Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

মেসির সফর ঘিরে কলকাতায় তীব্র বিশৃঙ্খলা, আয়োজক কমিটির প্রধান আটক

ডেস্ক সংবাদ

বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে কলকাতায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী যুব ভারতী স্টেডিয়ামে (সল্টলেক স্টেডিয়াম) মেসির ‘ল্যাপ অব অনার’ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন হাজারো ভক্ত।

মেসিকে কাছ থেকে দেখতে না পেয়ে দর্শকদের একাংশ গ্যালারিতে ভাঙচুর চালান এবং অনেকে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে মাঠে প্রবেশ করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে লিওনেল মেসিকে তড়িঘড়ি করে মাঠ ছাড়তে হয়। এ ঘটনার জেরে বাতিল করা হয় নির্ধারিত প্রদর্শনী ম্যাচও।

ঘটনার পরপরই কলকাতা পুলিশ আয়োজক কমিটির প্রধান শতদ্রু দত্তকে আটক করে। পুলিশ জানায়, মেসি ও লুইস সুয়ারেজদের বিদায় জানাতে তিনি কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মেসির বহর হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার পরই তাকে আটক করা হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (ডিজি) রাজীব কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আয়োজনে ত্রুটি ও নিরাপত্তার ঘাটতি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিজি রাজীব কুমার বলেন, ‘আয়োজকদের লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। যেসব দর্শক টিকিট কিনেছেন, তাদের অর্থ ফেরত দিতে হবে। তা না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘মেসিকে সরাসরি দেখতে না পাওয়ার ক্ষোভ থেকেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রধান আয়োজককে আটক করা হয়েছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গ্যালারিতে ভাঙচুর, ব্যারিকেড ভাঙা এবং দর্শকদের মাঠে ঢুকে পড়ার দৃশ্য দেখা গেছে। ঘটনাটি ঘিরে ক্রীড়াপ্রেমী ও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি পুরো আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা নিয়ে তীব্র সমালোচনা চলছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Untitled-1 copy
জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সাস্টের নতুন কমিটি ঘোষণা
জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সাস্টের নতুন কমিটি ঘোষণা
20240521664c7757dca52
কোন শপে কি ডিসকাউন্ট? যুক্তরাজ্যে প্রবাসীদের আস্থার নাম ইউবিএম ডিলস
কোন শপে কি ডিসকাউন্ট? যুক্তরাজ্যে প্রবাসীদের আস্থার নাম ইউবিএম ডিলস
Untitled-1 copy
যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠন, নেতৃত্বে সিলেটের দুই নেতা
যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠন, নেতৃত্বে সিলেটের দুই নেতা
2ce09766-7836-4899-830a-922cca0c1dd9
যুক্তরাজ্যে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের সাবেক সদস্যদের পুনর্মিলনী
যুক্তরাজ্যে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের সাবেক সদস্যদের পুনর্মিলনী
400402
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
400393
৩৬ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব, কারা তারা?
৩৬ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব, কারা তারা?

সম্পর্কিত খবর