হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের পূর্বগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মহরম আলী ও অপর পক্ষ আবদালের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন ভিট পুলিশ অফিসার প্রণয় সরকার। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ ডিসেম্বর আবদালের লোকজন মহরম আলীর খামার থেকে হাঁস কিনতে যান। হাঁস বিক্রির উপযোগী না থাকায় মহরম আলীর লোকজন বিক্রি করতে অস্বীকৃতি জানালে আবদালের লোকজন জোরপূর্বক ৮-১০টি হাঁস নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বিরোধ মীমাংসার জন্য বিচার-শালিসের আয়োজন করা হলেও সেখানেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর সকালেও স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, পূর্বঘোষণা দিয়েই মোড়াকরি পূর্বগ্রাম থেকে সুবিদপুর-লক্ষীপুর যাতায়াতের একমাত্র সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন গুরুতর আহত হন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত ৩ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।