Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প

ডেস্ক সংবাদ

-মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য ও এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হওয়ার সুযোগ।

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের উত্তর-পশ্চিমে ওসমানী নগর উপজেলার সীমান্তবর্তী রুকনপুর গ্রামে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে গড়ে তোলা হচ্ছে আততাকওয়া মেগা প্রকল্প। আর্তমানবতার সেবায় আলী আহমেদ নেছাওর এর পরিবারের সদস্যদের দানকৃত ১৫০ শতক জমিতে আততাকওয়া মেগা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

মেগা প্রকল্পটির বিস্তারিত তুলে ধরতে ২৮ অক্টোবর, মঙ্গলবার পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্ট মিলনায়তনে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র মিডিয়া পার্টনার ‘বালাগঞ্জ প্রতিদিন’ এর প্রধান সম্পাদক ও সাপ্তাহিক সুরমা’র কমিউনিটি নিউজ এডিটর মুহাম্মাদ শরীফুজ্জামান এবং সংগঠনের চিফ ফান্ডরেইজিং অ্যাডভাইজার ফরহাদ হোসাইন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ নেছাওর।

সংবাদ সন্মেলনে আলী আহমেদ নেছাওর বলেন, আজকে আমাদের রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের “আততাকওয়া মেগা প্রকল্প” এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষকে অবহিত করতেই আমরা এই সংবাদ সন্মেলনের আয়োজন করেছি। আমাদের এই ‘রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’ হলো ব্রিটিশ বাংলাদেশি মানবদরদী, দেশপ্রেমিক প্রবাসীদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী উপদেষ্টা হিসেবে এই মেগা প্রকল্পের সাথে যুক্ত আছেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার জনহিতৈষী লোকজন প্রকল্পের সাথে যুক্ত আছেন। আর্ত মানবতার সেবায় সম্পূর্ণ অলাভজনক এই প্রকল্পে থাকছে একটি এতিম খানা, একটি হাফিজিয়া নূরানী মাদ্রাসা, একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, একটি বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যকেন্দ্রসহ একটি মেটারনিটি হাসপাতাল। দেশের সেরা প্রকৌশলীদের দিয়ে আততাকওয়া মেগা প্রকল্পের নকশা এবং স্থাপত্য পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে এই প্রকল্পের জমি পরিষ্কার, মাটি ভরাট, রাস্তা নির্মাণ, দুটি প্রবেশ পথ নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ও সীমানা প্রাচীরসহ মূল ফটকের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া বৃক্ষরোপন কাজ চলমান রয়েছে। আগামী বছরের প্রথমদিকে মূল প্রকল্পের কাজ শুরু করে এবং অতিদ্রুত নির্মাণ কাজ শেষ করে মানুষের সেবা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে মেটারনিটি হাসপাতাল নির্মাণকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আপনারা জানেন মেটারনিটি হাসপাতাল হলো এমন একটি হাসপাতাল যেখানে গর্ভবতী মহিলা এবং নবজাতকদের গর্ভাবস্থা ও প্রসবকালীন সময়ে বিশেষ যত্ন প্রদান করা হয়। যেখানে মা এবং শিশুর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ক্লিনিক্যাল সুবিধা থাকে। আমরা অত্যাধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি মেটারনিটি হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করছি।

তিনি বলেন, বালাগঞ্জ গহরপুরে আমরা কেবল আততাকওয়া মেগা প্রকল্প গড়ছি না; আমরা দেশের হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য একটি আশার বাতিঘর বাস্তবায়ন করতে যাচ্ছি। যেখানে আর্তমানবতার সেবাই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। আমাদের এতিম খানার শিশুরা, আমাদের হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা কেউ পিছিয়ে থাকবে না। কেউ কোন কিছুর অভাববোধ করবে না। যুক্তরাজ্যে যেভাবে বৃদ্ধ বাবা-মাকে সেবা করা হয়, ঠিক সেভাবেই আমাদের বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সেবা দেওয়া হবে। সেবা দিয়ে সেই সব অসহায় বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সময়কে আরও নিরাপদ করে তোলা হবে। আমাদের নির্মিত স্বাস্থ্যকেন্দ্র ও মেটারনিটি হাসপাতালে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে আগামী প্রজন্ম দেখবে, কীভাবে প্রবাসী মানুষের দেশপ্রেম, ঐক্য, ত্যাগ ও নিষ্ঠা দেশের অসহায় প্রান্তিক মানুষের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে।

তিনি আরও বলেন, আজকের এই সংবাদ সন্মেলনের মাধ্যমে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে ও আমার পরিবারের পক্ষ থেকে আপনারা সাংবাদিক ভাই-বোনেরাসহ সকল প্রবাসী বাংলাদেশিদের আততাকওয়া মেগা প্রকল্পটির সফল বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানাই। যেকোন দেশপ্রেমিক প্রবাসী চাইলে এই মেগা প্রকল্পে যুক্ত হতে পারবেন। প্রকল্পটিতে প্রবাসীরা অংশ নিতে চাইলে মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য ও মাত্র এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হতে পারবেন। পরিবেশের কথা চিন্তা করে প্রকল্পটিতে আনুমানিক দুইশত গাছ রোপন করা হবে। এই গাছের ফল দরিদ্র মানুষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, এতিমখানার শিক্ষার্থী, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের ফলের চাহিদা পুরণ করবে। বৃক্ষরোপন কাজে কেউ শরিক হতে চাইলে শরিক হতে পারবেন। অনুদান এককালীন অথবা কিস্তিতে দেওয়া যাবে। প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্যদের রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে বিশেষ সন্মাননা দেওয়া হবে। উক্ত মেগা প্রকল্পটির প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন সদস্য হতে চাইলে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র ওয়েবসাইট (https://rukondf.org/) ভিজিট করে এই ফোন- 07931 632 484 নাম্বারে অথবা এই ইমেইলে in**@*****df.org যোগাযোগ করার অনুরোধ জানাই। অনুদান দিয়ে সহযোগিতা করতে চাইলে আমাদের সকল প্রকল্পের বিস্তারিত জানতে ও অনুদান দিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করার বিনীত অনুরোধ জানাই। আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আমরা আপনাদের মূল্যবান পরামর্শসহ সর্বাত্মক সহযোগিতা চাই।

সংবাদ সন্মেলনে আরও বক্তব্য রাখেন- রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চিফ অ্যাডভাইজার ও অন্যতম প্রতিষ্ঠাতা নর্দাম্পটন করবি বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সর্বজনাব সুহেল আহমেদ, ছহুল মুনিম, শহীদ আবুল কালাম সেতু, আতিকুর রহমান ও বিবিসিএ লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট কদুরুল ইসলাম এবং বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।

এসময় বাংলাদেশে পরিকল্পনাধীন আততাকওয়া মেগা প্রকল্পের বিশেষ পরামর্শক হাসনাত আরিয়ান খান ও রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও ফাউন্ডিং মেম্বারগণ উপস্থিত ছিলেন।

প্রশ্নোত্তর পর্বে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং মেগা প্রকল্পটির বাস্তবায়নে সাংবাদিকরাসহ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

099f25c4b0b35eabdaddb6068f9f58862eb5a406471a66de
নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি: মির্জা ফখরুল
নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি: মির্জা ফখরুল
6c93d7bb4c14764fc0053f61c39eb450b2576e76d0d32e33
সঞ্চয়পত্রের সার্ভার হ্যাক করে গ্রাহকের টাকা আত্মসাৎ!
সঞ্চয়পত্রের সার্ভার হ্যাক করে গ্রাহকের টাকা আত্মসাৎ!
Screenshot_7
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
1750830418-7b4363c45aa0f4f087c93ae9b8ed0e12
আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান
আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান
Screenshot_6
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ
Screenshot_4
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি
মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি

সম্পর্কিত খবর