ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীদের নাম প্রকাশ করেন।
এনসিপির শীর্ষ নেতাদের নির্বাচনী আসনগুলো হলো:
-
আহ্বায়ক নাহিদ ইসলাম – ঢাকা-১১
-
সদস্য সচিব আখতার হোসেন – রংপুর-৪ (‘শাপলা কলি’ প্রতীক)
-
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী – ঢাকা-১৮
-
সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ – নোয়াখালী-৬
-
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব – ঢাকা-১৬
-
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ – কুমিল্লা-৪
-
উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম – পঞ্চগড়-১
-
সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা – ঢাকা-৯
-
নেত্রী তাজনুভা জাবীন – ঢাকা-১৭
-
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার – নরসিংদী-২
অন্যান্য প্রার্থী:
-
সাজিদের পরিবারের সদস্য সাইদুল ইসলাম – টাঙ্গাইল-১
-
আ হ ম শামসুল মুকতাদির – দিনাজপুর-৩
-
পটুয়াখালী-১: জহিরুল ইসলাম মুসা
-
পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন
-
ঝালকাঠি-১: মাহমুদা আলম মিতু
-
শেরপুর-২: খোকন চন্দ্র বর্মণ
নাহিদ ইসলাম জানান, নির্বাচনের উদ্দেশ্য ক্ষমতা অর্জন নয়; তারা ৩০০ আসনে প্রার্থী দিতে চায় এবং জনগণের কাছে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাবে, যা সংস্কারের প্রতীক।
দল মনোয়নিত প্রার্থীদের বিরুদ্ধে যদি জনগণের পক্ষ থেকে দুর্নীতি, ঋণখেলাপি বা রাষ্ট্রবিরোধী অভিযোগ উঠে, তাহলে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নতুনভাবে গঠিত হয়েছে, যেখানে আন্দোলনে সক্রিয় থাকা নেতা-কর্মীদের বড় অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।