ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেন্যুতে আয়োজনের সূচি থাকলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সেখানে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৪ জানুয়ারি) ই-মেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি অবহিত করে বিসিবি। চিঠিতে বলা হয়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বাংলাদেশ দলের অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে স্থানান্তরের আবেদনও জানানো হয়েছে।
এদিকে, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইনি দিকগুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘চুপ করে বসে থাকার সুযোগ নেই, আমাদের একটি প্রতিক্রিয়া জানাতেই হচ্ছে।’






