Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি বলেছেন, নির্বাচিত হলে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অবহেলিত জনগোষ্ঠী, বিশেষ করে চা শ্রমিকদের উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেবেন।

শনিবার (২০ ডিসেম্বর) চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেন। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, “আমি আপনাদের এলাকার জামাই। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি এবং সেই ভালোবাসার মাঝেই থাকতে চাই।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার মানুষ তাঁর পাশে থাকবেন।

এ সময় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।