ভিডিও - UK BANGLA News Site Wed, 30 Nov 2022 06:23:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png ভিডিও - UK BANGLA 32 32 আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b2-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b7%25e0%25a6%25a3-%25e0%25a6%2587%25e0%25a6%2589%25e0%25a6%2595%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/#respond Tue, 29 Nov 2022 07:50:15 +0000 https://ukbangla.live/?p=18294 ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে নয়াদিল্লির অনন্য অবস্থানে, রাশিয়া ও পশ্চিমাদের বন্ধু হিসাবে, একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসাবে আবির্ভূত হতে পারে ভারত। গত ২৪ ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয় তখন দিল্লি ইউক্রেনে মানবিক সহায়তার হাত বাড়াতে দেরি করেনি। কিন্তু পরবর্তীতে ভারত জাতিসংঘে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানো থেকে […]

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত first appeared on UK BANGLA.

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভারসাম্য বজায় রাখা দিন দিন কঠিন হয়ে উঠছে। তবে নয়াদিল্লির অনন্য অবস্থানে, রাশিয়া ও পশ্চিমাদের বন্ধু হিসাবে, একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসাবে আবির্ভূত হতে পারে ভারত।

গত ২৪ ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয় তখন দিল্লি ইউক্রেনে মানবিক সহায়তার হাত বাড়াতে দেরি করেনি। কিন্তু পরবর্তীতে ভারত জাতিসংঘে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। একটি ভারসাম্যের নীতি অবলম্বন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন, যা ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে ধরা হয়।

গত নভেম্বরে ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, তিনি ‘অন্যান্যদের’ দাবি পূরণ করার চেষ্টা করছেন না। এখন ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি নিয়ে চলার কথাও উল্লেখ করেন তিনি।

কিন্তু যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক জ্বালানি ও খাদ্য ঘাটতি ভারতকে রাশিয়ার প্রতি তার সীমাবদ্ধ অবস্থান পুনর্মূলায়ন করতে প্ররোচিত করেছিল।

উজবেকিস্তানের সমরখন্দে গত সেপ্টেম্বরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, ‘আমি জানি, আজকের যুগ যুদ্ধের যুগ নয় এবং আমি আপনার সঙ্গে এটা নিয়ে ফোনেও কথা বলেছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক সপ্তাহ আগে বালিতে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০-এর শীর্ষ সম্মেলনে এই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি আরও বলেন, ‘ইউক্রেনে যুদ্ধবিরতির উপায় সবাইকেই খুঁজতে হবে। সেই দায়িত্ব আজ আমাদের প্রত্যেকের ওপরই।’

নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর ফেলো বিবেক মিশ্রা আল-জাজিরাকে বলেন, ভারতের অবস্থান একটি পরিবর্তনের মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, ‘গত ১০ মাসে, আমরা যুদ্ধে ভারতের মধ্যস্থতার বর্ণচ্ছটা দেখেছি। নয়াদিল্লি পরোক্ষভাবে মস্কোকে বলেছিল যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে এটি আরও স্পষ্ট হয়ে ওঠে। আগামী বছরে থেকে, ভারত জি-২০-এর নেতৃত্ব দেওয়ার অর্থ, যুদ্ধ সমাপ্তিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে নয়াদিল্লির ভূমিকা আরও বেশি প্রাধান্য পাবে। এটি ভারতের নেতৃত্বের লক্ষণও ধরে নেওয়া যায়।’

আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত জি-২০-র সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে ভারত। বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে।

জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনের একজন সহযোগী ফেলো জন-জোসেফ উইলকিন্স বলেন, ‘নতুন দায়িত্বগ্রহণের সঙ্গে ভারত সম্ভবত কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষায় মনোযোগ দেবে।’ তিনি আরও বলেন, ভারতের বিশ্বে একটি ভারসাম্যের পররাষ্ট্রনীতি বজায় রাখার ঐতিহ্য রয়েছে। কিন্তু এ বছর আমরা দেখছি দেশটির পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা সম্ভবত একটি অন্যন্য উচ্চতায় পৌঁছেছে। এর ফলে দিল্লির বিশ্বব্যাপী প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে ভারতের ক্রমবর্ধমান অবস্থান কি রাশিয়ার সঙ্গে চলমান বাণিজ্যকে প্রভাবিত করবে? ভ্লাদিমির পুতিন যুদ্ধ সম্পর্কে ভারতের সাম্প্রতিক উদ্বেগের কথা স্বীকার করেন এবং উজবেকিস্তান বৈঠকে মোদীকে আশ্বস্ত করেন মস্কো ‘যত তাড়াতাড়ি সম্ভব’ যুদ্ধ বন্ধ করার জন্য সবকিছু করবে। যদিও তিনি সংঘাত দীর্ঘায়িত হওয়ার জন্য ইউক্রেনকেই দায়ী করেন। তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে পুতিন বাণিজ্য সম্পর্ক জোরদার করে ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে আগ্রহী।

রুশ প্রেসিডেন্ট পুতিন নরেন্দ্র মোদীকে বলেন, ‘আমাদের বাণিজ্য বাড়ছে, ভারতীয় বাজারে, রাশিয়ার সারের অতিরিক্ত সরবরাহের জন্য ধন্যবাদ, যা আট গুণেরও বেশি বেড়েছে। আমি আশাবাদী এটি ভারতের কৃষিখাতের জন্য সহায়ক।’

উজবেকিস্তান আলোচনার আগে, ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত দেনিস আলিপভ ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রশংসা করেন। মস্কোর সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, ‘২০২২ সালের প্রথমার্ধে, আমরা বাণিজ্যিক লেনদের প্রসার দেখেছি। জুলাই মাসে তা ১১ বিলিয়ন ডলারের আরও বেশি হয়েছে। ২০২৫ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের মাত্রা ৩০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জনের সম্ভাবনার কথাও বলেন তিনি।’

স্নায়ুযুদ্ধের পর থেকে ভারত ও রাশিয়ার মধ্যে একটি বিশেষ সম্পর্ক আছে। মস্কো এশিয়ার সবচেয়ে বড় অস্ত্র ও অপরিশোধিত তেল সরবরাহকারী হিসেবে এখনও বিদ্যমান। স্টকহোমের পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য বলছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে, রাশিয়া ভারতে ৬০ শতাংশ অস্ত্র রপ্তানি করেছে। গত অক্টোবরে মস্কো অপরিশোধিত তেলের ২২ শতাংশ সরবরাহ করে দিল্লিকে। তবে ওআরএফের মিশ্রা বলেন, দিল্লির ক্রমবর্ধমান অবস্থান বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করার সম্ভাবনা কম।

একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভারতের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে চায়। তবে দিল্লির লক্ষ্য শুধু ইইউর সঙ্গে নয়, আগামী বছর যুক্তরাজ্য ও কানাডার সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে দেশটির। চলতি বছর অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতের।

ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ইউক্রেন যুদ্ধ বিশ্ব মঞ্চে ভারতের প্রাধান্য বাড়াতে ভূমিকা রেখেছে। কিন্তু মিশ্রা যুক্তি দিয়েছেন, এই তত্ত্ব ভারতের অর্জনকে ক্ষুণ্ন করে। তিনি বলেন, একটি স্থিতিশীল বাজার হিসেবে ভারতের সম্ভাবনা এটিকে প্ররোচিত করেছে। ভারতের অর্থনীতি সম্প্রতি ব্রিটিশ অর্থনীতিকে ছাড়িয়ে গেছে। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, পশ্চিমা ও রাশিয়ার মিত্র হিসেবে নয়াদিল্লির অনন্য অবস্থানের কারণে ইউক্রেন যুদ্ধ ভারতকে স্পটলাইটে নিয়ে এসেছে।

মিশ্রা আরও বলেন, যদিও ইউক্রেন- রাশিয়ার যুদ্ধ বন্ধের এখনও লক্ষণ নেই, তবে শান্তিপূর্ণ উপসংহারে পৌঁছার জন্য আলোচনা বেড়েছে। ‘সামগ্রিকভাবে, ভারত দুই পক্ষের মধ্যে ‘সেতু’ হয়ে থাকবে। তবে যুদ্ধের অবসান ঘটাতেও একটি ‘ভাল অবস্থানে’ থাকবে।

সূত্র: আল-জাজিরা

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত first appeared on UK BANGLA.

The post আল-জাজিরার বিশ্লেষণ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতি টানতে ‘ভালো অবস্থানে’ ভারত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক https://ukbangla.live/2022/11/29/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%259a%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/11/29/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/#respond Tue, 29 Nov 2022 05:58:26 +0000 https://ukbangla.live/?p=18276 চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের তথাকথিত ‘স্বর্ণযুগ’ শেষ হয়েছে বলে সাফ জানিয়ে দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক তার প্রথম পররাষ্ট্রনীতির বক্তৃতায় আরও বলেন, আগের দশকের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল ‘নিষ্পাপ’। তিনি বলেন, যুক্তরাজ্যকে এখন প্রতিযোগীদের প্রতি ‘কঠিন বাস্তবতার’ সঙ্গে ইচ্ছাপূরণের চিন্তাভাবনা প্রতিস্থাপন করতে হবে। তবে তিনি ‘স্নায়ু যুদ্ধের’ বিরুদ্ধে সতর্ক […]

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের তথাকথিত ‘স্বর্ণযুগ’ শেষ হয়েছে বলে সাফ জানিয়ে দিলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক তার প্রথম পররাষ্ট্রনীতির বক্তৃতায় আরও বলেন, আগের দশকের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ছিল ‘নিষ্পাপ’।

তিনি বলেন, যুক্তরাজ্যকে এখন প্রতিযোগীদের প্রতি ‘কঠিন বাস্তবতার’ সঙ্গে ইচ্ছাপূরণের চিন্তাভাবনা প্রতিস্থাপন করতে হবে। তবে তিনি ‘স্নায়ু যুদ্ধের’ বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, চীনের বৈশ্বিক তাৎপর্যকে উপেক্ষা করা যাবে না।

ঋষি সুনাক গত মাসে টোরি নেতা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে চীনের প্রতি যুক্তরাজ্যের অবস্থান কঠোর করার জন্য টোরি ব্যাকবেঞ্চারদের চাপের মুখে পড়েন।

সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের বাণিজ্যিক এলাকার গিল্ডহলে বার্ষিক লর্ড মেয়রর্স ব্যাঙ্কোয়েট অনুষ্ঠানে ঋষি সুনাকের এ বক্তব্য এলো যখন জিরো কোভিড নীতির বিরুদ্ধে সপ্তাহজুড়ে চীনে বিক্ষোভ চলছে। রোববার সাংহাইয়ে বেশ কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে। সংবাদ সংগ্রহের সময় বিবিসির এক সাংবাদিককেও আটক করা হয়। পরে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্যবসায়ী নেতা ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের বলেন, প্রতিবাদের মুখে, চীন ‘বিবিসি সাংবাদিককে লাঞ্ছিত করাসহ আরও দমন করার পথ বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি চীন আমাদের মূল্যবোধ ও স্বার্থের জন্য একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ তৈরি করেছে।’

তিনি উল্লেখ করেন, চীনের সঙ্গে সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। এই স্বর্ণযুগ বলতে আসলে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অধীনে চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ককে বোঝানো হয়। যদিও লন্ডন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক পরবর্তীতে আর তেমনভাবে এগোয়নি।

সুনাক এটাও জোর দিয়ে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে চীনের তাৎপর্যকেও উপেক্ষা করা যাবে না।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং জাপানসহ মিত্রদের সঙ্গে কাজ করবে তার দেশ।

ঋষি সুনাক ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এ মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে প্রথমবারের মতো দেখা করার কথা ছিল। কিন্তু পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর তা বাতিল করা হয়।

সূত্র: বিবিসি

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্য-চীন সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ, বললেন ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%25b9%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259d%25e0%25a7%2581%25e0%25a6%2581%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a7%25af-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/#respond Tue, 29 Nov 2022 05:12:51 +0000 https://ukbangla.live/?p=18263 জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারি হাউস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ব্রিটেনের প্রতিদিন একটি করে কারী হাউজ বন্ধ হবে। আর এর প্রধান কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এনার্জি বিল। এছাড়াও স্টাফ সমস্যা তো রয়েছেই। যুক্তরাজ্যের ৯ হাজার রেস্তোরাঁ অর্থনীতিতে £3.6 বিলিয়ন মূল্যের অবদান রাখে। কিন্তু বর্তমানে রেস্টুরেন্টগুলো চালাতে হিমশিম খাচ্ছেন […]

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ first appeared on UK BANGLA.

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ appeared first on UK BANGLA.

]]>
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারি হাউস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ব্রিটেনের প্রতিদিন একটি করে কারী হাউজ বন্ধ হবে।

আর এর প্রধান কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এনার্জি বিল। এছাড়াও স্টাফ সমস্যা তো রয়েছেই।

যুক্তরাজ্যের ৯ হাজার রেস্তোরাঁ অর্থনীতিতে £3.6 বিলিয়ন মূল্যের অবদান রাখে। কিন্তু বর্তমানে রেস্টুরেন্টগুলো চালাতে হিমশিম খাচ্ছেন মালিকেরা। এ পর্যন্ত প্রায় ৩০ ভাগ বেশী পণ্যের দাম বেড়েছে যদিও বাড়েনি কাস্টমার বা ব্যবসা। বর্তমান এনার্জির যে দাম বেড়েছে তা পরিমাণে ৩ গুণ।

মূলধারার পত্রিকা দা মিরর রিপোর্ট করেছে যে ২০০৭ সাল থেকে চারটি কারি রেস্তোরাঁর মধ্যে একটি বন্ধ হয়ে গেছে এবং বাকিরা লড়াই করে চলছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন নূন্যতম একটি করে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে।

পণ্যের দাম বাড়লেও মেন্যূতে দাম বাড়ালে কাস্টমার অভিযোগ করছে। বর্তমানে পেঁয়াজের দাম দ্বিগুণ- গত দশ বছরে প্রতি ব্যাগের দাম ৭ পাউন্ড থেকে ১৪ পাউন্ডে যাচ্ছে, যখন রান্নার তেল ২০১২ সালে ২০ লিটারের জন্য ১৯ পাউন্ড বর্তমানে বেড়ে ৩৩ পাউন্ডে পৌঁছেছে। আর তাই অনেকেই মেন্যু প্রাইসিংয়ের দিকে কোন নজর না দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। মুনাফা চোখে না দেখে লস দিয়েই বন্ধ করে দিচ্ছেন প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানটি।

তাছাড়া স্টাফ সংকটের কারণেও অনেকেই ব্যবসা পরিচালনা করতে পারছেন না। ভিসার উপর কঠোর বিধিনিষেধের কারণে বাইরে থেকে প্রতিভাবান শেফ নিয়ে আসতে সংগ্রাম করতে হচ্ছে।

ইউকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জীবনযাত্রার মান এবং ব্যয় করার ক্ষমতার সবচেয়ে বড় পতনের সম্মুখীন হচ্ছে, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এরপরেও আশানুরূপ কোন সাড়া পাচ্ছেন না তারা।

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ first appeared on UK BANGLA.

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/feed/ 0
১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? https://ukbangla.live/2022/11/28/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25a6-%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%2580-%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/28/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/#respond Mon, 28 Nov 2022 06:50:14 +0000 https://ukbangla.live/?p=18236 বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচিত বিষয় হয়ে উঠেছে ১০ ডিসেম্বরের দিনটি। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এ দিন তাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের ইতি টানবে ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে। ১০ ডিসেম্বরের এই সমাবেশে বিপুল লোকসমাগম করতে চায় বিএনপি। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সতর্ক প্রহরাসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হচ্ছে। গত […]

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? first appeared on UK BANGLA.

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই আলোচিত বিষয় হয়ে উঠেছে ১০ ডিসেম্বরের দিনটি। প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি এ দিন তাদের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের ইতি টানবে ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে।

১০ ডিসেম্বরের এই সমাবেশে বিপুল লোকসমাগম করতে চায় বিএনপি। এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকেও পাড়া-মহল্লায় সতর্ক প্রহরাসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হচ্ছে।

গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির বিভাগীয় সমাবেশে নেতা-কর্মীদের বিপুল সমাগম ঘটে, যা দলটির এত দিনকার রাজনৈতিক কর্মসূচিগুলোর তুলনায় ছিল ব্যতিক্রম। এরপর ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে ও ২৬ নভেম্বর কুমিল্লায় গণসমাবেশ করে বিএনপি। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশের পর ১০ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ।

দিনটি উপলক্ষে একদিকে বিএনপি নেতাদের হুঁশিয়ারি, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর বার্তায় আমানউল্লাহ আমান বলেন, ‘১০ ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে।’

এ সমাবেশকে ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিসহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনায় দিনটি ভিন্ন মাত্রা পাচ্ছে। অনেকে রাজনৈতিক সংঘাতের শঙ্কাও করছেন। ফলে ১০ ডিসেম্বর এলেই ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে।

১০ ডিসেম্বর তারা কী করতে যাচ্ছেন, জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঢাকায় সমাবেশ হবে, যেমনটা হয়েছে চট্টগ্রামে, যেমনটা হয়েছে সিলেটে। বিস্তারিত পলিসির অন্তর্ভুক্ত। সময়মতো জানতে পারবেন।’

দলীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবে বিএনপি। সেখানে ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে বিএনপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেন, ‘সমাবেশ শান্তিপূর্ণভাবেই হবে। তবে ঢাকা দেশের মূল কেন্দ্র। তাই এটা নিয়ে আওয়াজও বেশি। আর বাকি বিভাগে জনস্রোত দেখে সরকার ভয় পেয়েছে। তাদের মন্ত্রী-আমলারাই এটাকে রণক্ষেত্র বানিয়ে তুলছে। তবে বাধা এলে বিএনপি বসে থাকবে না, পিছুও হটবে না।’

পাল্টাপাল্টি হুঁশিয়ারি
খালেদা জিয়ার নির্দেশে দেশ চলা সংক্রান্ত আমানউল্লাহ আমানের বক্তব্যের ধারাবাহিক সুর শোনা যায় দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির কণ্ঠে। এ্যানি বলেন, ‘১০ ডিসেম্বর থেকেই সরকার আর কাজ করবে না। দেশ চলবে বিএনপির শীর্ষ নেতার কথায়।’

পরদিন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ হবে ‘আটলান্টিক মহাসাগরের’ মতো। এই সমাবেশে খালেদা জিয়া যাবেন।’

এর আগে গত ২ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপ শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, ‘চমক আছে সামনে।’

বিএনপি ও তার সমমনা দলের নেতাদের এসব বক্তব্যকে সামনে এনে কথা বলা শুরু করেন ক্ষমতাসীন দলের মন্ত্রী-নেতারা। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে সমাবেশ এবং পাড়া-মহল্লায় সতর্ক পাহারায় থাকার ঘোষণা দেয়া হয় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে।

‘১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে’ বলে হুঁশিয়ার করে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ৩১ অক্টেবর গাজীপুরে যুব মহিলা লীগের সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৪ নভেম্বর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।’

৫ নভেম্বর রাজধানীর বাড্ডায় আরেক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে আর ছাড় দেয়া হবে না। ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান।’

৩১ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউতে এক সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘বিএনপিকে মোকাবিলা করার জন্য যুবলীগ প্রস্তুত আছে। আগামী ১০ ডিসেম্বর রাজপথে থাকবে যুবলীগ।’

আওয়ামী লীগের এমন কঠোর হুঁশিয়ারি প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, ‘কে কী বলল, সেটা এখন আমরা ভাবছি না, আমলে নিচ্ছি না। আমাদের আট বিভাগে ইতিমধ্যে সমাবেশ হয়ে গেছে। এগুলোতে আওয়ামী লীগ নানাভাবে বাধা দিয়েছে। গণপরিবহন বন্ধ করে দেয়া থেকে শুরু করে গ্রেপ্তার, মিথ্যা মামলাসহ সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু এসব উপেক্ষা করেই প্রতিটি বিভাগীয় সমাবেশে জনস্রোত দেখিয়েছি। ঢাকার সমাবেশের আগেও এমন নানা চাল চালতে পারেন। তবে সেসব উপেক্ষা করেই নয়াপল্টনে লাখো মানুষের সমাগম হবে।’

তবে ঢাকায় নয়াপল্টনে সমাবেশের অনুমোদন এখনো পায়নি দলটি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি চাইলে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার অনুমতি দেয়া হবে।

নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেলে কী করবেন জানতে চাইলে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমরা ডিএমপি কমিশনারকে সব কিছু বলে এসেছি। অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়ে আসছি। আশা করি সমাবেশের অনুমতি দিবেন। কোনো রাজনৈতিক দলের হুমকি, হুঁশিয়ারি আমরা তোয়াক্কা করি না।’

অনুমিত না পেলেও সমাবেশ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই অনুমতি দেবে। আমরা সমাবেশ করব। সমাবেশে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে পুলিশের সার্বিক সহযোগিতা চেয়েছি।’

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? first appeared on UK BANGLA.

The post ১০ ডিসেম্বর কী হতে যাচ্ছে ঢাকায়? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87/feed/ 0
যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7 https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/#respond Mon, 28 Nov 2022 05:18:11 +0000 https://ukbangla.live/?p=18227 ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই। ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করে দিতে […]

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই।

ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করে দিতে চান। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মূলত যুক্তরাজ্যে নেট অভিবাসীর সংখ্যা সাধারণের তুলনায় বেড়ে যাওয়ায় এমন পরিকল্পনা করছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিবাসন ঠেকাতে ঋষি সব উপায় ভেবে দেখবেন। এরমধ্যে থাকবে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ সীমিত করে দেওয়ার বিষয়টিও।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘লো কোয়ালিটি’ ডিগ্রি নিতে যারা যুক্তরাজ্যে আসতে চায় তাদেরই আটকানোর পরিকল্পনা করছেন ঋষি সুনাক। তবে লো কোয়ালিটি ডিগ্রি আসলে কি সেটি পরিষ্কার করেননি এই মুখপাত্র।

গত সপ্তাহে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে দেশটিতে নেট অভিবাসীর সংখ্যা অত্যাধিক বেড়েছে। ২০২১ সালে নেট অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। সেটি এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজারে। মানে এ বছর এ সংখ্যা বেড়েছে ৩ লাখ ৩১ হাজার।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি যান ভারতীয় শিক্ষার্থীরা। চীনকে টপকে এ বছরই ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পেয়েছেন। নেট অভিবাসীর সংখ্যা বৃদ্ধির কারণ তারাই। যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদি এমনটি করা হয় তাহলে অনেক বিশ্ববিদ্যালয় ঝামেলায় পড়বে। কারণ ব্রিটিশ শিক্ষার্থীদের কাছ থেকে কম ফিস নিতে হয় তাদের। এতে করে অর্থের যে ঘাটতি তৈরি হয় সেটি বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পূরণ করা হয়। বিবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশে লাগাম টেনে ধরা হলে কিছু বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যেতে পারে।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান অভিযোগ করেছিলেন, যুক্তরাজ্যে অনেক ভারতীয় পড়াশোনা করতে এসে বেশি সময় অবস্থান করে। এ নিয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/feed/ 0
নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক https://ukbangla.live/2022/11/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%259c-%25e0%25a6%25a6%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25b9 https://ukbangla.live/2022/11/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/#respond Wed, 23 Nov 2022 06:23:13 +0000 https://ukbangla.live/?p=18106 ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন একমাসও হয়নি। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ […]

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন একমাসও হয়নি। কিন্তু এর মধ্যেই নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির সংসদে হাউজবিল্ডিং (বাড়ি নির্মাণ) পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির ওপর ভোট আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু তার দলের এমপিরা এ বিল নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন। ফলে আপাতত এটি থেকে সরে এসেছেন তিনি।

যুক্তরাজ্যে প্রতিবছর নতুন ৩ লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক চেয়েছিলেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে এবং বাধ্যতামূলক করতে। এ পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা। সবমিলিয়ে ৫০ জন এমপি এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যার মধ্যে রয়েছেন মন্ত্রীপরিষদের সাবেক আট সদস্য।

আর নিজ দলের সদস্যরা বিদ্রোহ করার পর আপাতত এ পরিকল্পনা থেকে সরে এসেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিলটি নিয়ে বুধবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের সংসদে বিতর্ক হওয়ার কথা ছিল। এরপর আগামী সোমবার এর ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু এমপিরা বিদ্রোহ করায় এই বিলের ওপর ভোট পিছিয়ে যাবে। এমনকি আগামী কয়েক সপ্তাহও এটি থমকে থাকতে পারে।

এদিকে ঋষি সুনাকের পিছিয়ে যাওয়ার বিষয়টি আবারও দেখাচ্ছে ‘বিদ্রোহী’ কনজারভেটিভ পার্টির সদস্যদের সামলাতে তিনিও হিমশিম খাচ্ছেন। তারা কয়েক মাস ধরেই বিদ্রোহী মনোভাব দেখাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/23/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9/feed/ 0
আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনল সৌদি https://ukbangla.live/2022/11/22/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae https://ukbangla.live/2022/11/22/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/#respond Tue, 22 Nov 2022 15:18:50 +0000 https://ukbangla.live/?p=18070 টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের। অথচ শুরুর অর্ধটা বলছিল, ম্যাচটা বুঝি আর্জেন্টিনা জিততে যাচ্ছে হেসে খেলেই! শুরুতেই আক্রমণে ওঠেন মেসিরা, তার একটা শট রুখে দেন গোলরক্ষক ওয়াইস। […]

The post আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনল সৌদি first appeared on UK BANGLA.

The post আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনল সৌদি appeared first on UK BANGLA.

]]>
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের।

অথচ শুরুর অর্ধটা বলছিল, ম্যাচটা বুঝি আর্জেন্টিনা জিততে যাচ্ছে হেসে খেলেই! শুরুতেই আক্রমণে ওঠেন মেসিরা, তার একটা শট রুখে দেন গোলরক্ষক ওয়াইস। তবে ১০ মিনিটে তার পেনাল্টিটা ফেরাতে পারেননি। মেসির গোলে এগিয়ে গিয়ে আর্জেন্টিনা আক্রমণে আরও শাণ দিতে থাকে।

২২ মিনিটে তার সূত্র ধরে আরও একবার বল জালে জড়ায় আলবিসেলেস্তেরা। তবে মেসির সেই দারুণ ফিনিশ গোলে রূপ পায়নি অফসাইডের কাটায়। লিওনেল স্ক্যালোনির দল আরও দুবার বল জড়িয়েছে সৌদির জালে। সেই দুই বারও আর্জেন্টিনার গোলের পথে কাঁটা হয়ে দাঁড়ায় অফসাইড।

প্রথমার্ধে খেলাটা ঠিকঠাক ফিনিশিং দিতে পারেনি আর্জেন্টিনা। তার মাশুলটা দেয় দ্বিতীয়ার্ধে। বিরতির পর সৌদি আরব গা ঝাড়া দিয়ে উঠল যেন। তিন মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান সৌদি ফরোয়ার্ড সালেহ আলসেহরি।

ওই গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে। সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি, রক্ষণও ধাতস্থ হতে পারেনি, এমন সময় ৫৩ মিনিটেই আবার গোল খেয়ে বসে দলটি। স্ট্রাইকার সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায় ২-১ গোলে।

আর্জেন্টিনার জন্য শেষের দিকে অলঙ্ঘনীয় প্রাচীর হয়ে ওঠেন সৌদি গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস। একের পর এক শট রুখে দিয়েছেন তিনি।

সৌদি রক্ষণও কম যায়নি। অন্তিম সময়ে একটা শট ফিরিয়েছে একেবারে গোললাইন থেকে। আর্জেন্টিনা যে ম্যাচটা জিতছে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। বাকি ছিল কেবল রেফারির শেষ বাঁশির।

অতিরিক্ত সময় প্রথমে দেওয়া হয়েছিল ৮ মিনিট। গোলরক্ষক ওয়াইসের সঙ্গে সংঘর্ষে আহত হন সৌদি ডিফেন্ডার আল শাহরানি, তাতে অতিরিক্ত সময়ের দৈর্ঘ্য বাড়ে আরও। ৮ মিনিটের পর খেলা হয় আরও প্রায় ৬ মিনিট। কিন্তু কিছুতেই কিছু হলো না আর। প্রথম ম্যাচটা হেরেই শেষ করল লিওনেল মেসির দল। তাতে বিশ্বকাপ স্বপ্নটাও তাদের ধাক্কা খেল বড়সড়।

The post আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনল সৌদি first appeared on UK BANGLA.

The post আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনল সৌদি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/22/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%2589%25e0%25a6%25a0%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25ac%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/#respond Sat, 19 Nov 2022 04:24:17 +0000 https://ukbangla.live/?p=17953 এবারের কাতার বিশ্বকাপে ফেবারিট কে? অনেকেই বলবে আর্জেন্টিনা। কারণ, দু-বছর ধরে তারা রয়েছে দুর্দান্ত ফর্মে। আবার কেউ বলবে ফ্রান্স। কারণ, তারা বর্তমান চ্যাম্পিয়ন। আবার কারো কারো মতে, এবারের বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে। তবে যে যাই ভাবুক, মাঠের লড়াইয়ের আগে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কে জিতবে এবারের বিশ্বকাপ। তবে মাঠের লড়াইয়ের আগে কাতার বিশ্বকাপ […]

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ first appeared on UK BANGLA.

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ appeared first on UK BANGLA.

]]>
এবারের কাতার বিশ্বকাপে ফেবারিট কে? অনেকেই বলবে আর্জেন্টিনা। কারণ, দু-বছর ধরে তারা রয়েছে দুর্দান্ত ফর্মে। আবার কেউ বলবে ফ্রান্স। কারণ, তারা বর্তমান চ্যাম্পিয়ন। আবার কারো কারো মতে, এবারের বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে। তবে যে যাই ভাবুক, মাঠের লড়াইয়ের আগে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না কে জিতবে এবারের বিশ্বকাপ। তবে মাঠের লড়াইয়ের আগে কাতার বিশ্বকাপ কে জিতবে, তা নিয়ে একটি গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণা অনুযায়ী, এবার বিশ্ব আসরের শিরোপা যাচ্ছে ব্রাজিলে। শুধু অক্সফোর্ডই নয়, লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারেও ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে যাচ্ছে ব্রাজিল।

বিশ্বকাপ খেলার জন্য অধিকাংশ দেশই এরই মধ্যে পৌঁছে গেছে দোহায়। ব্রাজিলের মতো কিছু দেশের আসা এখনও বাকি। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই তা নিয়ে বাজি ধরা, তর্কবিতর্কও শুরু হয়ে গেছে। মেসি কিংবা রোনালদো ট্রফি জিততে পারবেন কি না, তা নিয়ে যেমন লড়াই হচ্ছে, তেমনি নেইমারের ব্রাজিল অথবা এমবাপ্পের ফ্রান্সকেও দাবিদার মনে করছেন অনেকে।

বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীর প্রথাটা অনেক আগে থেকেই চলে আসছে। এর আগে পশু-পাখিরা এমন ভবিষ্যদ্বাণী করলেও এবার তা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গাণিতিক প্রক্রিয়ায় সম্ভাবনা নির্ণয়ের মাধ্যমে এ গবেষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের গবেষণামতে, এবারের বিশ্বকাপ উঠবে ব্রাজিলের হাতে।

এদিকে শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতেই নয়, লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারেও নেইমারের ব্রাজিলের হাতেই ১৮ ডিসেম্বর উঠছে বিশ্বকাপ শিরোপা। দুই জায়গাতেই সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে ধরা হয়েছে বেলজিয়ামকে। তৃতীয় স্থানে থাকবে আর্জেন্টিনা।

লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। বেলজিয়ামের ১৮.৯ শতাংশ। আর্জেন্টিনার সম্ভাবনা ১৩.২ শতাংশ। ২০০২ বিশ্বকাপ থেকে সব দলের সব ম্যাচের ফলাফল বিশ্লেষণ এবং পারফরম্যান্স বিচার করে গাণিতিক পদ্ধতিতে এই বিশ্লেষণ করেছে অ্যালান টুরিং ইনস্টিটিউট।

তবে ফুটবলে অনেক চমক দেখা যায়। তাই আগে থেকে কোনোভাবেই বলা যায় না, কার হাতে ট্রফি উঠতে চলেছে। ফলে ভবিষ্যদ্বাণী করলেও মাঠে খেলা না গড়ানোর আগপর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না এবারের বিশ্বকাপ কার হাতে উঠবে। ব্রাজিলও যেমন এবারের বিশ্বকাপের দাবিদার, তেমনি আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডও।

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ first appeared on UK BANGLA.

The post নেইমারদের হাতেই উঠছে এবারের বিশ্বকাপ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন রন্ধনশিল্পী টমি মিয়া এমবিই https://ukbangla.live/2022/11/18/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25ab%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Fri, 18 Nov 2022 14:46:17 +0000 https://ukbangla.live/?p=17939 প্রতারণার অভিযোগে ব্রিটিশ বাংলাদেশি রন্ধনশিল্পী টমি মিয়া ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে তার প্রতিষ্ঠান থেকে বহিস্কৃত এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করেছেন। আর এই মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে মোঃ আজমান মিয়া (টমি মিয়া) এমবিই, এফ আর এস এ তার বক্তব্য জানিয়েছেন। গত রোববার (১৩ নভেম্বর) লন্ডন থেকে টমি মিয়া তার প্রতিষ্ঠানের এক […]

The post গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন রন্ধনশিল্পী টমি মিয়া এমবিই first appeared on UK BANGLA.

The post গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন রন্ধনশিল্পী টমি মিয়া এমবিই appeared first on UK BANGLA.

]]>
প্রতারণার অভিযোগে ব্রিটিশ বাংলাদেশি রন্ধনশিল্পী টমি মিয়া ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে তার প্রতিষ্ঠান থেকে বহিস্কৃত এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করেছেন। আর এই মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে মোঃ আজমান মিয়া (টমি মিয়া) এমবিই, এফ আর এস এ তার বক্তব্য জানিয়েছেন।

গত রোববার (১৩ নভেম্বর) লন্ডন থেকে টমি মিয়া তার প্রতিষ্ঠানের এক প্যাডে পাঠানো এক বিবৃতিতে যা বলেছেন তা পাঠকদের সামনে হুবহু তুলে ধরা হলো:

আমি, মোঃ আজমান মিয়া (টমি মিয়া) এমবিই, এফ আর এস এ, রন্ধন শিল্পের উপর গিনেজ রেকর্ডদ্বারি, বিশ্বের দরবারে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরতে বাঙালি ঐতিহ্যবাহী খাবারকে প্রতিষ্টিত করার জন্যে কাজ করে যাচ্ছি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিবো। তিনি বলেন, আমি ধারাবাহিকভাবে প্রতি বছর বাংলাদেশ ও ইউকেতে ‘শেফ অফ দা ইয়ার’ প্রতিযোগিতার আয়োজন করে আসছি। চলতি বছর ২০২২ এর ২৮ ফেব্রুয়ারি ‘কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতারও আয়োজন করি। বাংলাদেশের বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে মানব সম্পদ উন্নয়নের জন্যে দেশব্যাপী আমার চারটি শেফ ট্রেনিং ইন্সটিটিউট সাফল্যের সাথে অবদান রেখে যাচ্ছে।

তিনি আরও বলেন, চলতি বছর অর্থাৎ ২০২২ সালে বাঙালি ঐতিহ্যে লালিত বাঙালি খাবার ও বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘টমি মিয়া’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল এন্ড কালচার’ উৎসবটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাইসহ বিশ্বের বিভিন্ন দেশে সফল ভাবে আয়োজন করে আসছি।

টমি মিয়া বলেন, আমার এবং আমার প্রতিষ্ঠানের এমডি তাজুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করেন আমার ঢাকাস্থ ‘টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের। তা প্রমানিত হওয়ায় তাকে চলতি বছর ২০২২ইং এর মার্চ মাসে চাকুরী থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে এস এম আলী জাকের আমার এবং আমার প্রতিষ্ঠানের এমডি তাজুল ইসলামের বিরুদ্ধে নানা রকম অপ্রচার চালায় এবং হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে।

এস এম আলী জাকেরের বহিষ্কারের সময় ও তার পরবর্তী সময়কালে আমি ‘টমি মিয়া’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল’ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণরত ছিলাম। এরই প্রেক্ষিতে আমি ৮ নভেম্বর ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টমি মিয়া’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল উৎসবের কারণে বাংলাদেশে আদালতে স্বশরীরে হাজির হতে পারিনি। আমার পক্ষে আমার প্রতিষ্ঠানের এমডি ও আমার নিযুক্ত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, উক্ত মিথ্যা মামলা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির শিকারের কারণে পরবর্তী সকল আইনি পদক্ষেপ আমার প্রতিষ্ঠানের এমডি ও আমার নিযুক্ত আইনজীবী পরিচালনা করবেন।

এদিকে, লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক কনসাল্টেন্টের শিক্ষার্থী ভর্তি বাবদ ৪ লাখ টাকার পাওয়ার দাবিটি মিথ্যা জানিয়ে তিনি বলেন, আমি একজন বাংলাদেশি হিসেবে সবসময় বাংলাদেশকে প্রমোট করি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আমি এখানে (সংবাদ সম্মেলন) এসেছি আপনার সাপোর্টের জন্য। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। তার বিরুদ্ধে করা মামলা মোকাবিলা করার জন্য তিনি বাংলাদেশে আসবেন কি না সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার লিগ্যাল টিম যখন বলবে তখন আমি বাংলাদেশে চলে আসবো।

টমি মিয়া সকল সাংবাদিকবৃন্দ ও শুভাকাক্ষিদেরকে তার সফলতায় ঈর্ষান্বিত হয়ে দেশীয় খাবার ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কুচক্রি মহলের বিরুদ্ধে সোচ্চার ও সতর্ক থাকার আহবান জানান।

The post গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন রন্ধনশিল্পী টমি মিয়া এমবিই first appeared on UK BANGLA.

The post গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন রন্ধনশিল্পী টমি মিয়া এমবিই appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত https://ukbangla.live/2022/11/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87/#respond Fri, 18 Nov 2022 05:53:11 +0000 https://ukbangla.live/?p=17916 অর্থনীতির মাপকাঠিতে বিশ্বের শীর্ষ পঞ্চম অবস্থানে থাকা ব্রিটেন এখন নিজেরাই জর্জরিত আর্থিক সংকটে। ঘনঘন সরকারপ্রধান পরিবর্তনে অর্থসূচক যেন আরও ধাবিত হচ্ছে মন্দার দিকে। চলমান মারাত্মক সংকটের এই সময়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নতুন বাজেট পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। এতে ব্রিটিশদের কর বাড়ানো ও ব্যয়ভার কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্রিটেনে চলমান আর্থিক সংকট […]

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত appeared first on UK BANGLA.

]]>
অর্থনীতির মাপকাঠিতে বিশ্বের শীর্ষ পঞ্চম অবস্থানে থাকা ব্রিটেন এখন নিজেরাই জর্জরিত আর্থিক সংকটে। ঘনঘন সরকারপ্রধান পরিবর্তনে অর্থসূচক যেন আরও ধাবিত হচ্ছে মন্দার দিকে। চলমান মারাত্মক সংকটের এই সময়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নতুন বাজেট পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। এতে ব্রিটিশদের কর বাড়ানো ও ব্যয়ভার কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

ব্রিটেনে চলমান আর্থিক সংকট নিজেরাই মোকাবিলা করতে সক্ষম ব্রিটিশরা–দেশটির অর্থমন্ত্রী জেরেমি হান্ট সেটাই এবার দেখাতে চান দেশবাসীকে। আর তাই বৃহস্পতিবার নতুন বাজেটের ঘোষণায় ব্রিটিশদের কর বাড়ানো ও ব্যয়ভার কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের বাজেট পরিকল্পনার কারণে দেশটিতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের কথাও জানিয়েছেন হান্ট।

অর্থমন্ত্রী হান্ট বলেন, সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের আমেল যুক্তরাজ্যের আর্থিক খাতের ওপর যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে এটা প্রয়োজন ছিল।

হান্ট আরও বলেন, ‘পেনশনভোগী, ব্যবসায়ী, শিক্ষক, নার্স এবং আরও অনেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই আজ আমরা জীবনযাত্রার ব্যয়, সংকট মোকাবিলা এবং আমাদের অর্থনীতি পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করছি। আমাদের অগ্রাধিকার হলো স্থিতিশীলতা, আয় বাড়ানো ও জনসেবা। আমরা দুর্বলদেরও রক্ষা করি। কারণ, ব্রিটিশ হওয়া মানেই সহানুভূতিশীল হওয়া। এটি একটি সহানুভূতিশীল রক্ষণশীল সরকার।’

বাজটে আগামী বছর রাজস্ব থেকে ১ হাজার ৪০০ কোটি পাউন্ড আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে আয়কর প্রদানের ক্ষেত্রে স্তর বিন্যাস করা হয়েছে এবং উচ্চ করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা কমিয়ে আনা হয়েছে। ফলে আরও বেশি মানুষকে এখন উচ্চহারে কর দিতে হবে।

ব্রেক্সিট ইস্যু নিয়ে ব্রিটেন চরম আর্থিক সংকটে পড়বে–এমন ধারণা আগেই করা হয়েছিল। এরপর টানা দু-বছর করোনা মহামারির প্রকোপের পর বিশ্ব অর্থনীতি যখন সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনই ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিশ্বমন্দা পরিস্থিতি সৃষ্টি করেছে। এর প্রভাবে অনেকটাই বেসামাল ব্রিটেন।

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87/feed/ 0