জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশে প্রথমবারের মতো ‘ক্রিয়েটর ডে–২০২৫’ আয়োজন করেছে। ঢাকায় অনুষ্ঠিত এই দিনব্যাপী আয়োজনে কনটেন্ট নির্মাণকে আরও দক্ষ, দায়িত্বশীল ও মানসম্মত করতে ওয়ার্কশপভিত্তিক লার্নিং সেশন অনুষ্ঠিত হয়। এতে কনটেন্ট ক্রিয়েটর, প্রকাশক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
ক্রিয়েটর ডে’র মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে দায়িত্বশীল কনটেন্ট তৈরি ও গল্প বলার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া এবং টিকটক প্ল্যাটফর্মের বিভিন্ন টুল ও রিসোর্স সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা।
আয়োজনজুড়ে ইন্টার্যাকটিভ ওয়ার্কশপ ও প্যানেল আলোচনার মাধ্যমে কনটেন্ট পরিকল্পনা, গল্প বলার কৌশল, ভিডিও ধারণের পদ্ধতি এবং টিকটকের ইন-অ্যাপ ফিচার কার্যকরভাবে ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। চলচ্চিত্র, টেলিভিশন, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্যাটাগরির কনটেন্ট ক্রিয়েটর ও প্রকাশকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আলোচনায় অর্থবহ ও মানসম্পন্ন কনটেন্ট তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই আয়োজনে বাংলাদেশের কনটেন্ট কমিউনিটির সৃজনশীলতা এবং তাদের প্রতি টিকটকের প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়। অংশগ্রহণকারীরা বিভিন্ন ইন্টার্যাকটিভ গেম ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন এবং আকর্ষণীয় উপহার জেতার সুযোগ পান। অনুষ্ঠানের শুরুতে ক্রিয়েটরদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টিকটকের সাউথ এশিয়া অঞ্চলের কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর কমিউনিটি অত্যন্ত প্রতিভাবান ও সৃজনশীল। ক্রিয়েটর ডে’র মাধ্যমে আমরা তাদের আরও উৎসাহিত করতে চাই। একই সঙ্গে আমরা চাই, তারা যেন মানসম্মত ও দায়িত্বশীল কনটেন্ট তৈরি করে এবং একটি নিরাপদ ও ইতিবাচক কনটেন্ট পরিবেশ গড়ে তোলে। টিকটকের লক্ষ্য বাংলাদেশের গল্প বিশ্বদরবারে তুলে ধরা।”
এ সময় টিকটক তাদের ২০২৫ সালের কার্যক্রম তুলে ধরে এবং ২০২৬ সালের কনটেন্ট ও ক্যাটাগরি অগ্রাধিকার সম্পর্কেও ধারণা দেয়, যাতে ক্রিয়েটররা আগাম পরিকল্পনা করতে পারেন।
‘ক্রিয়েটর ডে–২০২৫’ শিক্ষামূলক সেশন ও উৎসবমুখর পরিবেশে কনটেন্ট নির্মাণে টিকটকের সার্বিক সহায়তা তুলে ধরার একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অংশগ্রহণকারীদের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে।