সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে যাচাই শেষে আগামী রোববার (৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মোহাম্মদ আব্দুল মালিক দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেছেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফেরেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি উল্লেখ করেছেন যে, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন। হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা ‘স্বশিক্ষিত’ এবং পেশা হিসেবে ‘কিছুই না’ উল্লেখ করা হয়েছে।
তবে সম্পদ বিবরণীতে তার কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ থাকার তথ্য পাওয়া গেছে। হলফনামা অনুযায়ী, তার হাতে রয়েছে বাংলাদেশি ২ লাখ টাকা, ৭১ হাজার ৭৭৩ দশমিক ৫০ মার্কিন ডলার এবং ৬ হাজার ৭১০ ব্রিটিশ পাউন্ড। আয় হিসেবে তিনি বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া থেকে বছরে ৭ লাখ ৮০ হাজার টাকা আয় দেখিয়েছেন। পাশাপাশি বিদেশে নির্ভরশীলদের একই খাত থেকে বছরে ২০ হাজার পাউন্ড আয় দেখানো হয়েছে।
এ ছাড়া সম্পদের তালিকায় রাজধানীর বনানীতে তার নামে একটি অ্যাপার্টমেন্ট এবং গ্রামের বাড়িতে যৌথ মালিকানায় একটি বাড়ির তথ্য উল্লেখ রয়েছে।