সিলেট মহানগরে আজ রবিবার থেকে রাত ৯টার পর সব বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে খাবার হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান এ নিয়মের আওতার বাইরে থাকবে।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গত সোমবার (১ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বলা হয়—মহানগরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে, হোটেল-রেস্তোরাঁ ও ফার্মেসি ছাড়া।
শহরের ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে সব মার্কেট ও শপিং মলকে নিজস্ব পার্কিং স্পেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভবনের নকশায় পার্কিং থাকা সত্ত্বেও তা দোকানে রূপান্তর করা হয়েছে—সেসব জায়গা ৩১ ডিসেম্বরের মধ্যে খালি করে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
এর আগে সিলেট সিটি করপোরেশন কয়েক দফায় একই ধরনের নির্দেশনা দিলেও তা স্থায়ী হয়নি। তবে এবার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এসএমপি কর্মকর্তারা।