সুদানের আবেই অঞ্চলে সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘ মিশনে কর্মরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি সেনা আহত হয়েছেন।
বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (১৩ ডিসেম্বর) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা জাতিসংঘের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পাল্টা লড়াই চলমান ছিল।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ভবনে এই হামলার ঘটনা ঘটে, যেখানে ছয়জন শান্তিরক্ষী প্রাণ হারান।
এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘের সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।