সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।
তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি হতে হবে, নতুবা তাকে ফেরত পাঠাতে চাইতে হবে। ঢাকার ফেরত চাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই।”
মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। “র্যাব গত কয়েক মাসে উল্লেখযোগ্য উন্নতি করেছে। মানবাধিকার রক্ষায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে,” বলেন তিনি।
ডিজেএফআই (DJFI) প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “এ ধরনের সংস্থা বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে। জাতিসংঘের সুপারিশে এ প্রতিষ্ঠান বিলুপ্ত করা সম্ভব নয়।”