কারা কর্তৃপক্ষ দেশের সব কারাগারে কারাবন্দিদের জন্য ভিডিও কলের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে বন্দিরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নির্দিষ্ট ফোন নম্বরে প্রতি সাত দিনে একবার ১০ মিনিটের জন্য কথা বলতে পারেন, যা প্রতি বার ১০ টাকা খরচ হয়। নতুন উদ্যোগের মাধ্যমে একই পদ্ধতিতে তারা ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।
সফলভাবে বাস্তবায়িত হলে দেশে সব কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে। এটি বন্দির স্বজনদের সাক্ষাতের ভোগান্তি অনেকাংশে কমাবে বলে আশা করা হচ্ছে।
কারা অধিদপ্তর জানায়, সারা দেশে বন্দিদের স্বজনরা প্রায়ই সাক্ষাতে আসেন, যার জন্য অনেক সময় প্রতি স্বজনের খরচ ৩ হাজার টাকা পর্যন্ত হয়। অধিকাংশ স্বজনই ধারদেনা করে সাক্ষাতে যান। ভিডিও কলের মাধ্যমে বন্দিরা মাত্র ১৫ টাকায় সপ্তাহে ১০ মিনিট পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন, যা খরচ ও সময়ের ব্যয় কমাবে।
কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, একসময় মনে করা হতো কারাগারে টেলিফোন স্থাপন করা সম্ভব নয়। কিন্তু আধুনিক সফটওয়্যারের মাধ্যমে আইপি ফোন স্থাপন করে এটি সম্ভব হয়েছে। ভিডিও কলের মাধ্যমে বন্দিরা যেসব স্বজনকে সরাসরি সাক্ষাতে দেখতে পারেন না, তাদের সঙ্গেও যোগাযোগ রাখতে পারবেন। এতে বন্দিদের বিষণ্ণতা কমবে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, “কারাগার আধুনিকায়নের ধারাবাহিকতায় বন্দিদের ভিডিও কলে কথা বলার সুযোগ দেওয়াও আমাদের পরিকল্পনার অংশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বন্দিদের কথা বলার কার্যক্রম সফল হওয়ায় ভিডিও কলের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”