালের অঙ্গীকার করেন এবং ব্যক্তিগত বিষয়টি সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে ভুল তথ্য বা অপপ্রচার হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন।
অন্যদিকে সানিয়া বলেন, তিনি তিন সন্তানের মা এবং এই বিচ্ছেদ তাঁর ও সন্তানদের জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন। তিনি আরও জানান, বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনো চলমান এবং বিষয়টি তদন্তাধীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সত্য প্রকাশ পাবে বলে তাঁর দাবি।
শেষে সানিয়া বলেন, তিনি প্রতিশোধের জন্য নয়; বরং নিজের, সন্তানদের এবং নীরবে সব সহ্য করতে বলা হয় এমন নারীদের পক্ষে সত্য তুলে ধরতেই কথা বলছেন।
উল্লেখ্য, ইমাদ ওয়াসিম সম্প্রতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহীর বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স দেখান। তাঁর দলের পরবর্তী ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে।