বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম আঞ্চলিক শাখা অফিস হিসেবে ‘বিসিবি সিলেট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি। এটি দেশের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সিলেটবাসীর জন্যও একটি গুরুত্বপূর্ণ ও আনন্দের খবর।
ইংরেজি নতুন বছর ২০২৬-এর প্রথম দিন একান্ত সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশের ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে বিসিবির আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রথম ধাপ হিসেবে সিলেটে অফিস চালু করা হচ্ছে।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, ঢাকার বাইরে পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ সব বিভাগে বিসিবির আঞ্চলিক অফিস চালুর পরিকল্পনা রয়েছে। এসব অফিস নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালিত হবে—যেমন বিসিবি সিলেট, বিসিবি বরিশাল—যাতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে নামগত কোনো সাংঘর্ষিকতা না থাকে।
তিনি আরও জানান, বিসিবির এসব আঞ্চলিক অফিস শুধু নামেই সীমাবদ্ধ থাকবে না। প্রতিটি অফিসে একজন করে প্রধান থাকবেন, তার অধীনে পৃথক অর্গানোগ্রাম অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে। অফিসপ্রধানসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরাই দায়িত্ব পান।
বিসিবি সভাপতি বলেন, বিশ্বের প্রায় সব টেস্ট খেলুড়ে দেশেই রাজ্য বা বিভাগীয় পর্যায়ে শক্তিশালী ক্রিকেট ব্যবস্থাপনা কাঠামো রয়েছে। ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোর মতো ব্যবস্থাপনার আদলে বাংলাদেশেও বিভাগীয় পর্যায়ে ক্রিকেট উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে জেলা ও বিভাগীয় ক্রিকেটের মান উন্নয়নে দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় কাঠামোর অভাব ছিল উল্লেখ করে তিনি বলেন, ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা ও প্রশাসন শক্তিশালী করতে বিসিবি কাজ করছে। সিলেটের মাধ্যমে সেই যাত্রার সূচনা হতে যাচ্ছে।
বিসিবি সূত্র জানায়, পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও আঞ্চলিক কার্যালয় চালু হলে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ, প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় ক্রিকেট ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।