জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) ২০২৫–২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এটি সংগঠনটির তৃতীয় কমিটি।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী শুয়াইব আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী তাহসিন রহমান রিতু।
গত ১৩ তারিখ শনিবার সংগঠনের শিক্ষার্থীদের উদ্যোগে এক উৎসবমুখর চড়ুইভাতির আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির প্রতিনিধি এনাম উদ্দিন। এছাড়া আমির উদ্দিন, সাদিকুর রহমান, সাদিকুর রহমান সৌরভসহ সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপদেষ্টা কমিটির সদস্যদের উপস্থিতিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, জগন্নাথপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ২০১৩ সালে যাত্রা শুরু করে। ২০১৪ সালে দ্বিতীয় কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে সংগঠনটির কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে স্থবির হয়ে পড়ে।