Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

মনোনয়ন উত্তোলনের পর রেজাউল করিম বাদশা গণমাধ্যমকে জানান, তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর যেকোনো সময়ে বগুড়া-৬ আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে তাঁর নির্দেশে।

বগুড়া-৬ (সদর) আসনে ৪ লাখ ৪৯ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আসনটি দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে গঠিত।

তথ্য অনুযায়ী, তারেক রহমান ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।