স্বাস্থ্য - UK BANGLA News Site Sat, 19 Nov 2022 03:51:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png স্বাস্থ্য - UK BANGLA 32 32 নভেম্বরে আরও ভয়ঙ্কর ডেঙ্গু https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25ad%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25ad%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25b0-%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%2599 https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99/#respond Sat, 19 Nov 2022 03:51:30 +0000 https://ukbangla.live/?p=17947 শীতের আগে আগে ডেঙ্গুর যে বিস্তার তাতে গত অক্টোবর মাসে রোগটিতে সবচেয়ে বেশি মৃত্যু দেখে দেশ। তবে নভেম্বর মাস সেই রেকর্ডও ভেঙেছে। অক্টোবর মাসের ১৮ দিনে ডেঙ্গুতে মারা যায় ৪৪ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয় ১০ হাজার ৮৪৬ জন। মাসটিতে ডেঙ্গুতে মোট মৃত্যু ছিল ৮৬, যা বছরের মোট মৃত্যুর ৬০ শতাংশ। অক্টোবরে রেকর্ড হয় রোগী […]

The post নভেম্বরে আরও ভয়ঙ্কর ডেঙ্গু first appeared on UK BANGLA.

The post নভেম্বরে আরও ভয়ঙ্কর ডেঙ্গু appeared first on UK BANGLA.

]]>
শীতের আগে আগে ডেঙ্গুর যে বিস্তার তাতে গত অক্টোবর মাসে রোগটিতে সবচেয়ে বেশি মৃত্যু দেখে দেশ। তবে নভেম্বর মাস সেই রেকর্ডও ভেঙেছে।

অক্টোবর মাসের ১৮ দিনে ডেঙ্গুতে মারা যায় ৪৪ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয় ১০ হাজার ৮৪৬ জন। মাসটিতে ডেঙ্গুতে মোট মৃত্যু ছিল ৮৬, যা বছরের মোট মৃত্যুর ৬০ শতাংশ। অক্টোবরে রেকর্ড হয় রোগী ভর্তিতেও। মাসটিতে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন, যা বছরের মোট আক্রান্তের ৫৭ শতাংশ।

এদিকে নভেম্বরের ১৮ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৯ জনের। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৫৭৮ জন।

বর্ষায় এই রোগটির প্রকোপ দেখা গেলেও এবার স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি শেষে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় সেপ্টেম্বরে। ওই মাসে রোগী পাওয়া যায় ৯ হাজার ৯১১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২০ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ২৫০ জন। এদের মধ্যে ঢাকায় ১৭১ জন এবং ঢাকার বাইরে ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে ২ হাজার ৭১২ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১ হাজার ৫৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৭৪ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫১ হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৪৩১ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার ১৭১ জন।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৬৭০ জন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৭৬২ জন এবং ঢাকার বাইরে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৯০৮ জন।

The post নভেম্বরে আরও ভয়ঙ্কর ডেঙ্গু first appeared on UK BANGLA.

The post নভেম্বরে আরও ভয়ঙ্কর ডেঙ্গু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/19/%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99/feed/ 0
রাতেও কামড়াচ্ছে এডিস মশা https://ukbangla.live/2022/11/16/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%b6/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%2593-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%25ae%25e0%25a6%25b6 https://ukbangla.live/2022/11/16/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%b6/#respond Wed, 16 Nov 2022 04:04:02 +0000 https://ukbangla.live/?p=17837 ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে চলতি বছর। চলতি বছরের হিসাবে মঙ্গলবার পর্যন্ত এই জ্বরে মৃতের সংখ্যা ২১৩-এ পৌঁছেছে। গত ২২ বছরের পরিসংখ্যান অনুযায়ী এর আগে কোনো বছরেই ডেঙ্গুতে এত বেশি মানুষ মারা যাননি। ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। এ মশা কখন কামড়ায় এ নিয়ে অনেকেরই নানা মত আছে। তবে এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। […]

The post রাতেও কামড়াচ্ছে এডিস মশা first appeared on UK BANGLA.

The post রাতেও কামড়াচ্ছে এডিস মশা appeared first on UK BANGLA.

]]>
ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে চলতি বছর। চলতি বছরের হিসাবে মঙ্গলবার পর্যন্ত এই জ্বরে মৃতের সংখ্যা ২১৩-এ পৌঁছেছে। গত ২২ বছরের পরিসংখ্যান অনুযায়ী এর আগে কোনো বছরেই ডেঙ্গুতে এত বেশি মানুষ মারা যাননি। ডেঙ্গুরোগের বাহক এডিস মশা। এ মশা কখন কামড়ায় এ নিয়ে অনেকেরই নানা মত আছে। তবে এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই বলে এমন না যে, রাতে কামড়ায় না এ মশা! এডিস মশা কখন সক্রিয় থাকে তা নিয়ে প্রাণিবিজ্ঞানী ও কীটতত্ত্ববিদদের মধ্যে সামান্য মত-পার্থক্য আছে।

সবচেয়ে প্রচলিত তথ্য হচ্ছে, দিনের বেলায় এডিস মশা কামড়ায়। ভোর বা সূর্য ওঠার ৩-৪ ঘণ্টা পর ও বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ মশা সক্রিয় থাকে। তবে প্রাণিবিজ্ঞানীরা জানাচ্ছেন, শুধু দিনেই নয়; এডিস মশা সক্রিয় থাকে উজ্জ্বল আলোতেও। তাই ঘর আলোকিত থাকলে রাতেও কামড়াতে পারে এডিস মশা।

এডিস মশা ভরদুপুরের চেয়ে আলো-আঁধারি পছন্দ করে বেশি। আর তাই ভোর বা সূর্যোদয়ের সময় কিংবা গোধূলি বা সূর্যাস্তের সময় এ মশা বেশি কামড়ায়। তবে রাতে কৃত্রিম আলো-আঁধারিতেও এডিস মশা কামড়াতে পারে।

প্রাণিবিজ্ঞানীরা মনে, এডিস মশার দুটি প্রজাতি আছে। একটি এলবোপিকটাস, আরেকটি এডিস ইজিপটাই। এডিস ইজিপটাই হচ্ছে ডেঙ্গুর প্রধান বাহক। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় সব উষ্ঞ আদ্রীয় দেশের নগরেই এই মশা জন্মায়। নগরের বাড়ির আশপাশে, বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এরা ডিম পাড়ে।

এডিস মশা চেনার উপায়
এই মশা অন্য মশাদের চেয়ে কালো ধরনের। এর পায়ে ও পাশে সাদা ডোরাকাটা থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুটো দেখেই চিহ্নিত করা যায় এডিস মশাকে।

এ সময় ডেঙ্গু থেকে বাঁচতে কী করবেন?
১. এডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
২. দিনের বেলা পায়ে মোজা পরুন।
৩. ফুল হাতার জামা পরুন।
৪. শিশুদের হাফপ্যান্টের বদলে ফুলপ্যান্ট বা পায়জামা পরাতে হবে।
৫. দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
৬. মশা যেন না কামড়াতে পারে এজন্য মশাবিরোধী বিভিন্ন ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করুন।
৭. দরজা-জানালায় নেট লাগাতে হবে।
৮. মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহার করতে পারেন।
৯. ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশপাশে যে কোনে পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন।
১০. ঘরের বাথরুমে কোথাও পানি জমাবেন না।
১১. বাড়ির ছাদে বাগানের টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে। প্রয়োজনে প্রতিদিন পানি বদলে ফেলুন।
১২. বাড়ির আশপাশের ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার রাখুন।

The post রাতেও কামড়াচ্ছে এডিস মশা first appeared on UK BANGLA.

The post রাতেও কামড়াচ্ছে এডিস মশা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/16/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%b6/feed/ 0
গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তের ভয়ানক তথ্য আইডিএফের https://ukbangla.live/2022/11/14/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25ad%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%25a8-%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b8-%25e0%25a6%2586%25e0%25a6%2595%25e0%25a7%258d https://ukbangla.live/2022/11/14/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d/#respond Mon, 14 Nov 2022 07:07:38 +0000 https://ukbangla.live/?p=17777 বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতি ১০০ জনের মধ্যে ২৬ নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন; যাদের ৬৫ শতাংশই পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিসে পরিণত হয়। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) এ ভয়ানক তথ্যটি প্রকাশ করেছে। এদিকে বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের মতো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হয়, যাদের প্রায় অর্ধেকই নারী। আরও ভয়ংকর তথ্য হলো, ডায়াবেটিস […]

The post গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তের ভয়ানক তথ্য আইডিএফের first appeared on UK BANGLA.

The post গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তের ভয়ানক তথ্য আইডিএফের appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতি ১০০ জনের মধ্যে ২৬ নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন; যাদের ৬৫ শতাংশই পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিসে পরিণত হয়। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) এ ভয়ানক তথ্যটি প্রকাশ করেছে।

এদিকে বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের মতো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা করা হয়, যাদের প্রায় অর্ধেকই নারী। আরও ভয়ংকর তথ্য হলো, ডায়াবেটিস আছে এমন অর্ধেকেরও বেশি জানন না যে, তাদের ডায়াবেটিস আছে। এসব তথ্য আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ)-এর।

সোমবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন।’

আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) তথ্যমতে, গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত নারীদের ও গর্ভস্থ শিশুদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া গর্ভকালীন ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না করা হয়, তবে তাদের পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আরও বেশি থাকে। এ অবস্থায় পরিকল্পিত গর্ভধারণ ও গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে টাইপ-২ ডায়াবেটিস অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করাই বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রধান লক্ষ্য। ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন ১৪ নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। তবে ২০০৭ থেকে বিশ্বের সব দেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে জাতিসংঘের স্বীকৃত একটি দিবস হিসেবে।

আন্তর্জাতিক দিবস হিসেবে এর স্বীকৃতি লাভ করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে।

২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিতে গৃহীত হয়। এর ফলে গত ১৪ বছর ধরে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রে প্রতি বছর ১৪ নভেম্বর জাতিসংঘের একটি দিবস হিসেবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে।

The post গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তের ভয়ানক তথ্য আইডিএফের first appeared on UK BANGLA.

The post গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্তের ভয়ানক তথ্য আইডিএফের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/14/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি https://ukbangla.live/2022/11/14/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%259c%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25b2-%25e0%25a6%25b9%25e0%25a6%259a%25e0%25a7%258d%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2581-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/11/14/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/#respond Mon, 14 Nov 2022 04:19:33 +0000 https://ukbangla.live/?p=17749 এ বছর ডেঙ্গুতে মৃত্যুসংখ্যা দুই শ ছাড়িয়েছে। এই মৃত্যু আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় জোর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে। তারা বলছে, ডেঙ্গু পরিস্থিতি কিছুটা জটিল হচ্ছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে […]

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি first appeared on UK BANGLA.

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি appeared first on UK BANGLA.

]]>
এ বছর ডেঙ্গুতে মৃত্যুসংখ্যা দুই শ ছাড়িয়েছে। এই মৃত্যু আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগী ব্যবস্থাপনায় জোর দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে। তারা বলছে, ডেঙ্গু পরিস্থিতি কিছুটা জটিল হচ্ছে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হলো। এর আগে কোনো বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দুই শ ছাড়ায়নি। ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বড় আকারে দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।

অতীতে দেখে গেছে, অক্টোবর–নভেম্বরের দিকে ডেঙ্গুর প্রকোপ কমে আসে। কিন্তু এ বছর অক্টোবর মাসে প্রায় ২২ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৬ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা ও মেডিসিন সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে রাজধানীর একটি অভিজাত হোটেলে ডেঙ্গুর চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় আড়াই শ চিকিৎসক অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের সব সরকারি হাসপাতালের চিকিৎসকেরা অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসদের করণীয় বিষয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও মেডিসিন সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক আহমেদুল কবীর প্রথম আলোকে বলেন, ‘ডেঙ্গু চিকিৎসার নির্দেশনা তৈরি করা হয়েছিল ২০১৮ সালে। অতি সম্প্রতি সেই নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। অনুষ্ঠানে সেই হালনাগাদ নির্দেশিকা ব্যবহার করে ডেঙ্গু রোগী ব্যবস্থাপনার বিষয়ে চিকিৎসকদের বলা হয়েছে।’

আহমেদুল কবীর আরও বলেন, এ বছর ডেঙ্গু রোগীর অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ছে এমন কথা রোগীর স্বজন ও চিকিৎসকদের কাছ থেকে জানা যাচ্ছে। পরিস্থিতি কিছুটা জটিল। কারণ, একই সঙ্গে ডেঙ্গুর তিনটি ধরন এখন সক্রিয় রয়েছে।

কেন পরিস্থিতি জটিল
চিকিৎসকেরা জানিয়েছেন, ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন: ডেন–১, ডেন–২, ডেন–৩ ও ডেন–৪। একটি ধরনে একবার আক্রান্ত হলে মানুষের শরীরে সেই ধরনটির প্রতিরোধক্ষমতা গড়ে ওঠে, মানুষ দ্বিতীয়বার সেই ধরনে আর আক্রান্ত হয় না। ডেন–১–এ আক্রান্ত ব্যক্তি আর কখনো ডেন–১ দ্বারা আক্রান্ত হবে না। তবে বাকি তিনটি ধরন থেকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

অন্যদিকে কোনো ব্যক্তি প্রথমবার একটি ধরন দিয়ে আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় বার যদি অন্য ধরন দিয়ে আক্রান্ত হয়, তাহলে ওই ব্যক্তির জটিলতা বাড়ে। উদাহরণ হিসেবে বলা যায়, ডেন–১–এ আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর ডেন–২ বা ডেন–৩ বা ডেন–৪ দ্বারা আক্রান্ত হলে জটিলতা বাড়ে।

এ বছর যারা ডেঙ্গুতে মারা গেছে, তারা অতীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল কি না, সেই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই। তবে অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার (সিডিসি) একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা এ তথ্য জানার চেষ্টা করছেন। সিডিসি ইতিমধ্যে সরকারি–বেসরকারি হাসপাতাল থেকে ডেঙ্গুতে মারা যাওয়া ১২০ জন রোগীর ফাইল সংগ্রহ করেছে।

অন্যদিকে স্বাস্থ্য অধিপ্তর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালককে সভাপতি করে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুজনিত মৃত্যু পর্যালোচনা কমিটি পুনর্গঠন করেছে।

গতকাল আইইডিসিআরের পরিচালক তাহমিনা শিরীন প্রথম আলোকে বলেন, কমিটি এ পর্যন্ত দুটি সভা করেছে। মৃত্যুর কারণ পর্যালোচনার ফলাফল জানতে এ মাস লেগে যেতে পারে।

তাহমিনা শিরীন আরও বলেন, ২০১৬ পর্যন্ত দেশের মানুষ ডেন–১ ও ডেন–২ দ্বারা আক্রান্ত হয়েছিলেন। ২০১৯ সালে রোগীদের ৯০ শতাংশ আক্রান্ত হয়েছিলেন ডেন–৩ এর দ্বারা। এ বছর পরিস্থিতি ভিন্ন।

কক্সবাজার এলাকায় এ বছর ডেন–১ দেখা গেছে। আর ঢাকায় দেখা যাচ্ছে ডেন–৩ ও ডেন–৪। তিনি বলেন, ‘এখন ঢাকায় যাঁরা ডেন–৩ বা ডেন–৪–এ আক্রান্ত হচ্ছেন, তাঁরা অতীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কি না বা আক্রান্ত হয়ে থাকলে কোন ধরনের দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তা এখনো আমাদের জানা নেই।’

কোথায় কত মৃত্যু
বিভাগভিত্তিক হিসাবে বরাবরের মতো এ বছরও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে ১২১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম। এর মধ্যে ১১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে।

ঢাকার পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু কক্সবাজার জেলাতেই মারা গেছেন ২৪ জন। এর মধ্যে বড় অংশটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

সিডিসি সম্প্রতি ১৪৮ জন মৃত ব্যক্তির তথ্য পর্যালোচনা করে বলেছে, হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মধ্যে ৬৪ শতাংশ রোগীর মৃত্যু হচ্ছে। এর অর্থ হচ্ছে পরিস্থিতি খারাপ হওয়ার পরই অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি first appeared on UK BANGLA.

The post আরও জটিল হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/14/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
আগামী দিনগুলোয় কেন বাড়বে নতুন নানা রোগের ঝুঁকি https://ukbangla.live/2022/11/11/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2580-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a7%258b%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc https://ukbangla.live/2022/11/11/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/#respond Fri, 11 Nov 2022 06:52:35 +0000 https://ukbangla.live/?p=17702 জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন সংক্রমণ আর রোগের আত্মপ্রকাশের রাস্তা খুলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ন আর মানুষের চলাচলের পাশাপাশি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক ব্যাকটেরিয়া সহজে বাড়তে পারবে, কিছু রোগও সহজে ছড়াতে পারবে এমন সম্ভাবনা আছে। এর আভাসও দেখা যাচ্ছে ইতোমধ্যেই । দেখা যাচ্ছে যে আফ্রিকার উঁচু অংশে, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় ম্যালেরিয়া ও ডেঙ্গু […]

The post আগামী দিনগুলোয় কেন বাড়বে নতুন নানা রোগের ঝুঁকি first appeared on UK BANGLA.

The post আগামী দিনগুলোয় কেন বাড়বে নতুন নানা রোগের ঝুঁকি appeared first on UK BANGLA.

]]>
জলবায়ু পরিবর্তনের ফলে নতুন নতুন সংক্রমণ আর রোগের আত্মপ্রকাশের রাস্তা খুলে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ন আর মানুষের চলাচলের পাশাপাশি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক ব্যাকটেরিয়া সহজে বাড়তে পারবে, কিছু রোগও সহজে ছড়াতে পারবে এমন সম্ভাবনা আছে। এর আভাসও দেখা যাচ্ছে ইতোমধ্যেই ।

দেখা যাচ্ছে যে আফ্রিকার উঁচু অংশে, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় ম্যালেরিয়া ও ডেঙ্গু ক্রমাগত বাড়ছে – যেখানে এ রোগ আগে ছিল না। এমনকি ইউরোপেও স্থানীয়ভাবে ডেঙ্গু সংক্রমণ হতে দেখা যাচ্ছে – যা কুড়ি বছর আগে অকল্পনীয় ছিল ।

বিভিন্ন জরিপে বলা হয়েছে যে রোগ-বহনকারী মশা নানাদেশে ছড়িয়ে পড়বে যদি কার্বন নির্গমন না কমে।

বিশেষজ্ঞরা বলছেন, এর মোকাবিলার জন্য দরকার উন্নততর টিকা ও এ্যান্টিবায়োটিক, আর পূর্ব প্রস্তুতি।

The post আগামী দিনগুলোয় কেন বাড়বে নতুন নানা রোগের ঝুঁকি first appeared on UK BANGLA.

The post আগামী দিনগুলোয় কেন বাড়বে নতুন নানা রোগের ঝুঁকি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc/feed/ 0
বেগুনে ক্যানসারের কোষ নয়, পাওয়া গেছে ভারী ধাতু https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%af/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%2597%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%25b7-%25e0%25a6%25a8%25e0%25a6%25af https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%af/#respond Fri, 11 Nov 2022 03:36:35 +0000 https://ukbangla.live/?p=17670 বেগুনে ক্যানসারের কোষ নয়, যেটি পাওয়া গেছে তা হচ্ছে ভারী ধাতু। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বেগুনে ক্যানসারের উপাদান পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে আলাপকালে এমন মন্তব্য করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান। শাবিপ্রবির এই অধ্যাপক জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল […]

The post বেগুনে ক্যানসারের কোষ নয়, পাওয়া গেছে ভারী ধাতু first appeared on UK BANGLA.

The post বেগুনে ক্যানসারের কোষ নয়, পাওয়া গেছে ভারী ধাতু appeared first on UK BANGLA.

]]>
বেগুনে ক্যানসারের কোষ নয়, যেটি পাওয়া গেছে তা হচ্ছে ভারী ধাতু। সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বেগুনে ক্যানসারের উপাদান পাওয়া গেছে এমন সংবাদের ভিত্তিতে আলাপকালে এমন মন্তব্য করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।

শাবিপ্রবির এই অধ্যাপক জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বেগুন নিয়ে গবেষণা করেছেন, যেখানে জামালপুর জেলার বিভিন্ন এলাকায় চাষ করা বেগুন এবং ওই এলাকার মাটিতে ভারী ধাতুর উপস্থিতি দেখেছেন। গবেষকদল জামালপুরের বেগুন ও জমিতে যে ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন, তার মধ্যে কিছু আছে সহনশীল আর কিছু সহনশীল মাত্রার চেয়ে বেশি। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গা এই ভারী ধাতুর দ্বারা দূষিত হচ্ছে। এর অন্যতম কারণ ঠিকমতো বর্জ্য ব্যবস্থাপনা না থাকা। বেশি পরিমাণ ভারী ধাতু থাকা ওই এলাকার বেগুন ও অন্যান্য শাকসবজি, যেকোনো কৃষি ফসল খাদ্য হিসেবে গ্রহণ করলে তা খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মানুষের শরীরের গিয়ে জমা হয়। এর প্রভাবে মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন: মানসিক ভারসাম্যহীনতা, বিভিন্ন ধরনের চর্মরোগ, প্রজনন ক্ষমতা হ্রাস, এমনকি ক্যানসার হওয়ার আশঙ্কাও থেকে যায়।

ক্যানসার কোষের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মিডিয়ায় যেসব বিষয় উঠে এসেছে–‘ক্যানসার কোষ পাওয়া গেছে’–এই বিষয়ে গবেষণাপত্র দেখে বুঝতে পারি গবেষকদল অধিক ভারী ধাতু গ্রহণের ফলে ক্যানসার হওয়ার ঝুঁকি দেখিয়েছেন। আমি এখানে ক্যানসার কোষের উপস্থিতি দেখতে পাইনি। বর্তমানে বাংলাদেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে ভারী ধাতু গ্রহণ করছে। এর অন্যতম প্রধান কারণ, অধিক ভারী ধাতুর ব্যবহার ও শিল্পকারখানার বর্জ্যগুলো যেখানে-সেখানে ফেলে দেয়া।

অধ্যাপক শামসুল হক প্রধান বলেন, বাংলাদেশের শিল্পাঞ্চল এলাকাগুলোর বর্জ্যগুলো পরিশোধিত করে আমাদের পরিবেশে ছাড়তে হবে। এসব কারখানার বর্জ্য পানির সঙ্গে মিশে কৃষিজমি দূষিত করছে। এগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হয়, আমাদের পরিবেশ, পানি ও মাটিতে ভারী ধাতুর পরিমাণ বেড়ে যাবে এবং আমাদের এর দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাবে।

The post বেগুনে ক্যানসারের কোষ নয়, পাওয়া গেছে ভারী ধাতু first appeared on UK BANGLA.

The post বেগুনে ক্যানসারের কোষ নয়, পাওয়া গেছে ভারী ধাতু appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%af/feed/ 0
দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তে তীব্র জটিলতা, মৃত্যুও বেশি https://ukbangla.live/2022/11/03/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2580%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2581-%25e0%25a6%2586%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/03/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Thu, 03 Nov 2022 08:10:26 +0000 https://ukbangla.live/?p=17395 করোনার প্রকোপ নিয়ন্ত্রণে থাকলেও দেশে ডেঙ্গু সংক্রমণ যেন থামছেই না। উল্টো আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হারও। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের ক্ষেত্রে তীব্র জটিলতা দেখা যাচ্ছে। তাদের মধ্যে মৃতের হারও তুলনামূলক বেশি। যদিও এর সুনির্দিষ্ট কারণ খুঁজতে স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোনো গবেষণা বা জরিপ। অধিদপ্তর বলছে, বাংলাদেশে এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত […]

The post দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তে তীব্র জটিলতা, মৃত্যুও বেশি first appeared on UK BANGLA.

The post দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তে তীব্র জটিলতা, মৃত্যুও বেশি appeared first on UK BANGLA.

]]>
করোনার প্রকোপ নিয়ন্ত্রণে থাকলেও দেশে ডেঙ্গু সংক্রমণ যেন থামছেই না। উল্টো আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হারও। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের ক্ষেত্রে তীব্র জটিলতা দেখা যাচ্ছে। তাদের মধ্যে মৃতের হারও তুলনামূলক বেশি। যদিও এর সুনির্দিষ্ট কারণ খুঁজতে স্বাস্থ্য অধিদপ্তরের নেই কোনো গবেষণা বা জরিপ।

অধিদপ্তর বলছে, বাংলাদেশে এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ হাজার ১৯৯ জন। একইসঙ্গে ডেঙ্গুতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ১৫২ জন (২ নভেম্বর পর্যন্ত)।

বছরের শুরুতে ডেঙ্গু সংক্রমণ শুধু রাজধানী কেন্দ্রিক হলেও গত একমাসে সংক্রমণ ছড়িয়ে গেছে সারা দেশেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৩০৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি এক হাজার ২৭৫ জন।

বৃষ্টির পর প্রখর রোদে এডিস মশা বাড়ে বহুগুণ
ব্লাড ট্রান্স-ফিউশন বিশেষজ্ঞ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক বলেন, আমাদের তাপমাত্রার তারতম্যের কারণে ডেঙ্গুর সাইকেলে সমস্যা হয়। অর্থাৎ ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হতে যেই সময়টা লাগে সেটা তাপমাত্রার ওপর অনেকটা নির্ভরশীল।

তিনি বলেন, দেখা গেল কোনো জায়গায় বৃষ্টির কারণে পানি জমেছে এবং সেখান কিছু মশা ডিম পেড়েছে। এক্ষেত্রে বিষয়টা যদি এরকম হয় যে খুব বেশি বৃষ্টি হলো আবার সঙ্গে সঙ্গে রোদ হলো, এতে দ্রুত সময়ে ডিম থেকে একটি পূর্ণাঙ্গ মশা পরিণত হয়।

এই চিকিৎসক বলেন, দুই-তিন ঘণ্টার মধ্যেই সে পূর্ণাঙ্গ জীবন পেয়ে যায়। কিন্তু আবার যদি কয়েক দিন টানা বৃষ্টি হয় এবং রোদ না থাকে, তাহলে ডেঙ্গু সংক্রমণ কমে আসবে। কারণ ওই সময়ে ডিমটা কোনো এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারবে না। আর থাকলেও মশাটি খুব দ্রুত সময়ে পূর্ণাঙ্গ রূপ পারবে না। তাহলে ডেঙ্গুর প্রকোপটা চলছে সেটা কিন্তু স্লো-ডাউন হয়ে যাবে। তাহলে রোগটি আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।

হাসপাতালে ভর্তি বেশি, মৃত্যুর হারও অনেক বেশি
ডা. আশরাফুল হক বলেন, ডেঙ্গুতে এখন হাসপাতালে ভর্তি অনেক বেশি হচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় বার্ডেন। এখন নতুন করে যদি আবার একদিনের বৃষ্টি এবং পরে প্রখর রোদ ওঠে, তাহলে ডেঙ্গুর বিস্তার আরও অনেক বেড়ে যাবে। যদি টানা কয়েকদিন বৃষ্টি হয়, তাহলে মশা যে জায়গাতেই ডিম পাড়ুক, সেটা কিন্তু স্থায়ীভাবে ওই জায়গায় আর থাকে না।

তিনি বলেন, ডেঙ্গুতে এবার মৃত্যুহার অনেক বেশি। কারণ আমাদের তো সুনির্দিষ্ট কোনো ডাটাবেজ নেই। ২০১৯ সালে দেশে যখন সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়, তখন কারা আক্রান্ত হয়েছিল এবং বর্তমানে যারা আক্রান্ত হচ্ছে, তাদের মধ্যে কত সংখ্যক মানুষ একই ধরনে আক্রান্ত হচ্ছে। বর্তমানে মারা যাওয়া ব্যক্তিরা পূর্বেও আক্রান্ত হয়েছিল কি না, এমন কোনো ডাটাবেজ আমাদের নেই।

দ্বিতীয়বার আক্রান্তদের জটিলতা অনেক বেশি
বিশিষ্ট এই ব্লাড ট্রান্স-ফিউশন বিশেষজ্ঞ আরও বলেন, এখন যাদের ডেঙ্গু জ্বর হচ্ছে, তাদের অনেকেরই প্রথম দিন থেকেই জ্বরের মাত্রা ১০৩ থেকে ১০৪ ডিগ্রি হয়ে যাচ্ছে। যাদেরই এই তাপমাত্রায় জ্বর আসছে, হিস্ট্রি শুনে আমরা জানতে পারছি, সে আগেও ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। মেডিকেলের ভাষায় যেটাকে আমরা বলি প্রিভিয়াসলি এক্সপোজড। আর যারা প্রথমবার আক্রান্ত হচ্ছে তাদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর তাপমাত্রা বাড়ছে। আর যারা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে তাদের তাপমাত্রা প্রথম দিন থেকেই অনেক বেশি। এমনকি তারা এত পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছে, যে কারণে দ্রুততম সময়ে তাদের হাসপাতালে ভর্তি করা লাগছে। এক কথায় তাদের সিবিআর কন্ডিশনটা বেশি হচ্ছে।

The post দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তে তীব্র জটিলতা, মৃত্যুও বেশি first appeared on UK BANGLA.

The post দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তে তীব্র জটিলতা, মৃত্যুও বেশি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/03/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
১২শ কিডনি প্রতিস্থাপন, মাইলফলক গড়লেন ডা. কামরুল https://ukbangla.live/2022/10/19/%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a7%25e0%25a7%25a8%25e0%25a6%25b6-%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a8-%25e0%25a6%25ae%25e0%25a6%25be https://ukbangla.live/2022/10/19/%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be/#respond Wed, 19 Oct 2022 04:05:42 +0000 https://ukbangla.live/?p=16840 বাংলাদেশি কোনো চিকিৎসক হিসেবে ১২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক গড়েছেন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. কামরুল ইসলাম। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে সিকেডি হাসপাতালে একজন রোগীর দেহে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে এই রেকর্ড গড়েন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ৪৫ বছর বয়সী কিডনি বিকল রোগী কাউসারের […]

The post ১২শ কিডনি প্রতিস্থাপন, মাইলফলক গড়লেন ডা. কামরুল first appeared on UK BANGLA.

The post ১২শ কিডনি প্রতিস্থাপন, মাইলফলক গড়লেন ডা. কামরুল appeared first on UK BANGLA.

]]>
বাংলাদেশি কোনো চিকিৎসক হিসেবে ১২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক গড়েছেন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. কামরুল ইসলাম।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে সিকেডি হাসপাতালে একজন রোগীর দেহে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে এই রেকর্ড গড়েন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ৪৫ বছর বয়সী কিডনি বিকল রোগী কাউসারের দেহে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেন অধ্যাপক কামরুলসহ ১০ জনের বিশেষজ্ঞ টিম। প্রতিস্থাপন শেষ হয় রাত ১০টার দিকে। কিডনি দাতা (ডোনার) ছিলেন রোগী কাউসারের স্ত্রী।

ট্রান্সপ্ল্যান্টের পর কিডনি গ্রহীতা এবং কিডনি দাতা কেমন আছেন— জানতে চাইলে অধ্যাপক কামরুল বলেন, আল্লাহর অশেষ রহমতে ১২০০ তম রোগীর ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম সফলভাবেই সম্পন্ন হয়েছে। কিডনি গ্রহীতা এবং কিডনি দাতা উভয়েই ভালো আছেন।

তিনি বলেন, রোগীকে পোস্ট অপারেটিভ রুমে পাঠিয়ে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আশা করি আগামী ১০-১২ দিনের মধ্যেই তারা হাসপাতাল থেকে রিলিজ নিতে পারবেন। এরপর প্রথম তিন মাস ঢাকায় থেকে প্রতি সপ্তাহে ফলোআপ করতে হবে। এরপর মাসে একবার করে ফলোআপ করলেই চলবে।

এক হাজার কিডনি প্রতিস্থাপন করে প্রথম দেশ-বিদেশে আলোচনায় এসেছিলেন দেশের এই প্রথিতযশা কিডনি ট্রান্সপ্ল্যান্ট সার্জন। এবার সে রেকর্ড ছাপিয়ে তিনি ১২০০ কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করায় নেতৃত্ব দিলেন।

The post ১২শ কিডনি প্রতিস্থাপন, মাইলফলক গড়লেন ডা. কামরুল first appeared on UK BANGLA.

The post ১২শ কিডনি প্রতিস্থাপন, মাইলফলক গড়লেন ডা. কামরুল appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/19/%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
লিভার ট্রান্সপ্লান্টের জন্য আর ছুটতে হবে না বিদেশ https://ukbangla.live/2022/10/18/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259c https://ukbangla.live/2022/10/18/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c/#respond Tue, 18 Oct 2022 03:51:50 +0000 https://ukbangla.live/?p=16796 দেশে প্রতিবছর লাখ লাখ মানুষ লিভারের রোগে আক্রান্ত হন। তাদের অনেকে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান। তবে এবার দেশেই লিভারের চিকিৎসার দ্বার খুললো। লিভার প্রতিস্থাপনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ উদ্বোধন করা হয়েছে। লিভার প্রতিস্থাপনের জন্য এরই মধ্যে ২২ জন রোগী হাসপাতালে এসেছেন। এরমধ্যে ১২ জনের লিভার প্রতিস্থাপনের সময়ও […]

The post লিভার ট্রান্সপ্লান্টের জন্য আর ছুটতে হবে না বিদেশ first appeared on UK BANGLA.

The post লিভার ট্রান্সপ্লান্টের জন্য আর ছুটতে হবে না বিদেশ appeared first on UK BANGLA.

]]>
দেশে প্রতিবছর লাখ লাখ মানুষ লিভারের রোগে আক্রান্ত হন। তাদের অনেকে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান। তবে এবার দেশেই লিভারের চিকিৎসার দ্বার খুললো। লিভার প্রতিস্থাপনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ উদ্বোধন করা হয়েছে।

লিভার প্রতিস্থাপনের জন্য এরই মধ্যে ২২ জন রোগী হাসপাতালে এসেছেন। এরমধ্যে ১২ জনের লিভার প্রতিস্থাপনের সময়ও ঠিক হয়ে গেছে।

সোমবার (১৭ অক্টোবর) বিএসএমএমইউতে মুজিব শতবর্ষ লিভার প্রতিস্থাপন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ সার্জারি বিভাগের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানিয়েছেন, নতুন যে সুপার স্পেলাইজড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে, সেখানে লিভার প্রতিস্থাপনকে গুরুত্ব দিয়ে ১০০টি শয্যা বরাদ্দ রাখা হয়েছে। দেশে লিভার প্রতিস্থাপন শুরু হলে রোগীদের জীবন বাঁচানোর পাশাপাশি বছরে কোটি কোটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি বছর ৮০ লাখ মানুষ লিভার রোগে আক্রান্ত হয়। এরমধ্যে মারা যায় প্রায় ২৩ হাজার জন। তবে লিভার প্রতিস্থাপনের মাধ্যমে বছরে প্রায় ৪-৫ হাজার রোগীকে বাঁচানো সম্ভব। সচ্ছল রোগীরা ৩০ লাখ থেকে কোটি টাকা খরচ করে বিদেশে গিয়ে লিভার প্রতিস্থাপন করছেন। কিন্ত অসচ্ছলরা লিভার প্রতিস্থাপন করতে না পেরে মারা যাচ্ছেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, পেনক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আইয়ুব আলী আনসারী পিনু ও মেডিকেল কর্মকর্তা ডা. সারওয়ার আহমেদ সোবাহান।

প্রবন্ধে বলা হয়, বিভিন্ন জটিল রোগের কারণে লিভার প্রতিস্থাপন একটি অতি আধুনিক চিকিৎসা। যা পার্শ্ববর্তী দেশগুলোতে বিশেষ করে ভারতে নিয়মিত প্রতিস্থাপন করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশও পিছিয়ে নেই। লিভার প্রতিস্থাপনের জন্য বিশেষায়িত হাসপাতাল, মডিউল অপারেশন থিয়েটার, অত্যাধুনিক যন্ত্রপাতি ও কার্যকরী প্রশাসন ব্যবস্থায় বাস্তবায়িত হচ্ছে। লিভার প্রতিস্থাপনে গড়ে ১২-১৮ ঘণ্টা সময় প্রয়োজন। লিভার ফেইলর, লিভার সিরোসিস, জন্মগত, লিভার সমস্যাতেও লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন।

বিশ্বে প্রতি বছর ৩৮ থেকে ৪০ হাজার রোগীর লিভার প্রতিস্থাপন হয়। এরমধ্যে আমেরিকা ও ইউরোপেই সর্বোচ্চ। দক্ষিণ এশিয়ায় বছরে ৩ থেকে ৪ হাজার রোগীর লিভার প্রতিস্থাপন হয়ে থাকে। বাংলাদেশে এ পর্যন্ত ছয়টি লিভার প্রতিস্থান করা হয়েছে। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন শুরু হয়।

বক্তারা বলেন, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, পেনক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগে লিভার প্রতিস্থাপনের জন্য বিভিন্ন বিভাগ থেকে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে ২২ জন লিভার প্রতিস্থাপনের জন্য বিএসএমএমইউতে এসেছেন। তার মধ্যে ১২ জন রোগী লিভার প্রতিস্থাপনের জন্য নির্ধারিত হয়েছেন।

বর্তমানে প্রতি সপ্তাহে বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন নিয়ে গবেষণা ও লিভারের জটিল টিউমার অস্ত্রোপচার করা হচ্ছে। লিভার প্রতিস্থাপনের জন্য বিএসএমএমইউয়ের কেবিন ব্লকে মডিউল ওটি, কুসা মেশিনসহ আরও অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়মিত ব্যবহার করা হচ্ছে বলেও জানান বক্তারা।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আমাদের বিশ্ববিদ্যালয়ে সর্বাধুনিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ সেবাকে আরও সম্প্রসারণ করার জন্য এরই মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এ হাসপাতালে লিভার প্রতিস্থাপনকে গুরুত্ব দিয়ে ১০০টি শয্যা রাখা হয়েছে। বিশ্বের উন্নত সব চিকিৎসা এ হাসপাতালে দেওয়া হবে।

তিনি বলেন, শিগগির নিয়মিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন শুরু করা হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রায় সম্পন্ন। কিডনি-লিভারসহ সামগ্রিক প্রতিস্থাপনে জোর দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কার্যক্রম এগিয়ে নিতে পুরোদম কাজ চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি পেনক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ ও পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. নজরুল ইসলাম খান।

এসময় হেপাটোবিলিয়ারি, পেনক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন ও অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

The post লিভার ট্রান্সপ্লান্টের জন্য আর ছুটতে হবে না বিদেশ first appeared on UK BANGLA.

The post লিভার ট্রান্সপ্লান্টের জন্য আর ছুটতে হবে না বিদেশ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/18/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c/feed/ 0
ঢাকার পর ডেঙ্গু সবচেয়ে বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর https://ukbangla.live/2022/10/13/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25a1%25e0%25a7%2587%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2581-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a7%259f%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/10/13/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87/#respond Thu, 13 Oct 2022 06:25:42 +0000 https://ukbangla.live/?p=16675 ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়স ২০ বছরের বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির। এছাড়া ঢাকার পরই কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ড. আহমেদুল কবির। ড. আহমেদুল কবির বলেন, হাসপাতালে ভর্তির তিনদিনের […]

The post ঢাকার পর ডেঙ্গু সবচেয়ে বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর first appeared on UK BANGLA.

The post ঢাকার পর ডেঙ্গু সবচেয়ে বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on UK BANGLA.

]]>
ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়স ২০ বছরের বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির। এছাড়া ঢাকার পরই কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ড. আহমেদুল কবির।

ড. আহমেদুল কবির বলেন, হাসপাতালে ভর্তির তিনদিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ৩-৬ দিনের মধ্যে ১৮ জন, ৬-৯ দিনের মধ্যে ৬ জন এবং ৯-৩০ দিনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছেন ৪০ থেকে ৫০ বছরের মানুষ। আর ডেঙ্গুতে ঢাকার বাইরেই বেশি মৃত্যু হচ্ছে। এতে নারীদের মৃত্যুহার পুরুষের তুলনায় বেশি। আর হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিনের মাঝেই ডেঙ্গুতে মারা যাচ্ছেন আক্রান্তরা।

তিনি বলেন, ঢাকার পর কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৮ জন।

এর আগে বুধবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৪৭ জন হাসপাতালে ভর্তি হন। সে সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়।

The post ঢাকার পর ডেঙ্গু সবচেয়ে বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর first appeared on UK BANGLA.

The post ঢাকার পর ডেঙ্গু সবচেয়ে বেশি কক্সবাজারে: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/13/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87/feed/ 0