তিন দিনের সফরে ভারতে আসা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরের প্রথম দিনেই সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সল্টলেক স্টেডিয়ামে মেসির উপস্থিতিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দুঃখ প্রকাশ করেন মমতা। তিনি লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসিসহ সব ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
এ ঘটনায় দায়িত্ব নির্ধারণ ও কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণাও দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।