যুক্তরাজ্য - UK BANGLA News Site Tue, 29 Nov 2022 05:24:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.2 https://ukbangla.live/wp-content/uploads/2022/02/cropped-uk-Bangla-32x32.png যুক্তরাজ্য - UK BANGLA 32 32 বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a7-%25e0%25a6%25b9%25e0%25a6%2593%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259d%25e0%25a7%2581%25e0%25a6%2581%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a7%25af-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259c https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/#respond Tue, 29 Nov 2022 05:12:51 +0000 https://ukbangla.live/?p=18263 জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারি হাউস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ব্রিটেনের প্রতিদিন একটি করে কারী হাউজ বন্ধ হবে। আর এর প্রধান কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এনার্জি বিল। এছাড়াও স্টাফ সমস্যা তো রয়েছেই। যুক্তরাজ্যের ৯ হাজার রেস্তোরাঁ অর্থনীতিতে £3.6 বিলিয়ন মূল্যের অবদান রাখে। কিন্তু বর্তমানে রেস্টুরেন্টগুলো চালাতে হিমশিম খাচ্ছেন […]

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ first appeared on UK BANGLA.

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ appeared first on UK BANGLA.

]]>
জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারি হাউস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ব্রিটেনের প্রতিদিন একটি করে কারী হাউজ বন্ধ হবে।

আর এর প্রধান কারণ হচ্ছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এনার্জি বিল। এছাড়াও স্টাফ সমস্যা তো রয়েছেই।

যুক্তরাজ্যের ৯ হাজার রেস্তোরাঁ অর্থনীতিতে £3.6 বিলিয়ন মূল্যের অবদান রাখে। কিন্তু বর্তমানে রেস্টুরেন্টগুলো চালাতে হিমশিম খাচ্ছেন মালিকেরা। এ পর্যন্ত প্রায় ৩০ ভাগ বেশী পণ্যের দাম বেড়েছে যদিও বাড়েনি কাস্টমার বা ব্যবসা। বর্তমান এনার্জির যে দাম বেড়েছে তা পরিমাণে ৩ গুণ।

মূলধারার পত্রিকা দা মিরর রিপোর্ট করেছে যে ২০০৭ সাল থেকে চারটি কারি রেস্তোরাঁর মধ্যে একটি বন্ধ হয়ে গেছে এবং বাকিরা লড়াই করে চলছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন নূন্যতম একটি করে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে।

পণ্যের দাম বাড়লেও মেন্যূতে দাম বাড়ালে কাস্টমার অভিযোগ করছে। বর্তমানে পেঁয়াজের দাম দ্বিগুণ- গত দশ বছরে প্রতি ব্যাগের দাম ৭ পাউন্ড থেকে ১৪ পাউন্ডে যাচ্ছে, যখন রান্নার তেল ২০১২ সালে ২০ লিটারের জন্য ১৯ পাউন্ড বর্তমানে বেড়ে ৩৩ পাউন্ডে পৌঁছেছে। আর তাই অনেকেই মেন্যু প্রাইসিংয়ের দিকে কোন নজর না দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। মুনাফা চোখে না দেখে লস দিয়েই বন্ধ করে দিচ্ছেন প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানটি।

তাছাড়া স্টাফ সংকটের কারণেও অনেকেই ব্যবসা পরিচালনা করতে পারছেন না। ভিসার উপর কঠোর বিধিনিষেধের কারণে বাইরে থেকে প্রতিভাবান শেফ নিয়ে আসতে সংগ্রাম করতে হচ্ছে।

ইউকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জীবনযাত্রার মান এবং ব্যয় করার ক্ষমতার সবচেয়ে বড় পতনের সম্মুখীন হচ্ছে, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এরপরেও আশানুরূপ কোন সাড়া পাচ্ছেন না তারা।

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ first appeared on UK BANGLA.

The post বন্ধ হওয়ার ঝুঁকিতে ৯ হাজার কারী হাউজ appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/29/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c/feed/ 0
যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7 https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/#respond Mon, 28 Nov 2022 05:18:11 +0000 https://ukbangla.live/?p=18227 ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই। ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করে দিতে […]

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
ইউরোপের দেশ যুক্তরাজ্যের শিক্ষার মান বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। অক্সফোর্ড, কেমব্রিজসহ আরও অনেক প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এই দেশেই।

ফলে উচ্চ শিক্ষা নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেতে চান শিক্ষার্থীরা। তবে যুক্তরাজ্যে সবার উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন আর পূরণ নাও হতে পারে। কারণ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করে দিতে চান। শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মূলত যুক্তরাজ্যে নেট অভিবাসীর সংখ্যা সাধারণের তুলনায় বেড়ে যাওয়ায় এমন পরিকল্পনা করছেন নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিবাসন ঠেকাতে ঋষি সব উপায় ভেবে দেখবেন। এরমধ্যে থাকবে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ সীমিত করে দেওয়ার বিষয়টিও।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘লো কোয়ালিটি’ ডিগ্রি নিতে যারা যুক্তরাজ্যে আসতে চায় তাদেরই আটকানোর পরিকল্পনা করছেন ঋষি সুনাক। তবে লো কোয়ালিটি ডিগ্রি আসলে কি সেটি পরিষ্কার করেননি এই মুখপাত্র।

গত সপ্তাহে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে দেশটিতে নেট অভিবাসীর সংখ্যা অত্যাধিক বেড়েছে। ২০২১ সালে নেট অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার। সেটি এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজারে। মানে এ বছর এ সংখ্যা বেড়েছে ৩ লাখ ৩১ হাজার।

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি যান ভারতীয় শিক্ষার্থীরা। চীনকে টপকে এ বছরই ভারত থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা পেয়েছেন। নেট অভিবাসীর সংখ্যা বৃদ্ধির কারণ তারাই। যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যদি এমনটি করা হয় তাহলে অনেক বিশ্ববিদ্যালয় ঝামেলায় পড়বে। কারণ ব্রিটিশ শিক্ষার্থীদের কাছ থেকে কম ফিস নিতে হয় তাদের। এতে করে অর্থের যে ঘাটতি তৈরি হয় সেটি বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পূরণ করা হয়। বিবিসি প্রতিবেদনে আরও জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশে লাগাম টেনে ধরা হলে কিছু বিশ্ববিদ্যালয় দেউলিয়া হয়ে যেতে পারে।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান অভিযোগ করেছিলেন, যুক্তরাজ্যে অনেক ভারতীয় পড়াশোনা করতে এসে বেশি সময় অবস্থান করে। এ নিয়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ কমাতে চান ঋষি সুনাক appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/28/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/feed/ 0
রাশিয়া থেকে লুকিয়ে তেল কিনছে যুক্তরাজ্য! https://ukbangla.live/2022/11/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b2%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b2 https://ukbangla.live/2022/11/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2/#respond Tue, 22 Nov 2022 07:05:47 +0000 https://ukbangla.live/?p=18060 ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়ার ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। কিন্তু নিজেদের আরোপিত নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে লুকিয়ে ঠিকই রাশিয়া থেকে তেল আমদানি করছে দেশটি। ট্যাঙ্কার ট্র্যাফিক ডেটা এবং ট্রেড স্ট্যাটিস্টিকসের সূত্রে ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে কমপক্ষে ৩৯টি তেলের চালান রাশিয়া থেকে কিনেছে যুক্তরাজ্য। তবে এসব চালানের নথিপত্র বলছে, এগুলো […]

The post রাশিয়া থেকে লুকিয়ে তেল কিনছে যুক্তরাজ্য! first appeared on UK BANGLA.

The post রাশিয়া থেকে লুকিয়ে তেল কিনছে যুক্তরাজ্য! appeared first on UK BANGLA.

]]>
ইউক্রেন সংঘাতের জেরে রাশিয়ার ওপর কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। কিন্তু নিজেদের আরোপিত নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে লুকিয়ে ঠিকই রাশিয়া থেকে তেল আমদানি করছে দেশটি। ট্যাঙ্কার ট্র্যাফিক ডেটা এবং ট্রেড স্ট্যাটিস্টিকসের সূত্রে ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে কমপক্ষে ৩৯টি তেলের চালান রাশিয়া থেকে কিনেছে যুক্তরাজ্য। তবে এসব চালানের নথিপত্র বলছে, এগুলো রাশিয়া নয়, অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়েছে।

রাশিয়ার তেলের চালানগুলো যুক্তরাজ্যের নামে নিবন্ধিত নয়। তবে তা জাহাজে থেকে জাহাজে স্থানান্তিত হয়ে যুক্তরাজ্যের বন্দরে পৌঁছে যাচ্ছে। মূলত যখন বড় ট্যাঙ্কারগুলো তার আকারের কারণে বন্দরে ভিড়তে পারে না, তখন সেসব ট্যাঙ্কারের পণ্যগুলো ছোট ছোট জাহাজে করে বন্দরে সরবরাহ করা হয়। আর এ পদ্ধতি সদ্ব্যব্যবহার করেই রাশিয়া থেকে লুকিয়ে লুকিয়ে জ্বালানি তেল কিনছে যুক্তরাজ্য। এভাবে প্রায় ২৩৬ মিলিয়ন ডলার মূল্যের রাশিয়ান তেলের চালান যুক্তরাজ্যে সরবরাহ করা হয়েছে।

সানডে টাইমসের অনুসন্ধান বলছে, এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে শিপিং কোম্পানিগুলো তাদের পণ্যের চালানের প্রকৃত উৎস লুকাতে পারে। এ উপায়ে তারা প্রকৃত উৎস নিবন্ধনে উল্লেখ না করে যে দেশটি চালানটি ডিসপ্যাচ করেছে তার নাম উল্লেখ করে। যেমন- যদি একটি জার্মান সংস্থার মাধ্যমে রাশিয়ার তৈরি করা কোনো পণ্য যুক্তরাজ্যের বন্দরে আসে, তাহলে তা রাশিয়ার নামে নিবন্ধিত না করে জার্মানির নামে নিবন্ধন করা হয়।

দ্য সানডে টাইমস দাবি করছে যে তারা কয়েক ডজন রাশিয়ান তেলের চালান ট্র্যাক করতে পেরেছে যেগুলো গত মার্চ থেকে যুক্তরাজ্যের বন্দরে পৌঁছেছে। তবে নথিপত্র বলছে ভিন্ন কথা। নথিপত্র মোতাবেক সেসব চালান জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ফ্রান্স এবং অন্যান্য দেশ থেকে এসেছে। এর মধ্যে আবার অন্তত ১৩টি চালান জুন ও জুলাই মাসে এসেছে।

এদিকে ইউকে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) তেল আমদানির সরকারি পরিসংখ্যান বলছে, এ মাসগুলোয় রাশিয়া থেকে কোনো তেল ক্রয় করেনি যুক্তরাজ্য। মেরিটাইম বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পর থেকেই জাহাজ থেকে জাহাজে স্থানান্তর করে তেল কেনার পদ্ধতি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।শিপিং জার্নাল লয়েডস লিস্টের এনার্জি এবং শিপিং বিশ্লেষক মিশেল উইজ বকম্যান বলেন, ‘শিপ টু শিপ বা জাহাজ থেকে জাহাজে স্থানান্তর পদ্ধতি চালানের গন্তব্য এবং পণ্যের উৎস লুকিয়ে রাখার বা ধোঁয়াশা করার জন্য সত্যিই একটি দরকারি পদ্ধতি হয়ে উঠেছে। এটি প্রথমে ইরানিরা শুরু করেছিল। পরে ভেনিজুয়েলা এটিকে নিঁখুত করেছিল। তারপরে রাশিয়া এটি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে।’

রিফিনিটিভের শিপ টু শিপ স্থানান্তর নিরীক্ষা বলছে, মার্চ মাস থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত এমন প্রায় ২৬৭টি চালান বিশ্বজুড়ে সরবরাহ করা হয়েছে। এদিকে সমুদ্র পথে রাশিয়া থেকে তেল আমদানির ওপরে যুক্তরাজ্যের একটি নিষেধাজ্ঞা আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে মেরিটাইম বিশেষজ্ঞদের মতে, প্রকৃতপক্ষে যুক্তরাজ্যের পক্ষে রাশিয়ার তেলের সরবরাহ আসা বন্ধ করা কঠিন হবে। এসব পদ্ধতি ব্যবহার করে তেল দেশটিতে আসবেই। এমনকি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও এমন লুকিয়ে তেল কেনা অব্যাহত থাকবে।

The post রাশিয়া থেকে লুকিয়ে তেল কিনছে যুক্তরাজ্য! first appeared on UK BANGLA.

The post রাশিয়া থেকে লুকিয়ে তেল কিনছে যুক্তরাজ্য! appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2/feed/ 0
যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত https://ukbangla.live/2022/11/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a7%2587 https://ukbangla.live/2022/11/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87/#respond Fri, 18 Nov 2022 05:53:11 +0000 https://ukbangla.live/?p=17916 অর্থনীতির মাপকাঠিতে বিশ্বের শীর্ষ পঞ্চম অবস্থানে থাকা ব্রিটেন এখন নিজেরাই জর্জরিত আর্থিক সংকটে। ঘনঘন সরকারপ্রধান পরিবর্তনে অর্থসূচক যেন আরও ধাবিত হচ্ছে মন্দার দিকে। চলমান মারাত্মক সংকটের এই সময়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নতুন বাজেট পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। এতে ব্রিটিশদের কর বাড়ানো ও ব্যয়ভার কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্রিটেনে চলমান আর্থিক সংকট […]

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত appeared first on UK BANGLA.

]]>
অর্থনীতির মাপকাঠিতে বিশ্বের শীর্ষ পঞ্চম অবস্থানে থাকা ব্রিটেন এখন নিজেরাই জর্জরিত আর্থিক সংকটে। ঘনঘন সরকারপ্রধান পরিবর্তনে অর্থসূচক যেন আরও ধাবিত হচ্ছে মন্দার দিকে। চলমান মারাত্মক সংকটের এই সময়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নতুন বাজেট পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। এতে ব্রিটিশদের কর বাড়ানো ও ব্যয়ভার কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

ব্রিটেনে চলমান আর্থিক সংকট নিজেরাই মোকাবিলা করতে সক্ষম ব্রিটিশরা–দেশটির অর্থমন্ত্রী জেরেমি হান্ট সেটাই এবার দেখাতে চান দেশবাসীকে। আর তাই বৃহস্পতিবার নতুন বাজেটের ঘোষণায় ব্রিটিশদের কর বাড়ানো ও ব্যয়ভার কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের বাজেট পরিকল্পনার কারণে দেশটিতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের কথাও জানিয়েছেন হান্ট।

অর্থমন্ত্রী হান্ট বলেন, সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের আমেল যুক্তরাজ্যের আর্থিক খাতের ওপর যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে এটা প্রয়োজন ছিল।

হান্ট আরও বলেন, ‘পেনশনভোগী, ব্যবসায়ী, শিক্ষক, নার্স এবং আরও অনেকে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই আজ আমরা জীবনযাত্রার ব্যয়, সংকট মোকাবিলা এবং আমাদের অর্থনীতি পুনর্গঠনের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করছি। আমাদের অগ্রাধিকার হলো স্থিতিশীলতা, আয় বাড়ানো ও জনসেবা। আমরা দুর্বলদেরও রক্ষা করি। কারণ, ব্রিটিশ হওয়া মানেই সহানুভূতিশীল হওয়া। এটি একটি সহানুভূতিশীল রক্ষণশীল সরকার।’

বাজটে আগামী বছর রাজস্ব থেকে ১ হাজার ৪০০ কোটি পাউন্ড আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন বাজেটে আয়কর প্রদানের ক্ষেত্রে স্তর বিন্যাস করা হয়েছে এবং উচ্চ করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা কমিয়ে আনা হয়েছে। ফলে আরও বেশি মানুষকে এখন উচ্চহারে কর দিতে হবে।

ব্রেক্সিট ইস্যু নিয়ে ব্রিটেন চরম আর্থিক সংকটে পড়বে–এমন ধারণা আগেই করা হয়েছিল। এরপর টানা দু-বছর করোনা মহামারির প্রকোপের পর বিশ্ব অর্থনীতি যখন সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তখনই ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বিশ্বমন্দা পরিস্থিতি সৃষ্টি করেছে। এর প্রভাবে অনেকটাই বেসামাল ব্রিটেন।

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত first appeared on UK BANGLA.

The post যুক্তরাজ্যে হান্টের বাজেট ঘোষণা: কর ও ব্যয়ভার নিয়ে সিদ্ধান্ত appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/18/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87/feed/ 0
মন্দা অনিবার্য, রাশিয়াকে দুষছে যুক্তরাজ্য https://ukbangla.live/2022/11/15/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a6%25e0%25a6%25be-%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/11/15/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95/#respond Tue, 15 Nov 2022 03:02:37 +0000 https://ukbangla.live/?p=17808 মন্দার ঝুঁকির মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাজ্যের অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। চলমান মূল্যস্ফীতির মধ্যে দেশটিতে মন্দা এখন অনিবার্য বলে মনে করেন ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। আর এর জন্য রাশিয়াকে দায়ী করছেন তিনি। সম্প্রতি সানডে টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট দাবি করেন, ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতিতে পড়েছে। […]

The post মন্দা অনিবার্য, রাশিয়াকে দুষছে যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post মন্দা অনিবার্য, রাশিয়াকে দুষছে যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
মন্দার ঝুঁকির মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাজ্যের অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। চলমান মূল্যস্ফীতির মধ্যে দেশটিতে মন্দা এখন অনিবার্য বলে মনে করেন ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট। আর এর জন্য রাশিয়াকে দায়ী করছেন তিনি। সম্প্রতি সানডে টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট দাবি করেন, ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব যুক্তরাজ্যের অর্থনীতিতে পড়েছে। এতে দেশটির অর্থনীতিতে মন্দার আশঙ্কা আরও প্রকট হচ্ছে।

হান্ট বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা নেই। পুতিনের ইউক্রেন আক্রমণ যার প্রধান কারণ। এটি একটি ‘মেইড ইন রাশিয়া মন্দা’। প্রবৃদ্ধির দিকে আমাদের প্রথম পদক্ষেপ হবে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। চলমান মূল্যস্ফীতির কারণে দেশটির অর্থনীতি আরও ছোট হয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মন্দা অনিবার্য বলে বিশ্বাস করেন হান্ট।

টানা দুই প্রান্তিকে জিডিপি কমলে তাকে ঐতিহ্যগতভাবে মন্দা হিসেবে অবহিত করা হয়। যুক্তরাজ্য দুই বছরের জন্য মন্দায় আটকে যেতে পারে- এমন আশঙ্কার কথা গত সপ্তাহেই জানিয়েছিল ব্যাংক অব ইংল্যান্ড।

হান্ট বলেন, আমি যা করতে পারি তা হলো, ব্যাংক অব ইংল্যান্ডকে মূল্যস্ফীতি কমাতে সাহায্য করতে পারি। কারণ অস্থিতিশীল অর্থনীতির কারণে ব্যবসায় বিনিযোগ করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আর পরিবারগুলোকে যে কোনো ধরনের খরচ করার আগে ভাবতে হচ্ছে যে এটি বুদ্ধিমানের কাজ হবে কি-না। এখন আমরা মন্দার মধ্যে আছি কি-না, তা আসল প্রশ্ন নয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা মন্দাকে ক্ষণস্থায়ী ও অগভীর করতে কী করতে পারি।

জেরেমি হান্ট আগামী সপ্তাহে অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম আর্থিক বিবৃতি দেবেন। যেখানে তিনি যুক্তরাজ্যের অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্দেশে বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করবেন।

বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের জন্য রাশিয়াকে দায়ী করার ক্ষেত্রে হান্টই প্রথম নন। ওয়াশিংটনের এরূপ বিবৃতির প্রসঙ্গে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, নিজেদের ভুলগুলোর দোষ রাশিয়ার ওপর দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়া-ইউক্রেন সংঘাতকে একটি ‘লাইফলাইন’ হিসেবে ব্যবহার করছে। কিন্তু এর সঙ্গে মস্কোর কোনো সম্পর্ক নেই।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর অভূতপূর্ব সংখ্যক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে তেল ও গ্যাসের বিধিনিষেধের ফলে জ্বালানির দাম লাফিয়ে বাড়তে থাকে। যার ফলে বাড়তে থাকে মূল্যস্ফীতি।

The post মন্দা অনিবার্য, রাশিয়াকে দুষছে যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post মন্দা অনিবার্য, রাশিয়াকে দুষছে যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/15/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%95/feed/ 0
ছোট নৌকায় চেপে যুক্তরাজ্যে ঢুকেছে ৪০ হাজারের বেশি https://ukbangla.live/2022/11/14/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259b%25e0%25a7%258b%25e0%25a6%259f-%25e0%25a6%25a8%25e0%25a7%258c%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25aa%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%259c https://ukbangla.live/2022/11/14/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c/#respond Mon, 14 Nov 2022 06:15:18 +0000 https://ukbangla.live/?p=17764 ছোট ছোট নৌকায় চেপে ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করা সাগর ইংলিশ চ্যানেল দিয়ে চলতি বছর যুক্তরাজ্যে প্রবেশ করেছে ৪০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২০ সালে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার শরণার্থীর সংখ্যা ছিল ৮ হাজারের কিছু বেশি। তারপরের বছর ২০২১ সালে এই […]

The post ছোট নৌকায় চেপে যুক্তরাজ্যে ঢুকেছে ৪০ হাজারের বেশি first appeared on UK BANGLA.

The post ছোট নৌকায় চেপে যুক্তরাজ্যে ঢুকেছে ৪০ হাজারের বেশি appeared first on UK BANGLA.

]]>
ছোট ছোট নৌকায় চেপে ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করা সাগর ইংলিশ চ্যানেল দিয়ে চলতি বছর যুক্তরাজ্যে প্রবেশ করেছে ৪০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২০ সালে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার শরণার্থীর সংখ্যা ছিল ৮ হাজারের কিছু বেশি। তারপরের বছর ২০২১ সালে এই সংখ্যা তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে পৌঁছায় ২৮ হাজার ৫২৬ জনে।

‘অর্থাৎ প্রতি বছরই দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে অনুপ্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা,’ বিবৃতিতে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউরোপ মহাদেশভূক্ত দেশ হলেও মহাদেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত নয় যুক্তরাজ্য। ইংলিশ চ্যানেল নামের ছোট ও সংকীর্ণ একটি সাগরইউরোপের মূল ভূখন্ডস্থিত দেশ ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে । এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার ও প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার।

বিশ্বের অন্যান্য সাগরের তুলনায় আকার-আয়তনে ছোট হলেও যাতায়াতের পথ হিসেবে বেশ বিপজ্জনক ইংলিশ চ্যানেল। ভৌগলিক কারণেই বছরের অধিকাংশ সময়ে ঝড়ো আবহাওয়া থাকে এ সাগরে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অবৈধভাবে প্রবেশকারী এই অভিবাসনপ্রত্যাশীদের সবাই এই বিপদসংকুল জলপথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং এক্ষেত্রে ইংলিশ চ্যানেলে ফ্রান্সের নৌবাহিনী ও কোস্টগার্ড বিভাগের টহল প্রায় সম্পূর্ণ ব্যর্থ।’

বিনা অনুমতিতে প্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীদের দক্ষিণ ইংল্যান্ডের কিছু আশ্রয়কেন্দ্র এবং হোটেলে ঠাঁই দেওয়া হয়েছে। নাগরিকত্বের জন্য আবেদন করতেও বলা হয়েছে; কিন্তু ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব অভিবাসনপ্রত্যাশীদের মাত্র ৪ শতাংশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

এদিকে, রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে— ১০ নম্বর ডাউনিং স্ট্রিট (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয়) অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ বন্ধের ব্যাপারটি বেশ গুরুত্ব দিচ্ছে। মিশরের উপকূলীয় শহর শারম আল শেখে চলমান জাতিসংঘের কপ ২৭ জলবায়ু সম্মেলনের অবসরে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে ইংলিশ চ্যানেলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও টহল বাড়াতে বৈঠক হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কোনো বিদেশী সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করলেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, অবৈধ অভিবাসী অনুপ্রবেশ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে দুই দেশের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানো প্রয়োজন বলে ঐকমত্যে পৌঁছেছেন দুই দেশের সরকারপ্রধান।

The post ছোট নৌকায় চেপে যুক্তরাজ্যে ঢুকেছে ৪০ হাজারের বেশি first appeared on UK BANGLA.

The post ছোট নৌকায় চেপে যুক্তরাজ্যে ঢুকেছে ৪০ হাজারের বেশি appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/14/%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c/feed/ 0
সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a6%25be https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/#respond Sat, 05 Nov 2022 08:02:46 +0000 https://ukbangla.live/?p=17473 সরকার সবার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই মুহূর্তে এমন আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্য বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সে বিষয়ে সত্য কথা বলে দেশবাসীর আস্থা অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেন, সরকার […]

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
সরকার সবার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই মুহূর্তে এমন আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্য বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সে বিষয়ে সত্য কথা বলে দেশবাসীর আস্থা অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ঋষি সুনাক বলেন, সরকার সবকিছু কীভাবে করে? অর্থ ধারের মাধ্যমে করে, যা শেষ পর্যন্ত, যেমনটি আমরা দেখেছি- উচ্চ মূল্যস্ফীতি, বিশ্বাসযোগ্যতা হারানো, সুদের হার বৃদ্ধির দিকে নিয়ে যায়। তাই আমি মনে করি, আপনারা কেন এই পর্যায়ে এসেছেন, সে বিষয়ে মানুষের সঙ্গে সৎ থাকতে হবে। এটিকেই অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, কোনো সরকারই সব সমস্যার সমাধান করতে পারে না। জীবন এত সহজ নয়।

এসময় যুক্তরাজ্য জুড়ে পরিবারগুলোর মাসিক খরচ বেড়ে যাওয়ার উদ্বেগের বিষয়েও কথা বলেন দেশটির প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্ধকী বিল নিয়ে মানুষের যে উদ্বেগ তৈরি হয়েছে, তা আমি পুরোপুরি স্বীকার করছি। এটি মানুষের সবচেয়ে বড় খরচগুলোর মধ্যে একটি। তাই এই সমস্যা নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধিকে সীমিত করার জন্য যা করা যায়, তা করছি।

ঋষি বলেন, মার্গারেট থ্যাচার (সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী) ঠিকই বলেছেন, মূল্যস্ফীতি হলো এক নম্বর শত্রু। যাদের আয় সবচেয়ে কম তাদের ওপর মূল্যস্ফীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমি এর লাগাম টেনে ধরতে চাই।

পূর্বসূরী লিজ ট্রাসের ক্ষণস্থায়ী শাসনামলে জনগণের মধ্যে যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল, তা জরুরি ভিত্তিতে পুনরুদ্ধার দরকার বলে মনে করেন ভারতীয় বংশোদ্ভূত এ নেতা।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারে অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। সেই সময়ে তার গৃহীত করোনাজনিত ক্ষতিপূরণ নীতির কথা উল্লেখ করে এ কনজারভেটিভ নেতা বলেন, প্রশ্ন যখন অর্থনীতি পরিচালনার, অতীত রেকর্ডের কারণেই তার ওপর জনগণ ভরসা করতে পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমি স্বীকার করি, গত কয়েক সপ্তাহ বা মাসে মানুষের বিশ্বাসের ক্ষতি হয়েছে। আমি বুঝতে পারি, বিশ্বাস দেওয়া যায় না, এটি অর্জন করতে হয়। এখন মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমার প্রধান কাজ।

তিনি বলেন, তারা বিশ্বাস করতে পারে, আমি এমন একজন, যে অর্থনীতি বোঝে। আমি এমন একজন, যার ওপর তারা আস্থা রাখা যায়, যে কঠিন অর্থনৈতিক সময়ের মধ্য দিয়ে আমাদের পরিচালনা করবে। এটি করার ক্ষেত্রে আমার অতীত রেকর্ড রয়েছে।

এসময় ইনকাম ট্যাক্স বা ভ্যাটের হার বাড়াতে কনজারভেটিভ পার্টির পূর্বপরিকল্পনার সঙ্গে থাকবেন কি না জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঋষি সুনাক। তিনি বলেন, আমি আর কোনো ট্যাক্স নীতি নিয়ে কথা বলবোই না।

কনজারভেটিভ পার্টির সবশেষ নেতৃত্ব নির্বাচনের আগে বরিস জনসনের সঙ্গে বৈঠকে যৌথভাবে কাজ করার প্রস্তাব বিবেচনা করেছিলেন কি না জানতে চাইলে ঋষি সুনাক বলেন, পার্লামেন্টে সহকর্মীদের কাছে আমার জোরালো সমর্থন ছিল এবং এই কাজটি (প্রধানমন্ত্রিত্ব) করার জন্য আমি নিজেকেই সেরা ব্যক্তি বলে মনে করি, সে সম্পর্কে তার (জনসনের) সঙ্গে স্পষ্ট ছিলাম।

সূত্র: ডেইল মেইল, রয়টার্স

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সরকার সবার সমস্যার সমাধান করতে পারবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/05/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be/feed/ 0
অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য https://ukbangla.live/2022/11/02/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25ac%25e0%25a7%2588%25e0%25a6%25a7-%25e0%25a6%2585%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2580%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a0%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2595 https://ukbangla.live/2022/11/02/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95/#respond Wed, 02 Nov 2022 06:50:29 +0000 https://ukbangla.live/?p=17357 অবৈধ অভিবাসীদের প্রবেশ রোধ করতে আরও কঠোর নীতি নেওয়া প্রয়োজন বলে মনে করছে ব্রিটেনের সরকার। দেশটির অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিক মঙ্গলবার বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকারে অভিবাসনমন্ত্রী বলেন, ‘অবৈধ অভিবাসীরা এভাবে জোয়ারের মতো আমাদের দেশে প্রবেশ করতে থাকবে, আর আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকব— তা হতে পারে না।’ ‘অবৈধ অভিবাসীরা যেন […]

The post অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
অবৈধ অভিবাসীদের প্রবেশ রোধ করতে আরও কঠোর নীতি নেওয়া প্রয়োজন বলে মনে করছে ব্রিটেনের সরকার। দেশটির অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিক মঙ্গলবার বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে অভিবাসনমন্ত্রী বলেন, ‘অবৈধ অভিবাসীরা এভাবে জোয়ারের মতো আমাদের দেশে প্রবেশ করতে থাকবে, আর আমরা চুপচাপ হাত গুটিয়ে বসে থাকব— তা হতে পারে না।’

‘অবৈধ অভিবাসীরা যেন যুক্তরাজ্যে প্রবেশের সাহস না পায় এবং যারা ইতোমধ্যে আমাদের দেশে ঢুকে পড়েছে, তাদেরকে ফেরত পাঠাতে আমাদের আরও কঠোর নীতি নেওয়া প্রয়োজন।’

ইউরোপ মহাদেশভূক্ত দেশ হলেও মহাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয় যুক্তরাজ্য। ইউরোপের মূল ভূখন্ডস্থিত দেশ ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল নামের ছোট ও সংকীর্ণ একটি সাগর। এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার ও প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার।

বিশ্বের অন্যান্য সাগরের তুলনায় আকার-আয়তনে ছোট হলেও যাতায়াতের পথ হিসেবে বেশ বিপজ্জনক ইংলিশ চ্যানেল। ভৌগলিক কারণেই বছরের অধিকাংশ সময়ে ঝড়ো আবহাওয়া থাকে এ সাগরে। কিন্তু এই সাগর দিয়েই প্রতিবছর ফ্রান্স থেকে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী পাড়ি জমান ব্রিটেনে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৪০ হাজার অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন।

এদিকে, যুক্তরাজ্যে এত বেশি সংখ্যক অবৈধ অভিবাসী প্রবেশে ক্ষিপ্ত হয়ে উঠছেন দেশটির অভিবাসনবিরোধী জনগোষ্ঠী। দু’দিন আগে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা কেন্টের উপকূলীয় শহর ডোভারে ম্যানস্টোন নামের অভিবাসী কেন্দ্রে বোমা হামলাও হয়েছে।

আবার ব্রিটেনের একাধিক মানবাধিকার কেন্দ্র অভিযোগ তুলেছে, অভিবাসী কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া লোকজন মানবেতর জীবনযাপন করছেন, তাদের খাদ্য ও ঘুমানোর জন্য প্রয়োজনীয় জায়গা ও শীতবস্ত্রও দিতে পারছে না কর্তৃপক্ষ।

বিবিসির সাক্ষাৎকারে এসব অভিযোগ স্বীকার করেছেন রবার্ট জেনরিক। সেই সঙ্গে বলেছেন, ‘প্রতিদিন যদি হাজার হাজার মানুষ সীমান্ত দিয়ে প্রবেশ করতে থাকে, সেক্ষেত্রে সবার জন্য খাদ্য, শীতবস্ত্র ও আবাসনের ব্যবস্থা করা অসম্ভব একটি ব্যাপার।’

The post অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/11/02/%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a0%e0%a7%87%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95/feed/ 0
ঔপনিবেশিক যুগের দেহাবশেষ জিম্বাবুয়েকে ফিরিয়ে দিতে রাজি যুক্তরাজ্য https://ukbangla.live/2022/10/31/%e0%a6%94%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2594%25e0%25a6%25aa%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b7 https://ukbangla.live/2022/10/31/%e0%a6%94%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/#respond Mon, 31 Oct 2022 05:52:35 +0000 https://ukbangla.live/?p=17261 লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও কেমব্রিজ ইউনিভার্সিটি ঔপনিবেশিক যুগের মানুষের দেহাবশেষ ফিরিয়ে দিতে জিম্বাবুয়ের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে। জিম্বাবুয়ের একটি প্রতিনিধিদল উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ১৯ শতকের শেষের দিকের উপনিবেশবাদ-বিরোধী নায়কদের মাথার খুলি খুঁজছে জিম্বাবুয়ে। ১৮৯০ এর দশকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল […]

The post ঔপনিবেশিক যুগের দেহাবশেষ জিম্বাবুয়েকে ফিরিয়ে দিতে রাজি যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post ঔপনিবেশিক যুগের দেহাবশেষ জিম্বাবুয়েকে ফিরিয়ে দিতে রাজি যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও কেমব্রিজ ইউনিভার্সিটি ঔপনিবেশিক যুগের মানুষের দেহাবশেষ ফিরিয়ে দিতে জিম্বাবুয়ের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে। জিম্বাবুয়ের একটি প্রতিনিধিদল উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

১৯ শতকের শেষের দিকের উপনিবেশবাদ-বিরোধী নায়কদের মাথার খুলি খুঁজছে জিম্বাবুয়ে। ১৮৯০ এর দশকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল জিম্বাবুয়ের স্বাধীনতাকামী এই নেতারা।

ধারণা করা হয়, এসব নায়ককে হত্যার পর প্রমাণ হিসেবে তাদের খুলি যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। তবে সেগুলোর খোঁজ এখনও পাওয়া যায়নি।

নিহত এই সব বিদ্রোহী নেতাদের অন্যতম ছিলেন এমবুয়া নেহান্দা নামের এক নারী। হারারেতে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। তাকে জিম্বাবুয়ের ‘জাতীয় বীর’ আখ্যা দেওয়া হয়েছে।

আর্কাইভে অনুসন্ধান চালিয়ে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ১১টি দেহাবশেষের খোঁজ পেয়েছে ‘যেগুলো মূলত জিম্বাবুয়ের বলেই প্রতীয়মান হয়েছে’। তবে এগুলোর রেকর্ডের সঙ্গে নেহান্দার দেহাবশেষের যোগসূত্র পাওয়া যায়নি।

দেহাবশেষগুলোর মধ্যে রয়েছে ১৮৯৩ সালে নেওয়া তিনটি মাথার খুলিও। এগুলো জিম্বাবুয়ের দ্বিতীয় শহর বুলাওয়েও থেকে আনা বলে মনে করা হচ্ছে।

কেমব্রিজ ইউনিভার্সিটির ডাকওয়ার্থ ল্যাবরেটরি অবশ্য সুনির্দিষ্ট করে কিছু বলেনি। তারা বলছে, তাদের কাছে ‘জিম্বাবুয়ে থেকে পাঠানো কিছুসংখ্যক মানব দেহাবশেষ’ রয়েছে। তবে বিবিসি-কে পাঠানো একটি বিববৃতিতে তারা বলেছে, এইসব দেহাবশেষ জিম্বাবুয়ের প্রথম বিদ্রোহী নেতাদের কিনা তা এখনও শনাক্ত করা যায়নি।

বিশ্বে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এবং ডকওয়ার্থ ল্যাবরাটরিতেই মানব দেহাবশেষের সবচেয়ে বড় আর্কাইভ আছে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে আছে ২৫ হাজার এবং ডকওয়ার্থ ল্যাবরাটরিতে আছে ১৮ হাজার দেহাবশেষ।

এগুলো বিভিন্ন উৎস থেকে এসেছে। এর মধ্যে প্রাচীন প্রত্নতাত্বিক এলাকা খুঁড়ে তোলা দেহাবশেষও আছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসবের অনেক দেহাবশেষই ঠিক কোথা থেকে এসেছে তা অস্পষ্টই রয়ে গেছে।

The post ঔপনিবেশিক যুগের দেহাবশেষ জিম্বাবুয়েকে ফিরিয়ে দিতে রাজি যুক্তরাজ্য first appeared on UK BANGLA.

The post ঔপনিবেশিক যুগের দেহাবশেষ জিম্বাবুয়েকে ফিরিয়ে দিতে রাজি যুক্তরাজ্য appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/31/%e0%a6%94%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/feed/ 0
সুনাকের পেছনে ১৪২ এমপি, সোমবারই হতে পারেন প্রধানমন্ত্রী https://ukbangla.live/2022/10/24/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8b/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%259b%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a7%25a7%25e0%25a7%25aa%25e0%25a7%25a8-%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a7%258b https://ukbangla.live/2022/10/24/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8b/#respond Mon, 24 Oct 2022 05:56:07 +0000 https://ukbangla.live/?p=17018 যুক্তরাজ্যের পরবর্তী হওয়ার দৌড়ে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক অনেকটাই এগিয়ে রয়েছেন। তার পেছনে ব্রিটিশ পার্লামেন্টের ১৪২ জন কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন রয়েছে এবং সোমবারই (২৪ অক্টোবর) তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মূলত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সরে […]

The post সুনাকের পেছনে ১৪২ এমপি, সোমবারই হতে পারেন প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সুনাকের পেছনে ১৪২ এমপি, সোমবারই হতে পারেন প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
যুক্তরাজ্যের পরবর্তী হওয়ার দৌড়ে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক অনেকটাই এগিয়ে রয়েছেন। তার পেছনে ব্রিটিশ পার্লামেন্টের ১৪২ জন কনজারভেটিভ আইনপ্রণেতার সমর্থন রয়েছে এবং সোমবারই (২৪ অক্টোবর) তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মূলত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সরে দাঁড়ানোর পর সুনাকের প্রতিপক্ষ এখন কেবল পেনি মর্ডান্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন যদি তার প্রতিপক্ষ পেনি মর্ডান্ট আজকের মধ্যে অর্থাৎ সোমবারের মধ্যে ১০০ জন আইনপ্রণেতার সমর্থন পেতে ব্যর্থ হন।

পেনি মর্ডান্টের কাছে বর্তমানে ২৯ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে। অন্যদিকে সুনাকের কাছে ইতোমধ্যেই ১৪২ জন সংসদ সদস্যের সমর্থন রয়েছে।

এদিকে আশা দেখিয়েও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় রোববার (২৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

জনসন বলেছেন, ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রতিযোগিতায় সামনে এগিয়ে যেতে তার পেছনে আইনপ্রণেতাদের যথেষ্ট সমর্থন রয়েছে তবে তা সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে অনেক কম। এতে করে সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল।

রোববার দেওয়া এক বিবৃতিতে জনসন বলেছেন, ‘কনজারভেটিভ পার্টির সদস্যদের সাথে নিয়ে নির্বাচনে আমার সফল হওয়ার খুব ভালো একটা সুযোগ রয়েছে – এবং আমি সত্যিই শুক্রবার ডাউনিং স্ট্রিটে ফিরে আসতে পারি।’

‘কিন্তু গত কয়েকদিনে আমি দুঃখের সাথে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এটি করা ঠিক হবে না। পার্লামেন্ট ঐক্যবদ্ধ দল না থাকলে আপনি কার্যকরভাবে দেশ শাসন করতে পারবেন না।’

বরিসের এই সিদ্ধান্তের পর ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এখন কেবল রয়েছেন পেনি মর্ডান্ট। এনডিটিভি বলছে, সোমবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ২টার মধ্যে মর্ডান্ট যদি ১০০ জন আইপ্রণেতার সমর্থন আদায় করতে ব্যর্থ হন, তাহলে ঋষি সুনাক স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হয়ে যাবেন।

বৃহস্পতিবার ঘোষিত নিয়মের অধীনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে কোনো প্রার্থীর সহকর্মী টোরি এমপিদের থেকে কমপক্ষে ১০০ জনের মনোনয়নের বা সমর্থনের প্রয়োজন হবে। সেই হিসাবে ব্রিটেনের ক্ষমতাসীন এই দলের মধ্যে নতুন নেতা হওয়ার দৌড়ে তিনজনের বেশি দাঁড়াতে পারবেন না।

কারণ ব্রিটিশ পার্লামেন্টে ৩৫৭ জন টোরি এমপি রয়েছে। তবে পেনি মর্ডান্ট যদি ১০০ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েই যান তাহলে চূড়ান্ত এই দুই প্রার্থী প্রায় ১ লাখ ৭০ হাজার টোরি সদস্যদের দ্রুত অনলাইন ভোটের মুখোমুখি হবেন। আর সেটি হলে আগামী শুক্রবারের মধ্যে ব্রিটেনের নতুন নেতা নির্বাচিত হবেন।

সংবাদমাধ্যম বলছে, ঋষি সুনাক গতকাল তার আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করে বলেছেন, তার লক্ষ্য অর্থনীতি ঠিক করা, দলকে ঐক্যবদ্ধ করা এবং ‘দেশকে সেবা করা’।

The post সুনাকের পেছনে ১৪২ এমপি, সোমবারই হতে পারেন প্রধানমন্ত্রী first appeared on UK BANGLA.

The post সুনাকের পেছনে ১৪২ এমপি, সোমবারই হতে পারেন প্রধানমন্ত্রী appeared first on UK BANGLA.

]]>
https://ukbangla.live/2022/10/24/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%aa%e0%a7%a8-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8b/feed/ 0