বিয়েকে স্মরণীয় করে রাখতে অনেক বর–কনে অভিনব আয়োজন করেন। কিন্তু কখনো কখনো সেই ‘বিশেষ মুহূর্ত’ তৈরির চেষ্টায় ঘটে বিপজ্জনক পরিস্থিতিও। এমনই এক ঘটনা সামনে এসেছে ভারতের গোয়া থেকে।
প্রিওয়েডিং ফটোশুটের জন্য চলন্ত একটি কালো এসইউভির ছাদে শুয়ে পড়েন এক তরুণ-তরুণী। তরুণীকে দেখা যায় গাড়ির ছাদে শুয়ে থাকতে, আর তরুণটি শুয়ে থাকে গাড়ির বনেটে। এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাশ দিয়ে যাওয়া এক পথচারী। তিনি গাড়ি থামিয়ে যুগল ও ফটোগ্রাফারকে কড়া ধমকও দেন।
পরে এই পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন মন্তব্য করেন—এখন বিয়েকে কেন্দ্র করে আড়ম্বর যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ লিখেন, ‘ছবি ভালো আসলেই হলো, জীবন যাক তাতে!’
জানা গেছে, শিগগিরই ওই যুগলের বিয়ে। আর সেই উপলক্ষে বিশেষ প্রিওয়েডিং শুট করতে তারা গোয়ায় গিয়েছিলেন। তবে তাদের এই অদ্ভুত কাণ্ড সামাজিকমাধ্যমে বেশ সমালোচনার জন্ম দিয়েছে।