আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র দুই মসজিদে ছবি বা ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব অফিসিয়াল সূত্র এবং ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, এমন কোনো সিদ্ধান্তের ঘোষণা সরকার বা হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।
সাম্প্রতিক সপ্তাহে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করেছিল, ভিড় কমানোর উদ্দেশ্যে মোবাইল ফোনসহ সব ধরনের ছবি ও ভিডিও হজ মৌসুমে নিষিদ্ধ হবে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এ ধরনের তথ্য সত্য নয় এবং তা কোনো সরকারি ঘোষণার ভিত্তিতে নয়।
দ্য ইসমালিক ইনফরমেশন জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতি চালু হয়নি। আগের নিয়মই বর্তমানে কার্যকর আছে।
কর্তৃপক্ষ আরও বলেছে, হজ ও রমজান মৌসুমে এমন ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। হাজিদের প্রতি অনুরোধ করা হয়েছে, তারা শুধুমাত্র সরকারি বা নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপরই ভরসা করুন।
তবে অতীতে, পেশাদার ক্যামেরা বা বড় ধরনের ফটোগ্রাফি সরঞ্জাম ব্যবহার সীমিত করা হয়েছে, বিশেষ করে যা অন্য হাজিদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ২০১৭ সালের দিকে এই নীতিতে আরও কড়াকড়ি আনা হয়েছিল।
সূত্র: দ্য ইসমালিক ইনফরমেশন