রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে ঘটেছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। বোরকা পরে এসে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করেছে সংঘবদ্ধ চোর চক্র।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটিতে এই চুরির ঘটনা ঘটে। চুরির সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুজন ব্যক্তি বোরকা পরে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢুকে পড়েন এবং কয়েক মিনিটের মধ্যেই বিপুল পরিমাণ স্বর্ণ লুট করে নিয়ে যান।
দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, তার দোকানে সাজানো অবস্থায় প্রায় ৪০০ ভরি স্বর্ণ ছিল, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। এছাড়া আরও ১০০ ভরি বন্ধকি স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল যা সবই চোরেরা নিয়ে গেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, “খবর পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ও গোয়েন্দা ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের মাঝে ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন, এত বড় চুরি এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে সম্ভব, তা ভাবিয়ে তুলেছে সবাইকে।