বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের সূচনা হচ্ছে সিলেট থেকে। দেশজুড়ে ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যেই বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনা নিয়েছে বোর্ড।
শনিবার (৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বিসিবি সিলেট অফিসের উদ্বোধন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বিসিবির এই আঞ্চলিক কার্যালয়গুলো কোনো অ্যাসোসিয়েশনের অধীনে নয়; বরং সংশ্লিষ্ট বিভাগের নামেই পরিচালিত হবে—যেমন বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে পরিচালিত হবে প্রশাসনিক ও ক্রিকেট উন্নয়ন কার্যক্রম। এ জন্য আলাদা অর্গানোগ্রাম ও জনবল কাঠামো নির্ধারণ করা হবে।
সিলেটের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও বিসিবির আঞ্চলিক অফিস চালুর পরিকল্পনা রয়েছে। আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগের ক্ষেত্রে গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হবে, যাতে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া যায়।
ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর আঞ্চলিক ব্যবস্থাপনা কাঠামোর আদলে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ঢাকার বাইরে ক্রিকেট ব্যবস্থাপনা, প্রতিভা অন্বেষণ এবং উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে বলে মনে করছে বিসিবি।
বর্তমানে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রামের ম্যাচগুলোও সিলেটে স্থানান্তর করা হয়েছে। এই ব্যস্ত সূচির মধ্যেই বিসিবির প্রথম আঞ্চলিক অফিসের যাত্রা শুরু হতে যাচ্ছে।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর থেকেই আঞ্চলিক ক্রিকেট উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। সিলেট অফিসের উদ্বোধনকে সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।