এমসি কলেজের ডিগ্রি ক্লাবের (২০২৫-২০২৬) নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। ১০ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদের মতামত এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সম্মতির পর ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ৫৫ সদস্যের কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে সোহাগ আলম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন জিয়া উদ্দিন চৌধুরীয় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ মাহদি রাফি।
সহ-সভাপতি হিসেবে মনোয়ার হোসেন মামুন এবং জুবায়ের আহমেদ, কাওছার আহমদ, সাকিব আহমদ, তানজিল আহমদ ও পাহেল মিয়া দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রায়হান আলম, মোশতাক আহমেদ, ফজলে রাব্বি হিমেল, জিয়াউল হক, সাজ্জাদুর রহমান রিয়াদ ও শামীমা আক্তার। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আদিল আহমেদ ইমন, আব্দুল মজিদ, আব্দুল কাইয়ুম, অজয় দাশ, ফাহমিদ আলম ও মিম আক্তার।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক ইকবাল আহমেদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন সৈয়দা তামান্না ইসলাম এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিকা রানী নাথ। দপ্তর সম্পাদক পদে রয়েছেন সিদ্দিকুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আব্দুস সামাদ। প্রচার সম্পাদক পারভেজ আহমেদ, সহ-প্রচার সম্পাদক রুজিনা বেগম।
শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুস শাকিব, সহ-শিক্ষা সম্পাদক উমর আহমদ। ছাত্র বিষয়ক সম্পাদক তোফাজ্জল নয়ন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। ছাত্রী বিষয়ক সম্পাদক পদে রয়েছেন তাহা চৌধুরী এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার। ক্রীড়া সম্পাদক বর্ষন আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লাভলী নাহার, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম আহমেদ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন সায়েম হোসেন জিসান এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক উজ্জ্বল মিয়া।
নতুন কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তারিকুল ইসলাম জাওয়ার, তাহমিম আহমেদ, ফাহমিদ আহমদ, হাসান আহমদ, মেহেদি মাসুম, শিবলু আহমদ ও জিয়াউর রহমান। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন পারভেজ আহমেদ, মাহদি, মিজানুর রশিদ, মেহেরাজ হোসেন, মওদুদ আহমদ, মাহফুজ আল হাসান ও রেদওয়ান আহমদ।
কমিটির নতুন গঠন বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থী নেতৃত্ব ও কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।