আচরণবিধি লঙ্ঘন ও লবিং–সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের দুই সদস্যকে বরখাস্ত করা হচ্ছে। দ্য গার্ডিয়ানের আন্ডারকভার তদন্তে অনিয়মের প্রমাণ প্রকাশিত হওয়ার পর লর্ড রিচার্ড ড্যানাট ও লর্ড ডেভিড ইভান্সের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার প্রকাশিত পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানাটকে চার মাসের জন্য বরখাস্ত করা হচ্ছে। তদন্তে দেখা গেছে, তিনি বেসরকারি ক্লায়েন্টদের পক্ষে সরকারি মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার প্রস্তাব দেন এবং এর বিনিময়ে আর্থিক সুবিধা গ্রহণ করেন। আন্ডারকভার সাংবাদিকদের তিনি বলেন, তিনি চাইলে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। পরবর্তীকালে আরও তিনটি ঘটনায় একই ধরনের আর্থিক সুবিধা নেওয়ার তথ্য পাওয়া যায়।
এক বিবৃতিতে লর্ড ড্যানাট বলেন, ব্যক্তিগত সম্মান নিয়ে তদন্ত কমিশনের পর্যবেক্ষণে তিনি দুঃখিত। আপিল করলে সময় নষ্ট হতো, তাই তিনি শাস্তি মেনে নিচ্ছেন। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে কাজ করলেও নিয়ম ভঙ্গের অজুহাত গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, লেবার দলের লর্ড ডেভিড ইভান্সকে পাঁচ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে চারটি নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়। তিনি আন্ডারকভার সাংবাদিকদের বাণিজ্যিক স্বার্থে অন্য এমপিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। এ ঘটনায় দলীয় হুইপ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ান জানায়, লর্ড ইভান্স তার ছেলের ব্যবসার জন্য হাউস অব লর্ডসে বাণিজ্যিক ইভেন্ট আয়োজনেও প্রভাব খাটিয়েছেন। ওই ইভেন্টে অংশগ্রহণের জন্য ৪০০ পাউন্ডের বেশি ফি নেওয়া হতো, যা পার্লামেন্টের নিয়মের লঙ্ঘন। সতর্কতা সত্ত্বেও এসব ইভেন্ট বন্ধ হয়নি।
তদন্তে আরও জানা যায়, লর্ড ড্যানাট ২০২২ সালে একটি সার কারখানা কেনার উদ্যোগে সরকারি সহায়তা আদায়ের জন্য মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন এবং এর কয়েক দিনের মধ্যেই একাধিক কিস্তিতে অর্থ গ্রহণ করেন। ২০২৩ ও ২০২৪ সালে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা কোম্পানি টেলেডাইনের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লেখেন। এছাড়া ২০২৪ সালে তিনি ঘানার একটি স্বর্ণ খনি কোম্পানির জন্যও লবিং করেন, যেখানে তার নিজস্ব শেয়ার ছিল।
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা হাউস অব লর্ডসের জন্য বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এর আগে একই ধরনের তদন্তের ভিত্তিতে আরও কয়েকজন লর্ডকে শাস্তি দেওয়া হয়েছিল। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত লর্ড ড্যানাট ও লর্ড ইভান্স উভয়েই শাস্তি মেনে নিয়েছেন।