চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে সৎ ভাইদের মধ্যে বিরোধের জেরে বৃদ্ধ বাবার মরদেহ দাফন না করে বাড়ির উঠানে ফ্রিজারে সংরক্ষণ করে রেখেছেন তার সন্তানরা।
রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত্যুর প্রায় ৩৪ ঘণ্টা পার হলেও এখনো মরদেহ দাফন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি পরিবারের সদস্যরা।
জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় বার্ধক্যজনিত রোগে মো. সেকান্দর (৭০) মারা যান। তিনি হাটহাজারী উপজেলার পূর্ব মেখল ৫ নম্বর ওয়ার্ডের মরহুম দানা মিয়া সওদাগর বাড়ির মৃত নকশু মিয়ার বড় ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, মৃত্যুর আগে সেকান্দর মিয়া তার সমস্ত সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তাদের সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে প্রথম স্ত্রীর পাঁচ সন্তান ও দ্বিতীয় স্ত্রীর তিন সন্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাবার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা দাফনের প্রস্তুতি নিলে প্রথম স্ত্রীর সন্তানরা তাতে বাধা দেয়।
বৃদ্ধের প্রথম স্ত্রীর মেয়ে আয়শা অভিযোগ করে বলেন, “বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে সবকিছু দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে করে দিয়েছেন। আমাদের অংশ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা দাফনে সম্মতি দেব না।”
অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ বলেন, “আগে বাবার দাফন সম্পন্ন করা হোক। পরে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেতে পারে।”
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।