ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নতুন ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা ও বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই বিপুল অনুদান জমা হয়েছে।
বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর গত শনিবার (৬ ডিসেম্বর) রেজিনগরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে মসজিদ নির্মাণের জন্য অর্থ সাহায্যের আবেদন করা হয় এবং ১১টি স্টেইনলেস স্টিলের বড় দানবাক্স রাখা হয়। অনলাইন মাধ্যমে আরও অনুদান আসছে।
মোট ১১টি দানবাক্সে নগদ অর্থ জমা হয়েছে। চারটি বাক্স এবং একটি বস্তা থেকে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি গোনা হয়েছে। বাকি সাতটি বাক্সের টাকা গণনা সোমবার বিকেল থেকে শুরু হবে। স্বচ্ছতার জন্য গণনার প্রক্রিয়া সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে।
হুমায়ুন কবীর জানান, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে কিউআর কোডের মাধ্যমে ৯৩ লাখ রুপি অনুদান এসেছে। তিনি আরও বলছেন, মসজিদ নির্মাণে কোনো রাজনৈতিক দলের অর্থ ব্যবহার করা হয়নি; সব অর্থ এসেছে সাধারণ মানুষের দান থেকে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি এবং শত শত আলেম-ওলামা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ৪০ হাজার মানুষের জন্য রান্নার ব্যবস্থা করা হয়।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার