সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবক ওই এলাকারই বাসিন্দা। ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের রানওয়ের সংলগ্ন এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, “খবর পেয়ে রাত ১০টার দিকে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে—বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।”
এই ঘটনায় সিলেটবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কড়া নিরাপত্তার মধ্যে থাকা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে একজন ব্যক্তি প্রবেশ করলেন, তা নিয়ে চলছে আলোচনা। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যাখ্যা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।