আত্মহত্যা - UK BANGLA News Site Sat, 29 Oct 2022 06:13:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png আত্মহত্যা - UK BANGLA 32 32 ৯ মাসে চার শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যা, বেশির ভাগই স্কুলছাত্রী https://ukbangla.live/2022/10/29/%e0%a7%af-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25af-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%259a%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/10/29/%e0%a7%af-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/#respond Sat, 29 Oct 2022 06:13:43 +0000 https://ukbangla.live/?p=17211 শিক্ষার্থীদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। নয় মাসে চার শতাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যাদের বেশির ভাগই স্কুলছাত্রী। শিক্ষার্থীরা বলছেন, পড়াশোনার চাপ আর পরিবারের গগনচুম্বী প্রত্যাশাই এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং সেন্টার না থাকা এবং মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহায় এই প্রবণতা বাড়ছে বলে মত মনোবিজ্ঞানীদের। আর ফলনির্ভর শিক্ষাব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের […]

The post ৯ মাসে চার শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যা, বেশির ভাগই স্কুলছাত্রী first appeared on UK BANGLA.

The post ৯ মাসে চার শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যা, বেশির ভাগই স্কুলছাত্রী appeared first on UK BANGLA.

]]>
শিক্ষার্থীদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। নয় মাসে চার শতাধিক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যাদের বেশির ভাগই স্কুলছাত্রী। শিক্ষার্থীরা বলছেন, পড়াশোনার চাপ আর পরিবারের গগনচুম্বী প্রত্যাশাই এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী। শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং সেন্টার না থাকা এবং মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহায় এই প্রবণতা বাড়ছে বলে মত মনোবিজ্ঞানীদের। আর ফলনির্ভর শিক্ষাব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন অপি করিম। বলছিলেন শিক্ষাজীবনের এই পর্যায়ে এসে মুখোমুখি হওয়া নানা চ্যালেঞ্জের কথা। একদিকে একাডেমিক চাপ, অন্যদিকে আর্থিক সংকট ও ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা অপির মতো অন্য শিক্ষার্থীদের ফেলেছে মানসিক বিড়ম্বনায়।

তারা বলছেন, সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে মনে করা হয় জীবন ব্যর্থ। আবার শুধু বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেই হয় না, ভালো মানের সাবজেক্ট না পেলেও অধিকাংশ সময় পরিবার বা সমাজের কথা শুনতে হয়। তখন নিজের মধ্যেও হীনম্মন্যতা কাজ করে।

আবার দেশে চাকরির ক্ষেত্রও খুব বেশি নেই। কিছু হাতে গোনা বিষয় ছাড়া অধিকাংশ বিষয়ে পড়াশোনা শেষ করার পর নির্দিষ্ট ক্ষেত্রে চাকরি পাওয়া যায় না। তখন সবার মতো বিসিএস বা ব্যাংকের চাকরির প্রস্তুতি নিতে হয়। এই দীর্ঘ পথচলা নিজের জীবন ও পরিবারের জন্য মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বলেই মনে করছেন অপির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অধিকাংশ শিক্ষার্থী।

বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের জরিপ বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আত্মহত্যা করেছেন ৪০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি ২১৯ স্কুল শিক্ষার্থী রয়েছে তালিকার শীর্ষে। এরপরই রয়েছেন কলেজ শিক্ষার্থীরা–৮৪ জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন ৫৭ আর সবচেয়ে কম ৪৪ জন মাদ্রাসার শিক্ষার্থী।

আত্মহত্যার পথ বেছে নেয়া এই ৪০৪ জনের মধ্যে ২৪২ জনই নারী শিক্ষার্থী।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে নেই মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নামমাত্র এই সেবা থাকলেও অপ্রতুল। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত কাউন্সেলিং সেন্টার স্থাপনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে শিক্ষার্থীদের পরামর্শ মনোবিজ্ঞানীদের।

মনোবিজ্ঞানী কামাল উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সব স্কুলে কাউন্সিলর নেই। আবার কাউন্সিলর থাকলেও অনেক সময় তা কাজে আসে না। কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষার্থীদের জানতে হবে তার সমস্যা কোথায় এবং কার সঙ্গে পরামর্শ করলে তিনি ভালো সমাধান পাবেন। অনেক সময় শিক্ষার্থীরা ভয়ে কিছু বিষয় লুকিয়ে রাখে। এতে কাউন্সেলিং ভুল পথে যায়। তাই পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন, শিক্ষক এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান একটা বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে।

ফলস্বর্বস্ব শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করেছে, যা শিক্ষার্থীদের বিকাশ বাধাগ্রস্ত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন শিক্ষাবিদরা। এ জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করার পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য আধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অবশ্য সংকট উত্তরণে শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবাদানের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

The post ৯ মাসে চার শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যা, বেশির ভাগই স্কুলছাত্রী first appeared on UK BANGLA.

The post ৯ মাসে চার শতাধিক শিক্ষার্থীর আত্মহত্যা, বেশির ভাগই স্কুলছাত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/29/%e0%a7%af-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
মানসিক স্বাস্থ্যের অবনতি, বেড়েছে আত্মহত্যা https://ukbangla.live/2022/10/10/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a6%25a4%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/10/10/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf/#respond Mon, 10 Oct 2022 06:33:29 +0000 https://ukbangla.live/?p=16552 মফস্বল থেকে ভালো রেজাল্ট করে ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন জাহিন জাইমা। তবে পড়াশোনার চাপ নিতে না পেরে দিশেহারা হয়ে পড়েন তিনি। করোনার সময়ের পড়াশোনার গ্যাপ কাটিয়ে উঠতে ও সেশন জট কমাতে তার কলেজ যে বেশি বেশি ক্লাস-পরীক্ষার চাপ দিচ্ছিল, তা নিতে পারেননি জাইমা। এক পর্যায়ে মানসিক চাপে শরীর খারাপ হতে শুরু করলে […]

The post মানসিক স্বাস্থ্যের অবনতি, বেড়েছে আত্মহত্যা first appeared on UK BANGLA.

The post মানসিক স্বাস্থ্যের অবনতি, বেড়েছে আত্মহত্যা appeared first on UK BANGLA.

]]>
মফস্বল থেকে ভালো রেজাল্ট করে ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন জাহিন জাইমা। তবে পড়াশোনার চাপ নিতে না পেরে দিশেহারা হয়ে পড়েন তিনি। করোনার সময়ের পড়াশোনার গ্যাপ কাটিয়ে উঠতে ও সেশন জট কমাতে তার কলেজ যে বেশি বেশি ক্লাস-পরীক্ষার চাপ দিচ্ছিল, তা নিতে পারেননি জাইমা।

এক পর্যায়ে মানসিক চাপে শরীর খারাপ হতে শুরু করলে আবার মফস্বলে গিয়ে সাধারণ একটা কলেজে ভর্তি হন এই শিক্ষার্থী। তবে রাজধানীর ভালো কলেজে পড়ার অনেক স্বপ্ন নিয়ে আসা জাইমার সেই কলেজে থাকতে না পারার কষ্ট রয়েই গেছে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একইভাবে সুযোগ পেয়ে ভর্তি হয়েছিলেন ফজলে শ্রাবণ। অতিরিক্ত পড়াশোনার চাপে খাওয়াদাওয়ার নিয়মেও ব্যঘাত ঘটে তার। শরীরে ধরা পড়ে জন্ডিস। বাধ্য হয়ে তিনি ট্রান্সফার নিয়ে চলে যান নিজের এলাকার একটি কলেজে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নেভি কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘একই দিন দুই-তিনটা করে পরীক্ষা দিতে হচ্ছে। সব কিছু ভুলে সারাদিন বই নিয়ে থাকতে হয়। এতে কোথাও ১০ মিনিট বসে আড্ডা দেয়ার কথা ভাবা তো দূর, মানসিক রিফ্রেশমেন্ট এর জন্যও বাইরে যাওয়ার সাহস হয়ে ওঠে না।

‘মাঝে মাঝে খুব আপসেট হয়ে যাই। হতাশ লাগে। এত চাপে শেষ পর্যন্ত টিকতে পারবো কি না। আমার বন্ধুরাও যারা বিভিন্ন কলেজে রয়েছে সবারই এক অবস্থা। কারও সাথে যোগাযোগ ঠিকমতো হয় না এখন। আগে যেখানে দিনে অন্তত একবার হলেও কথা হতো।’

এসব হতাশা তীব্র আকার ধারণ করলে নানা ধরনের মানসিক সমস্যা হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সার্বিক পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে দেশে। বেড়েছে আত্মহত্যার প্রবণতা।

দেশে সোমবার পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’। সরকারি-বেসরকারি হাসপাতাল ও সামাজিক সংগঠন আলোচনা সভাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

অতিরিক্ত স্পর্শকাতরতা এবং প্রত্যাশা
সম্প্রতি আঁচল ফাউন্ডেশন এক সংবাদ সম্মেলনে ‘মানসিক স্বাস্থ্যের ওপর একাডেমিক চাপের প্রভাব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা’ শীর্ষক এক গবেষণার ফলাফল প্রকাশ করে।

ফাউন্ডেশনের সভাপতি তানসেন রোজ বলেন, ‘আমরা গবেষণায় দেখি গত ৯ মাসে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মক বেড়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আত্মহত্যা করেছেন ৪০৪ শিক্ষার্থী। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৫৭, স্কুলের রয়েছে ২১৯ জন, মাদ্রাসার ৪৪ জন ও কলেজপড়ুয়া আছে ৮৪ জন। আত্মহত্যা করাদের মধ্যে ছাত্রী ২৪২ ও ছাত্র ১৬২ জন।’

তিনি বলেন, ‘আমাদের গবেষণার বিষয়বস্তু ছিলো দুটি। এক, আত্মহত্যা কেন করছে। দুই, শিক্ষাপ্রতিষ্ঠানের চাপ। আত্মহত্যার কারণ হিসেবে দেখা যায় গত দুই বছরে শিক্ষার্থীরা অনেকটা ভঙ্গুর মানসিকতার হয়ে গেছে।’

উদাহরণ দিয়ে তানসেন রোজ বলেন, ‘এ বছর সাত বছরের একটি শিশু আত্মহত্যা করে। শিশুটি বাবার কাছে দু টুকরো মাংস চাওয়ায় বাবা দেননি। এক টুকরো দিয়েছেন। এটা তার প্রত্যাশার জায়গাকে আঘাত করেছে। বিষয়টি খুব ছোট হলেও তার স্পর্শকাতরতার জন্য সেটা মেনে নিতে পারেনি। এতে সে এমন একটা পথ বেছে নিয়েছে। আরও কিছু ব্যাপার আছে, এসব কাউন্সেলিং এবং বাবা-মায়ের সচেতনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব।’

পরিবারের ভাঙন থেকেও বাড়ছে হতাশা
কিছুদিন আগে কয়েকদিনের ব্যবধানে পরপর দুটি আত্মহত্যার ঘটনা ঘটে। দুটি ঘটনাই হতাশাজনিত কারণে। যা মানসিক সমস্যার একটি রূপ। আর দুজনই আত্মহত্যা করেন ছাদ থেকে লাফিয়ে। একজন রাজধানীর হলিক্রস স্কুলের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা। আরেকজন ব্র‍্যাক ইউনিভার্সিটির ছাত্রী সানজানা মোসাদ্দেক।

তীব্র হতাশার কারণে তারা এই পথ বেছে নিয়েছিলেন বলে মত বিশেষজ্ঞদের। এর মধ্যে সানজানার ছিলো ডিসথিমিয়া (মানসিক রোগ)।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ এইচ. এম. মাহমুদ হারুন বলেন, ‘এই ধরনের রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে। তবে পরিবেশের নেতিবাচক প্রভাবের কারণে তা আরও তীব্র হয়। পারিবারিক অশান্তি তার একটি বড় কারণ।

‘আবার এই রোগ জন্মগতভাবে হয় এটা না। আশেপাশের পরিবেশ এই হতাশার কারণ হতে পারে। যেহেতু সানজানার পারিবারিক অশান্তি তীব্র ছিলো এবং বাবাই তাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতো বলে জানা গেছে, সেক্ষেত্রে তার এই প্রবণতা আরও প্রকট হয়েছে।’

তিনি বলেন, ‘আমার একজন রোগী আসেন যিনি এক সন্তানের মা। ডিভোর্স হওয়ার পর বিয়ে করে নতুন জীবন শুরু করেন তিনি। সেখানে তার সন্তানের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ রিলেশন। বেশিরভাগ ক্ষেত্রে সন্তান মায়ের কাছে থাকে। এক্ষেত্রে সৎ বাবা যদি নিজের সন্তানের মতই ভালোবাসা দেয় তাহলে ব্রোকেন ফ্যামিলির ব্যাপারটা সে ফিল করে না।’

মনোরোগ বিশেষজ্ঞ মাহমুদ হারুন বলেন, ‘আমাদের মেডিক্যাল টার্মে আছে, কোনো দম্পতির কেউ একজন ডিভোর্স চাইলে সেখানে কাপল থেরাপি কাজ করে না। সেই পরিবারও মনের বিরুদ্ধে সম্পর্ক টিকিয়ে রেখে সন্তানকে একটা স্বাস্থ্যকর পরিবেশ দিতে পারে না। এতেও কিন্তু সন্তান ভালো থাকছে না।

‘সেক্ষেত্রে সন্তানকে এমন একটা পারিবারিক পরিবেশ দিতে হবে, যেন মা-বাবার সেপারেশনকে সে নেতিবাচকভাবে না নিয়ে জীবনেরই একটা স্বাভাবিক অংশ মনে করে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ এহসান হাবিব বলেন, ‘পরিবার হলো সামাজিকীকরণের প্রথম মাধ্যম। আমাদের জীবনে দীর্ঘ একটি প্রভাব ফেলে আমাদের সমাজ। বাংলাদেশে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, পরিবারের ভাঙন বা মা-বাবার মধ্যে দ্বান্দ্বিক সম্পর্কের প্রভাব। সেটা সন্তানদের ওপর পড়ছে এবং সেই জায়গা থেকে মুক্তি আমরা পাচ্ছি না।

‘এর কারণ হচ্ছে বাচ্চাদের মধ্যে একটা সেন্স অফ ডিপ্রাইভেশন অর্থাৎ বিচ্ছেদের যে অনুভূতি এটা কোনো না কোনোভাবে মা-বাবাই তৈরি করেছেন। আমাদের সমাজে যে মা-বাবা সেপারেশনে যান, তাদের মধ্যে খুব কম সংখ্যকই আছেন যারা তাদের সন্তানের মানসিক চাহিদাটা পূরণ করতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা হয়তো অর্থনৈতিক দায়িত্বটা পালন করি। কিন্তু সেই সঙ্গে তাদের মানসিক বিকাশ, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং সুন্দর একটি সামাজিক পরিবেশ দেয়া, সেই জায়গাগুলোতে আমরা খুব বেশি নজর দেই না। যার ফলে তারা একাকীত্ব অনুভব করে এবং ডিপ্রেশনে চলে যায়। এর থেকে এরকম আত্মহত্যার প্রবণতা চলে আসতে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ এর জরিপ বলছে, প্রতি বছর বিশ্বে আনুমানিক ৭ লাখ ৩ হাজার মানুষ আত্মহত্যা করে। এরকম প্রতিটি আত্মহত্যার কারণে আরও ২০ জন আত্মহত্যার চেষ্টা করছে এবং অনেকে আত্মহত্যার গুরুতর চিন্তা রয়েছে। বহু মানুষ তীব্র কষ্টের মধ্যে থাকে। যার ফলে আত্মঘাতী আচরণ তাদেরকে গভীরভাবে প্রভাবিত করে।

সংস্থাটি বলছে, আত্মহত্যায় মৃত্যু জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ। এটি তাদের আশেপাশের লোকদের ওপর গভীর প্রভাব ফেলে। সচেতনতা বাড়ানোর মাধ্যমে এবং সুনির্দিষ্ট পদক্ষেপকে উৎসাহিত করতে হবে। তাহলে বিশ্বজুড়ে আত্মহত্যার ঘটনা কমানো সম্ভব।

The post মানসিক স্বাস্থ্যের অবনতি, বেড়েছে আত্মহত্যা first appeared on UK BANGLA.

The post মানসিক স্বাস্থ্যের অবনতি, বেড়েছে আত্মহত্যা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/10/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf/feed/ 0
নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মহত্যা করলেন মন্ত্রী https://ukbangla.live/2022/05/28/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%25b2%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25ad%25e0%25a6%25bf https://ukbangla.live/2022/05/28/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/#respond Sat, 28 May 2022 05:27:14 +0000 https://ukbangla.live/?p=10107 তার বিরুদ্ধে নিজ নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তারই পুত্রবধূ। সেই অভিযোগ মেনে নিতে পারেননি ভারতের উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র বহুগুণা। পুলিশকে ডেকে বুকে গুলি করে আত্মহত্যা করলেন তিনি। নাতনির শ্লীলতাহানির অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন তার পুত্রবধূ। তার ঠিক তিনদিন পর আত্মহত্যা করলেন রাজেন্দ্র। খবর এনডিটিভির। খবরে বলা হয়, সাবেক এ মন্ত্রীর […]

The post নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মহত্যা করলেন মন্ত্রী first appeared on UK BANGLA.

The post নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মহত্যা করলেন মন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
তার বিরুদ্ধে নিজ নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন তারই পুত্রবধূ। সেই অভিযোগ মেনে নিতে পারেননি ভারতের উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র বহুগুণা। পুলিশকে ডেকে বুকে গুলি করে আত্মহত্যা করলেন তিনি।

নাতনির শ্লীলতাহানির অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন তার পুত্রবধূ। তার ঠিক তিনদিন পর আত্মহত্যা করলেন রাজেন্দ্র। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, সাবেক এ মন্ত্রীর বাড়ি থেকে পুলিশের জরুরি নম্বর ১১২-এ ফোন করে তাঁর আত্মহত্যার পরিকল্পনার কথা জানানো হয়। পুলিশ আসার পর আতঙ্কিত প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের সামনে তিনি বাড়ির পানির ট্যাংকের ওপর দাঁড়িয়ে আত্মহত্যা করেন।

সিনিয়র পুলিশ অফিসার পঙ্কজ ভাট বলেন, ‘পুত্রবধূর করা অভিযোগে রাজেন্দ্র বহুগুনা খুবই মর্মাহত হয়েছিলেন। পুলিশ এসে দেখে রাজেন্দ্র ট্যাংকের ওপর দাঁড়িয়ে নিজেকে গুলি করার হুমকি দিচ্ছেন।’

পুলিশ লাউডস্পিকার ব্যবহার করে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তিনি বারবার বলতে থাকেন যে, তাঁকে মিথ্যা অভিযুক্ত করা হয়েছে। একপর্যায়ে মনে হলো তিনি নিচে নেমে আসবেন। কিন্তু তখনই হঠাৎ বুকে গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, জানান পুলিশ অফিসার।

রাজেন্দ্র বহুগুনাকে তাঁর পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে ‘যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা’ আইনে অভিযুক্ত করা হয়েছিল।

পুত্রবধূ, তাঁর (পুত্রবধূর) বাবা ও এক প্রতিবেশীর প্ররোচণায় তাঁর বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন রাজেন্দ্র বহুগনার ছেলে অজয় বহুগুনা।

The post নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মহত্যা করলেন মন্ত্রী first appeared on UK BANGLA.

The post নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মহত্যা করলেন মন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/28/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/feed/ 0
চেয়ারম্যানের শিশু পুত্রকে খুনের পর আত্মহত্যা করল ঘাতক https://ukbangla.live/2022/05/19/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%2581-%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/05/19/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#respond Thu, 19 May 2022 03:35:08 +0000 https://ukbangla.live/?p=9620 ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসানকে (৯) কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক এরশাদ মোল্লা (৩৫) আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদরপুর টিঅ্যান্ডটি টাওয়ার থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে পাশের ভাঙ্গার নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজার এলাকায় গণপিটুনিতে আহত হন এরশাদের […]

The post চেয়ারম্যানের শিশু পুত্রকে খুনের পর আত্মহত্যা করল ঘাতক first appeared on UK BANGLA.

The post চেয়ারম্যানের শিশু পুত্রকে খুনের পর আত্মহত্যা করল ঘাতক appeared first on UK BANGLA.

]]>
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসানকে (৯) কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক এরশাদ মোল্লা (৩৫) আত্মহত্যা করেছেন।

বুধবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদরপুর টিঅ্যান্ডটি টাওয়ার থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে পাশের ভাঙ্গার নাছিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজার এলাকায় গণপিটুনিতে আহত হন এরশাদের ভাই ইমরান মোল্লা (২৯)। পুলিশ তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এরশাদ ও ইমরান সদরপুরের ঢেউখালী ইউনিয়নের মোল্লা বাড়ির সানু মোল্লার ছেলে। এরশাদ দুই সন্তানের বাবা। তার স্ত্রীর নাম রাহিমুন।

এরও আগে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে তার শিশুপুত্র রাফসানকে হত্যা করেন এরশাদ। এ ঘটনায় মারাত্মক আহত হন রাফসানের মা দিলজাহান রত্না (৩৫)। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাফসানকে হত্যা ও তার মা রত্নাকে জখম করে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযুক্ত এরশাদ মোল্যা সদরপুরে টিঅ্যান্ডটি টাওয়ারে চড়ে বসেন। এসময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে লাফ না দিতে অনুরোধ করেন। তারা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকেও জানান। তবে পুলিশ আসার আগেই সন্ধ্যা সোয়া ৭টার দিকে এরশাদ মোল্যা টাওয়ার থেকে লাফ দেন। এতে নিচে পড়ে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরপুরের আটরশি এলাকায় টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এরশাদ মোল্লা। এর আগে ৭টার দিকে পাশের ভাঙ্গার বালিয়াহাটি বাজার এলাকায় গণপিটুনির শিকার হয়ে আহত হন এরশাদের ভাই ইমরান মোল্লা। পুলিশ তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

The post চেয়ারম্যানের শিশু পুত্রকে খুনের পর আত্মহত্যা করল ঘাতক first appeared on UK BANGLA.

The post চেয়ারম্যানের শিশু পুত্রকে খুনের পর আত্মহত্যা করল ঘাতক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/05/19/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
লন্ডনে শিশু সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা https://ukbangla.live/2022/04/07/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b2%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a1%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%2581-%25e0%25a6%25b8%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b0 https://ukbangla.live/2022/04/07/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/#respond Thu, 07 Apr 2022 06:04:35 +0000 https://ukbangla.live/?p=6687 লন্ডনে দুই বছরের মেয়েকে মেরে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২০ সালের ১৪ ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। যার তদন্ত রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে ওয়েস্ট লন্ডন কোর্ট। মেট্রো পলিটন পুলিশের তদন্ত রিপোর্টে দেখা যায়, আত্মহত্যা করা মা সোয়ানজি বেগোয়ান ২০১৭ সালেও একবার আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময় […]

The post লন্ডনে শিশু সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা first appeared on UK BANGLA.

The post লন্ডনে শিশু সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা appeared first on UK BANGLA.

]]>
লন্ডনে দুই বছরের মেয়েকে মেরে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি।

২০২০ সালের ১৪ ডিসেম্বর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। যার তদন্ত রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছে ওয়েস্ট লন্ডন কোর্ট।

মেট্রো পলিটন পুলিশের তদন্ত রিপোর্টে দেখা যায়, আত্মহত্যা করা মা সোয়ানজি বেগোয়ান ২০১৭ সালেও একবার আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময় তিনি বেঁচে গেলেও এবার সেই একই ঔষধ খেয়ে প্রাণ হারায় সোয়ানজি।

সোয়ানজি ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল এনএইচএসের এনেস্থেসিয়ার এসিস্টেন্ট হিসেবে কাজ করতেন। তাকে নিজ ঘরের মধ্য থেকে ২০২০ সালের ১৪ ডিসেম্বর মেয়ে জিয়ানাসহ মৃত উদ্ধার করা হয়।

তদন্তে আরও জানা যায়, আত্মহত্যার আগে সোয়ানজি হাসপাতাল থেকে কিছু মেডিসিন চুরি করে। ঠিক একই ধরনের মেডিসিন সে ২০১৭ সালেও চুরি করেছিলো। ২০১৭ সালের ঘটনার পর তদন্ত ও চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দুই বছর পর ২০২০ সালের জুলাই মাসে আবারও কাজে ফেরে সোয়ানজি।

মৃত্যুর আগে সোয়ানজি এক সুইসাইড নোটও লিখে যান। যেখানে তিনি তার মাকে কষ্ট দেওয়ার জণ্য দু:খ প্রকাশ করেন। সে তার মেয়েকেও তার সাথে নিয়ে যাচ্ছেন বলে মাকে জানান। স্বার্থ পরের মতো মেয়ে জিয়াকে তার মায়ের কাছে রেখে যাচ্ছেন না বলেও চিঠিতে উল্লেখ করেন। একই সাথে তিনি তার মাকে আরও লিখেন, এতো দিন এতো কষ্ট দেওয়ার জন্য সরি। আমার ও আমার মেয়ের জন্য তুমি অনেক কিছু করেছো। তিনি তার বাবাকে অনেক মিস করছেন। স্বামীর অদায়িত্বপনাও আর মেনে নিতে পারছেন না তিনি বলেও চিঠিতে জানান।

কোর্টের পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালের ১১ ডিসেম্বর সকাল ৪টার দিকে সুয়ানজি ও জিয়ানা তাদের বাসা থেকে একই ধরনের কাপর পরা অবস্থায় সর্বশেষ দেখা যায়। এই সময় তিনি ওয়েস্ট মোরিল্যান্ড স্ট্রিট হাসপাতালে অল্প সময়ের জন্য যায়। আর এর তিন দিন পর তাদের মৃতদেহ উদ্ধার করে তাদের পরিবার।

তদন্তে বলা হচ্ছে, হাসপাতাল থেকে মেডিসিন চুরি করে এনে মা তার মেয়েকে খাইয়ে, পরবর্তীতে নিজে খেয়ে আত্মহত্যা করেন।

The post লন্ডনে শিশু সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা first appeared on UK BANGLA.

The post লন্ডনে শিশু সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/04/07/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
ব্যবসায়ী মহসিনের লাইভে আত্মহত্যা: ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের https://ukbangla.live/2022/02/03/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%86/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25ac%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a7%259f%25e0%25a7%2580-%25e0%25a6%25ae%25e0%25a6%25b9%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25ad%25e0%25a7%2587-%25e0%25a6%2586 https://ukbangla.live/2022/02/03/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%86/#respond Thu, 03 Feb 2022 07:56:13 +0000 https://ukbangla.live/?p=1162 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনার ভিডিও সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে রাজধানীর ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর […]

The post ব্যবসায়ী মহসিনের লাইভে আত্মহত্যা: ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের first appeared on UK BANGLA.

The post ব্যবসায়ী মহসিনের লাইভে আত্মহত্যা: ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের appeared first on UK BANGLA.

]]>
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনার ভিডিও সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

গতকাল বুধবার রাত ৯টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে রাজধানীর ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির মহসিন খানের নিজ বাসায়। ঘটনাস্থলে পিস্তলের লাইসেন্স এবং কাফনের কাপড়ও পেয়েছে পুলিশ। এ ঘটনার ভিডিও দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশ বলছে, ব্যবসায়িক লেনদেন নিয়ে খুবই হতাশাগ্রস্ত ছিলেন আবু মহসিন খান। যাঁদের কাছ থেকে টাকা পেতেন, তারাই উলটা তাঁর নামে মামলা করেছে।

আবু মহসিন খানের বড় মেয়ে তিনা চলচ্চিত্র অভিনেতা রিয়াজের স্ত্রী; তাঁরা রাজধানীর বনানীতে থাকেন। নিহত ব্যবসায়ীর স্ত্রী ছোট ছেলে নিশানের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকেন। নিজ সন্তানদের প্রতি ফেসবুক লাইভে ক্ষোভের কথা জানালেও আত্মহত্যার ঠিক আগে তাদের প্রতি দিয়েছেন বাবা হিসেবে শেষ উপদেশ।

মহসিন খানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। রাত ৯টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।

সিআইডি ফরেনসিক ল্যাবের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার জানিয়েছেন, আবু মহসিন খান একাই ওই ফ্ল্যাটে থাকতেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলে টাইপ করা সুইসাইড নোটে লিখে গেছেন তিনি। এছাড়া দরজার সামনে লেখা ছিল ‘মামা দরজা খোলা হাতলের হ্যান্ডেল চাপ দিয়ে ভিতরে ঢুক’। সুইসাইড নোটগুলো ধানমন্ডি ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত বিষয়গুলো সিআইডির কাছে রয়েছে।

The post ব্যবসায়ী মহসিনের লাইভে আত্মহত্যা: ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের first appeared on UK BANGLA.

The post ব্যবসায়ী মহসিনের লাইভে আত্মহত্যা: ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%86/feed/ 0
‘দেনাদারেরাই উল্টা মহসিন খানের নামে মামলা করেছিলেন’ https://ukbangla.live/2022/02/03/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%2589%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25ae%25e0%25a6%25b9%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25a8 https://ukbangla.live/2022/02/03/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8/#respond Thu, 03 Feb 2022 05:20:41 +0000 https://ukbangla.live/?p=1134 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। এছাড়াও লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে রাজধানীর ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির মহসিন খানের […]

The post ‘দেনাদারেরাই উল্টা মহসিন খানের নামে মামলা করেছিলেন’ first appeared on UK BANGLA.

The post ‘দেনাদারেরাই উল্টা মহসিন খানের নামে মামলা করেছিলেন’ appeared first on UK BANGLA.

]]>
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। এছাড়াও লাশের সুরতহাল প্রতিবেদনের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে রাজধানীর ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির মহসিন খানের নিজ বাসায়। ঘটনাস্থলে পিস্তলের লাইসেন্স এবং কাফনের কাপড়ও পেয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ব্যবসায়িক লেনদেন নিয়ে খুবই হতাশাগ্রস্ত ছিলেন আবু মহসিন খান। যাঁদের কাছ থেকে টাকা পেতেন, তারাই উলটা তাঁর নামে মামলা করেছে।

আবু মহসিন খানের বড় মেয়ে তিনা চলচ্চিত্র অভিনেতা রিয়াজের স্ত্রী; তাঁরা রাজধানীর বনানীতে থাকেন। নিহত ব্যবসায়ীর স্ত্রী ছোট ছেলে নিশানের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকেন। নিজ সন্তানদের প্রতি ফেসবুক লাইভে ক্ষোভের কথা জানালেও আত্মহত্যার ঠিক আগে তাদের প্রতি দিয়েছেন বাবা হিসেবে শেষ উপদেশ।

এরই মধ্যে ঘটনাস্থলের বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ক্রাইম সিন ইউনিট।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের এসি আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘আমরা যে আলামত পেয়েছি, তাতে ব্যক্তিগত লাইসেন্স করা পিস্তল দিয়ে পূর্বপরিকল্পিতভাবে আত্মহত্যা করেছেন বলেই মনে হচ্ছে। ব্যবসায়িক কিছু লেনদেনে উনি খুব হতাশাগ্রস্ত ছিলেন। যাঁদের কাছ থেকে টাকা পেতেন, উনারা উলটা তাঁর নামে মামলা করেছেন বলে আমরা দেখেছি। এগুলো নিয়ে উনি আসলে ব্যক্তিগতভাবে খুব হতাশাগ্রস্ত ছিলেন।’

আত্মহত্যার আগে যা বলে গেলেন মহসিন খান
‘আমি মহসিন। ঢাকায় থাকি। আমার বয়স ৫৮ বছর। কোনো এক সময়ে আমি ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসারে আক্রান্ত। তাই, আমার ব্যবসা কিংবা কোনো কিছুই নেই। ভিডিও লাইভে আসার উদ্দেশ্য হলো—মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং আমার যে এক্সপেরিয়েন্স, সেটা শেয়ার করলে হয়তো সবাই জানতে পারবে, সবাই সাবধানতা অবলম্বন করবে।’

‘গত ৩০ তারিখ আমার খালা মারা যান। তাঁর একটি ছেলে আমেরিকায় থাকে। মা মারা গেল অথচ ছেলেটি আসল (এলো) না। এটা আমাকে অনেক দুঃখ দিয়েছে। কষ্ট লেগেছে।

‘আজকে আমার আরেকজন খালা মারা গিয়েছেন। তাঁরও একটি ছেলে আমেরিকায় ছিল। অবশ্য তাঁর তিনটা ছেলে ইঞ্জিনিয়ার। তিনজনই বর্তমানে বাংলাদেশে আছেন। তারা হয়তো দাফন–কাফনের কাজ সম্পন্ন করছে। সেদিক দিয়ে বলব, এ খালা অনেকটা লাকি।

‘আমার একটামাত্র ছেলে। সে অস্ট্রেলিয়াতে থাকে। আমার বাসায় আমি সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে খুব ভয় করছে। আমি যদি আমার বাসায় মরে পড়েও থাকি, আমার মনে হয় না যে এক সপ্তাহ কেউ জানতে পারবে, আমি মারা গেছি।

‘ছেলে–মেয়ে, স্ত্রী—যাদের জন্য যা–ই কিছু আমরা করি। আমরা সব কিছু করি সন্তান ও ফ্যামিলির জন্য। আপনি যদি একশ টাকা ইনকাম করেন, আয় করেন; তার টোয়েন্টি পারসেন্ট টাকাও আপনি নিজের জন্য ব্যয় করেন না। যদি টোয়েন্টি পারসেন্ট টাকা আপনি নিজের জন্য ব্যয় করেন, তাহলে ৮০ পারসেন্ট টাকা আপনার ফ্যামিলির জন্য ব্যয় হয়।

‘গত করোনা শুরুর আগে থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কী কষ্ট—যাঁরা একা থাকেন, তাঁরাই একমাত্র বলতে পারেন বা বোঝেন।

‘যাদের জন্য আমি বেশি করছি, প্রত্যেকটা লোকের কাছে আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল, নাম কামরুজ্জামান বাবু। আমি নিজে না খেয়ে তাকে খাইয়েছি। সে আমার ২৩ থেকে ২৫ লাখ টাকা মেরে দিয়েছে।’

মহসিন খান আরও বলেন, ‘পিতা-মাতা যা উপার্জন করে, তার সিংহভাগ সন্তানদের পেছনে খরচ করে। প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করেন। পরিবারকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিবার অনেক সময় বুঝতে চায় না। নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন, তাঁদের সঙ্গে হয়তো এটাই শেষ দেখা। সবাই ভালো থাকবেন।’

এরপর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন মহসিন।

The post ‘দেনাদারেরাই উল্টা মহসিন খানের নামে মামলা করেছিলেন’ first appeared on UK BANGLA.

The post ‘দেনাদারেরাই উল্টা মহসিন খানের নামে মামলা করেছিলেন’ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%89%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8/feed/ 0
মহসিন খানের ‘সুইসাইড নোট’, কি লেখা তাতে? https://ukbangla.live/2022/02/03/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%9f/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25b9%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a1-%25e0%25a6%25a8%25e0%25a7%258b%25e0%25a6%259f https://ukbangla.live/2022/02/03/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%9f/#respond Thu, 03 Feb 2022 03:26:29 +0000 https://ukbangla.live/?p=1113 সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করা আবু মহসিন খানের লাশের পাশে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ‘সুইসাইড নোটে’ তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ গতকাল বুধবার রাত ৯টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে রাজধানীর ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর […]

The post মহসিন খানের ‘সুইসাইড নোট’, কি লেখা তাতে? first appeared on UK BANGLA.

The post মহসিন খানের ‘সুইসাইড নোট’, কি লেখা তাতে? appeared first on UK BANGLA.

]]>
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করা আবু মহসিন খানের লাশের পাশে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ‘সুইসাইড নোটে’ তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

গতকাল বুধবার রাত ৯টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে রাজধানীর ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির মহসিন খানের নিজ বাসায়। ঘটনাস্থলে পিস্তলের লাইসেন্স এবং কাফনের কাপড়ও পেয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আবু মহসিন খান পেশায় ব্যবসায়ী এবং চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। গতকাল রাতে তাঁর আত্মহত্যার ভিডিও খুব দ্রুত ফেসবুকে ভাইরাল হয়। খবর পেয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

আত্মহত্যার আগে যা বলে গেলেন মহসিন খান
‘আমি মহসিন। ঢাকায় থাকি। আমার বয়স ৫৮ বছর। কোনো এক সময়ে আমি ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসারে আক্রান্ত। তাই, আমার ব্যবসা কিংবা কোনো কিছুই নেই। ভিডিও লাইভে আসার উদ্দেশ্য হলো—মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং আমার যে এক্সপেরিয়েন্স, সেটা শেয়ার করলে হয়তো সবাই জানতে পারবে, সবাই সাবধানতা অবলম্বন করবে।’

‘গত ৩০ তারিখ আমার খালা মারা যান। তাঁর একটি ছেলে আমেরিকায় থাকে। মা মারা গেল অথচ ছেলেটি আসল (এলো) না। এটা আমাকে অনেক দুঃখ দিয়েছে। কষ্ট লেগেছে।

‘আজকে আমার আরেকজন খালা মারা গিয়েছেন। তাঁরও একটি ছেলে আমেরিকায় ছিল। অবশ্য তাঁর তিনটা ছেলে ইঞ্জিনিয়ার। তিনজনই বর্তমানে বাংলাদেশে আছেন। তারা হয়তো দাফন–কাফনের কাজ সম্পন্ন করছে। সেদিক দিয়ে বলব, এ খালা অনেকটা লাকি।

‘আমার একটামাত্র ছেলে। সে অস্ট্রেলিয়াতে থাকে। আমার বাসায় আমি সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে খুব ভয় করছে। আমি যদি আমার বাসায় মরে পড়েও থাকি, আমার মনে হয় না যে এক সপ্তাহ কেউ জানতে পারবে, আমি মারা গেছি।

‘ছেলে–মেয়ে, স্ত্রী—যাদের জন্য যা–ই কিছু আমরা করি। আমরা সব কিছু করি সন্তান ও ফ্যামিলির জন্য। আপনি যদি একশ টাকা ইনকাম করেন, আয় করেন; তার টোয়েন্টি পারসেন্ট টাকাও আপনি নিজের জন্য ব্যয় করেন না। যদি টোয়েন্টি পারসেন্ট টাকা আপনি নিজের জন্য ব্যয় করেন, তাহলে ৮০ পারসেন্ট টাকা আপনার ফ্যামিলির জন্য ব্যয় হয়।

‘গত করোনা শুরুর আগে থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কী কষ্ট—যাঁরা একা থাকেন, তাঁরাই একমাত্র বলতে পারেন বা বোঝেন।

‘যাদের জন্য আমি বেশি করছি, প্রত্যেকটা লোকের কাছে আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল, নাম কামরুজ্জামান বাবু। আমি নিজে না খেয়ে তাকে খাইয়েছি। সে আমার ২৩ থেকে ২৫ লাখ টাকা মেরে দিয়েছে।’

মহসিন খান আরও বলেন, ‘পিতা-মাতা যা উপার্জন করে, তার সিংহভাগ সন্তানদের পেছনে খরচ করে। প্রকৃত বাবারা না খেয়েও সন্তানদের খাওয়ানোর চেষ্টা করেন। পরিবারকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিবার অনেক সময় বুঝতে চায় না। নিজেকে আর মানিয়ে নিতে পারলাম না। যারা দেখছেন, তাঁদের সঙ্গে হয়তো এটাই শেষ দেখা। সবাই ভালো থাকবেন।’

এরপর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন মহসিন।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘তাঁর (মহসিন) স্ত্রী ও ছেলে অস্ট্রেলিয়া থাকেন। ধানমণ্ডির বাসায় তিনি একা থাকতেন (যা মহসিন নিজেও লাইভে বলেছেন)। তিনি কয়েক বছর আগে ক্যানসারে আক্রান্ত হন। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য নিয়ে অনেক লোকসানের মুখে পড়েন। এ সব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।’

The post মহসিন খানের ‘সুইসাইড নোট’, কি লেখা তাতে? first appeared on UK BANGLA.

The post মহসিন খানের ‘সুইসাইড নোট’, কি লেখা তাতে? appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/02/03/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%9f/feed/ 0