সিলেট মহানগরীতে সিএনজি চালিত অটোরিকশার নতুন প্রস্তাবিত ভাড়া তালিকা প্রকাশ করেছে মহানগর পুলিশ। নগরীর বিভিন্ন রুটের জন্য সর্বনিম্ন ভাড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
মহানগর পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, তালিকা প্রণয়নের সময় রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের মতামত নেওয়া হয়েছে। এছাড়া সাধারণ নাগরিকরাও ফোন, ই-মেইল বা ফেসবুক মন্তব্যের মাধ্যমে মতামত দিতে পারবে।
কিছু মূল ভাড়া (প্রস্তাবিত):
-
বন্দরবাজার/কোর্ট পয়েন্ট → এমসি কলেজ, টিলাগড়: ৬০ টাকা
-
পাঠানটুলা, মদিনা মার্কেট: ৭৫ টাকা
-
আখালিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমারগাঁও বাসটার্মিনাল: ৯০ টাকা
-
টুকেরবাজার, শাহপরান মাজারগেইট, খাদিম: ১২০ টাকা
-
মাসুক বাজার: ১৫০ টাকা
-
বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা: ১৭৫ টাকা
-
বটেশ্বর, পীরের বাজার: ১৮০ টাকা
শহরের জন্য ঘন্টা ভিত্তিক ভাড়া প্রস্তাব করা হয়েছে: প্রথম ঘন্টা ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ মিনিটের জন্য ৭৫ টাকা।