চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের সবাইকে পরবর্তী সময়ে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।






