মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসানকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের ‘ডেভিল হান্ট-২’ অভিযানে বুধবার (১৭ ডিসেম্বর) তাকে অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, কামাল হাসান দীর্ঘদিন দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ভোরের কাগজ, চ্যানেল আইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতা করেছেন। নব্বইয়ের দশকে তিনি সিলেটের ছাত্র গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ঢাকায় বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করার পর যুক্তরাজ্যে পাড়ি জমান।
যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। পরে তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিলেও কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়া ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলা থেকে প্রার্থী হয়ে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা কামাল হাসান ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।





