Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

কোন শপে কি ডিসকাউন্ট? যুক্তরাজ্যে প্রবাসীদের আস্থার নাম ইউবিএম ডিলস

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কেনাকাটাকে আরও সহজ, সাশ্রয়ী এবং কার্যকর করার দায়িত্ব এখন ধরে রেখেছে ইউকে বাংলা মার্কেট প্লেস বা ইউবিএম। বিশেষ করে ইউবিএম ডিলস পেইজকে ইতিমধ্যেই প্রবাসী কমিউনিটির কাছে ডিসকাউন্ট ও অফারের প্রথম ঠিকানা হিসেবে দেখা হচ্ছে।

ইউবিএম ডিলসের মাধ্যমে এক প্ল্যাটফর্মেই জানা যায় কোন শপে কী অফার চলছে, কত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আগে আলাদা আলাদা দোকান খুঁজতে হতো বা সোশ্যাল মিডিয়া ঘেঁটে খোঁজ নিতে হতো। এখন মাত্র কয়েক সেকেন্ডেই ইউবিএম ডিলস পেইজে সব তথ্য পাওয়া যাচ্ছে।

লন্ডনে বাংলাদেশ হেরিটেজ উইক ২০২৫-এর অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ এসএমই ফেয়ার’-এ ইউবিএম স্টল দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এখানে শুধু বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্যই নয়, স্ট্রিট ফুড, বিভিন্ন কার্যক্রম এবং বিশেষ অফারও ছিল দর্শনার্থীদের জন্য।

আগত দর্শনার্থীরা জানান, ইউবিএমের সবচেয়ে বড় সুবিধা হলো কিউআর কোড স্ক্যান করেই সঙ্গে সঙ্গে মেম্বার হওয়া যায়। কোনো জটিল সাইনআপ বা দীর্ঘ ফর্ম পূরণের ঝামেলা নেই। কয়েক সেকেন্ডের মধ্যে মেম্বার হয়ে যেতেই ইউবিএম ডিলসের সব অফার ব্যবহার করা সম্ভব। এই সহজতা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনেক ক্রেতা বলেন, “ইনস্টোর শপিং করেও ইউবিএম ডিলসের মাধ্যমে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আগে যা খুঁজে পেতাম না, এখন এক প্ল্যাটফর্মেই সব কিছু দেখা যাচ্ছে। এটি আমাদের জন্য সত্যিই সুবিধার।’’

ইউবিএম কর্তৃপক্ষ আকরামুল হুসেন বলেন, “মানুষ এখন কম দামে ভালো পণ্য চায়। ইউবিএম ডিলস সেই চাহিদা পূরণে কাজ করছে। কিউআর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে মেম্বার হওয়া যাচ্ছে, এরপর থেকে সহজে ডিসকাউন্ট ও বিশেষ অফার পাওয়া যাচ্ছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক যোগাযোগকে আরও শক্তিশালী করছে।’’

ইউবিএম শুধু গ্রাহকদের সুবিধা দিচ্ছে না, বরং ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম। ব্যবসায়ীরা তাদের পণ্য ও ডিলস এক প্ল্যাটফর্মেই প্রচার করতে পারছেন, যা আগে অনেক সময়সাপেক্ষ ছিল।

বিশ্লেষকদের মতে, ইউবিএম ডিলস শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়। এটি প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন খরচ কমানোর একটি কার্যকর সমাধান এবং একই সঙ্গে কমিউনিটির মধ্যে অর্থনৈতিক সংযোগ ও আস্থা বাড়াচ্ছে। সব ডিলস একসাথে দেখা, সহজ মেম্বারশিপ, কিউআর কোড স্ক্যানের সুবিধা এবং নিয়মিত ডিসকাউন্টের কারণে ইউবিএম ডিলস এখন যুক্তরাজ্যের বাংলা কমিউনিটির মধ্যে আস্থার নাম হয়ে উঠেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Untitled-1 copy
জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সাস্টের নতুন কমিটি ঘোষণা
জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সাস্টের নতুন কমিটি ঘোষণা
20240521664c7757dca52
কোন শপে কি ডিসকাউন্ট? যুক্তরাজ্যে প্রবাসীদের আস্থার নাম ইউবিএম ডিলস
কোন শপে কি ডিসকাউন্ট? যুক্তরাজ্যে প্রবাসীদের আস্থার নাম ইউবিএম ডিলস
Untitled-1 copy
যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠন, নেতৃত্বে সিলেটের দুই নেতা
যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠন, নেতৃত্বে সিলেটের দুই নেতা
2ce09766-7836-4899-830a-922cca0c1dd9
যুক্তরাজ্যে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের সাবেক সদস্যদের পুনর্মিলনী
যুক্তরাজ্যে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের সাবেক সদস্যদের পুনর্মিলনী
400402
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
400393
৩৬ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব, কারা তারা?
৩৬ বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব, কারা তারা?

সম্পর্কিত খবর