আইএলটিএস পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে আইএলটিএসের পেপার বেসড পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব পরীক্ষার্থীর পরীক্ষা ফেব্রুয়ারির পরের তারিখে নির্ধারিত রয়েছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেসড পরীক্ষা থেকে সিডিটি (কম্পিউটার ডেলিভারড টেস্ট) পদ্ধতিতে পরিবর্তন করার সুযোগ পাবেন।
এই সিদ্ধান্তের ফলে আইএলটিএস পরীক্ষায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।