বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে স্টেডিয়ামের ইনডোর ভেন্যুর পাশে নির্মাণ করা হবে অত্যাধুনিক জিমনেশিয়াম ও সুইমিংপুল।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, স্টেডিয়ামের পাশেই এমন একটি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে একসঙ্গে জিম ও সুইমিংপুল নির্মাণ সম্ভব। তিনি বলেন, এই কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হলে সিলেট অঞ্চলের তরুণ ও উদীয়মান প্রতিভাদের জন্য বড় সুযোগ তৈরি হবে। খুব শিগগিরই বিসিবির আঞ্চলিক অফিসের উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
বুলবুল আরও বলেন, সিলেট বিভাগের চারটি জেলা ও ৪১টি উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের এখানে নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ দেওয়া যাবে। এই কমপ্লেক্স কেবল সিলেটের ক্রিকেটারদের জন্য নয়, ভবিষ্যতে এটি দেশের একটি হাই পারফরম্যান্স সেন্টার হিসেবেও গড়ে উঠতে পারে।
জানা গেছে, বিসিবির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এরই অংশ হিসেবে প্রতিটি বিভাগে একজন করে ক্রিকেট প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি সিলেটে বিসিবির একটি আঞ্চলিক অফিস স্থাপনের পরিকল্পনাও অনেক দূর এগিয়েছে।
তিনি আরও জানান, কমপ্লেক্সটির উদ্বোধনের জন্য একটি তারিখ চূড়ান্ত করা হয়েছিল। তবে সাম্প্রতিক কিছু পরিবর্তনের কারণে তা পিছিয়ে গেছে। তবুও খুব দ্রুতই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই কমপ্লেক্স বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের ক্রিকেটারদের জন্য এটি হবে একটি বড় সুবিধা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।