Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ডেস্ক সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চার ঘণ্টার জন্য টোলমুক্ত যান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত থাকবে এবং এ সময় কোনো টোল আদায় করা হবে না।

এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলো বিনা টোলে যাতায়াতের সুযোগ পাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় সন্ধ্যায় লন্ডন ত্যাগ করবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি দেশের মাটিতে পা রাখবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় যাবেন তিনি, যেখানে দলের পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়া গেছে এবং মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

express-1766568133
বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
401043
সিলেট থেকে ২০০ বাসে ঢাকায় যাবেন প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী
সিলেট থেকে ২০০ বাসে ঢাকায় যাবেন প্রায় ৩০ হাজার বিএনপি নেতাকর্মী
Screenshot_35
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
401057
ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির
ওসমানী বিমানবন্দরে ভিড় না করার আহ্বান মহানগর ও জেলা বিএনপির
401055
সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার
সিলেট–চট্টগ্রাম পর্বে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা স্পিনার
401042
লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, জানা গেল যাত্রার সময়সূচি
লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমান, জানা গেল যাত্রার সময়সূচি

সম্পর্কিত খবর