কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে শিয়ালের আক্রমণে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম হুমাইরা আক্তার, তিনি গাড়ি চালক হুমায়ুন কবিরের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, হুমাইরা মা আক্তারের কোলে বসে খেলছিল। খেলাধুলার সময় তিনি চাচা গোলাম মোস্তফার ঘরে যেতে চাইলেন। মা প্রথমে তাকে ঘরে পাঠান। কিছুক্ষণ পর আবার মাকে ডেকে তিনি একা বের হন। উঠান অতিক্রম করার সময় অন্ধকারে ওঁত পেতে থাকা শিয়াল হুমাইরার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়।
পরিবার কয়েক মিনিটের মধ্যেই হুমাইরাকে খুঁজতে শুরু করেন। অবশেষে ঘরের পেছনের ঝোপ থেকে শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। মৃতদেহে কামড়ের দাগ ও নখের আঁচড় ছিল। পরিবারের চাচি সমলা আক্তার বলেন, হুমাইরা খুব ছোট এবং একা বের হওয়ার সময় কেউ দেখেনি।
হুমায়রার বাবা হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান। মেয়ের আবদারে মা তাকে চাচার ঘরে দিয়ে আসেন। এরপর একা বের হওয়ার পর শিয়ালের হামলায় এই দূর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।