Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নির্বাচনী তহবিলে দ্রুত অর্থ সহায়তা পাচ্ছেন তাসনিম জারা

ডেস্ক সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তার এই আহ্বানে স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তার পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, মাত্র সাত ঘণ্টার ব্যবধানে ১২ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। তিনি লেখেন, জনগণের এমন অভূতপূর্ব সাড়া তাদের কল্পনার বাইরের বিষয় এবং এই সহযোগিতার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এর আগে ভিডিওবার্তায় ডা. জারা দেশের প্রচলিত নির্বাচনী ব্যয় ব্যবস্থার সমালোচনা করে বলেন, বাস্তবে অনেক প্রার্থী নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করলেও নির্বাচন কমিশনে নির্ধারিত সীমার অনেক কম ব্যয়ের হিসাব দেন। তিনি জানান, এমন অসততার রাজনীতি তিনি করতে চান না।

ডা. তাসনিম জারা প্রতিশ্রুতি দেন, নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমার বাইরে তিনি কোনো অর্থ ব্যয় করবেন না। তার নির্বাচনী এলাকায় প্রায় ৪ লাখ ৭০ হাজার ভোটারের বিপরীতে কমিশন নির্ধারিত ব্যয়সীমা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এই অর্থ তিনি জনগণের কাছ থেকেই সংগ্রহ করবেন বলে জানান।

তিনি বলেন, জনগণের সহায়তায় স্বচ্ছ ও সৎভাবে নির্বাচন করা সম্ভব—এমন একটি দৃষ্টান্ত স্থাপন করাই তার লক্ষ্য। এতে ভবিষ্যতে যোগ্য ও সৎ মানুষদের রাজনীতিতে আসার সাহস বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সততা ও স্বচ্ছতার এই আহ্বানে সাড়া দিয়ে দেশ-বিদেশের বহু মানুষ ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা পাঠাচ্ছেন বলে জানা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

-20251223111438
নির্বাচনী তহবিলে দ্রুত অর্থ সহায়তা পাচ্ছেন তাসনিম জারা
নির্বাচনী তহবিলে দ্রুত অর্থ সহায়তা পাচ্ছেন তাসনিম জারা
express-1766568133
বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
401043
সিলেট থেকে ২০০ বাসে ঢাকায় যাবেন প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী
সিলেট থেকে ২০০ বাসে ঢাকায় যাবেন প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী
Screenshot_35
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
401057
ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির
ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির
401055
সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার
সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার

সম্পর্কিত খবর