কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজা কেনার সময় মাত্র ১০ টাকা কম দেয়ায় দশম শ্রেণির ছাত্র **মো. ইব্রাহিম (১৮)**কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভিতরে এই ঘটনা ঘটে।
ইব্রাহিমকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ, ঘাড় ও মাথায় একাধিক ক্ষত রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
ইব্রাহিমের বড় ভাই মেহেদী হাসান রানিম জানান, রোববার ইব্রাহিম স্থানীয় মাদক ব্যবসায়ী আরিফের কাছে গাঁজা কিনতে যায়। ১০ টাকা কম দেয়ায় তাদের মধ্যে বিরোধ হয়। মঙ্গলবার এ বিরোধের কারণে আরিফের সহযোগীরা ইব্রাহিমকে ধাওয়া করে মাদ্রাসার ভিতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যায়।
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, “পূর্বশত্রুতার জেরে কোপানোর ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। ঘটনার পর থেকে সে পলাতক।