যুক্তরাজ্য বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুই সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব করা হয়েছে খসরুজ্জামানকে। আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবং খসরুজ্জামানের বাড়ি ওসমানীনগর উপজেলায়।
রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদিকে, আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে যুক্তরাজ্য বিএনপির দীর্ঘ ছয় বছর পুরোনো কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক অবসান হলো।
উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালেক সিলেট-৩ আসন থেকে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নতুন নেতৃত্বের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।