সিলেটে শীতে কাঁপছে মানুষ, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস
সিলেটে শীত জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে, সোমবার (২৯ ডিসেম্বর) তা ১৪ ডিগ্রির ঘরে দাঁড়িয়েছে। ঘন কুয়াশা এবং সূর্যের অনুপস্থিতির কারণে কনকনে ঠাণ্ডায় কাবু শহরের মানুষ।
সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, আজকের তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এই পর্যায়ে কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।